সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 4234 বার পঠিত

১. প্রশ্ন : বর্তমানে কতটি দেশে বাংলাদেশী আম রফতানী হয়?
উত্তর : ৩৮টি।
২. প্রশ্ন : বিশ্বের ৫ম দূষিত নদী কোনটি?
উত্তর : বুড়িগঙ্গা।
৩.প্রশ্ন : বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান কে?
উত্তর : ওয়াকার-উজ-জামান।
৪. প্রশ্ন : বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে?
উত্তর : হাসান মাহমূদ খান।   
৫. প্রশ্ন : র‌্যাবের নতুন মহাপরিচালক কে?     
উত্তর : এ কে এম শহিদুর রহমান।
৬. প্রশ্ন : বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে?    
উত্তর : ২১০টি।
৭. প্রশ্ন : মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : দ্বিতীয়।
৮. প্রশ্ন : বিশ্বে বদ্ধ জলাশয়ে মাছ চাষে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ৫ম।
৯. প্রশ্ন : বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?উত্তর : ৩য়।
১০. প্রশ্ন : দেশের কোন যেলায় শ্রমজীবী ও পেশাজীবী বেশী?
উত্তর : পঞ্চগড়।


আরও