‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ (২০২০-২২ সেশন) যেলা কমিটি পুর্নগঠন
তাওহীদের ডাক ডেস্ক
‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন (২০২৪-২৬ সেশন)
নওদাপড়া, রাজশাহী ১২ই সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার : অদ্য বাদ আছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর শিক্ষক লাউঞ্জে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন ‘যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ সাংগঠনিক যেলার সভাপতি হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ ও জাগরণী পরিবেশন করেন ‘আল-হেরা শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় সহকারী পরিচালক রাকীবুল ইসলাম (মেহেরপুর)। এরপর স্বাগত ভাষণ দেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম ও উদ্বোধনী বক্তব্য দেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী।
বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত ড. ইহসান ইলাহী যহীরের সঞ্চালনায় কেন্দ্রীয় কাউন্সিল সদস্যবৃন্দ পরামর্শ ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন। বাদ মাগরিব থেকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত বাকী কেন্দ্রীয় কর্মপরিষদ তাদের অভিজ্ঞতা-পরামর্শ ও স্ব স্ব সম্পাদকের গোটা সেশনের সামারি তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম ২০২২-২৪ সেশনের বার্ষিক আয়-ব্যয় রিপোর্ট পেশ করেন। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র প্রতিষ্ঠাতা মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বাদ এশা বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪-এ ঘোষিত ২০২২-২৪ সেশনের শ্রেষ্ঠ যেলা, শ্রেষ্ঠ সভাপতি, শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক ও ৪জন শ্রেষ্ঠ সংগঠককে পুরস্কৃত করা হয়। অতঃপর কেন্দ্রীয় সভাপতি মজলিস ভঙ্গের দো‘আ পাঠের মধ্যদিয়ে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য সম্মেলন ২০২৪-এর সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য যে, বাদ আছর থেকে রাত্রি ১১-টা পর্যন্ত মুহতারাম আমীরে জামা‘আতের প্রতিনিধি হিসাবে ‘আন্দোলন-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের নিকট থেকে একে একে মতামত গ্রহণ করেন। ৮৫ জন কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের মধ্য থেকে উপস্থিত ৬০ কাউন্সিল সদস্য এই মতামতে অংশগ্রহণ করেন। তাদের পরামর্শক্রমে ‘যুবসংঘে’র ২০২৪-২৬ সেশনের জন্য ২য় বারের মত কেন্দ্রীয় সভাপতি হিসাবে মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী মনোনীত হন। পরদিন জুম‘আর খুৎবার পূর্ব মুহূর্তে ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় কর্মী সম্মেলনে ‘যুবসংঘে’র নবমনোনীত পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা ও বায়‘আত গ্রহণ করেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।
২০২৪-২০২৬ সেশনের কেন্দ্রীয় কর্মপরিষদের তালিকা
পদবী |
নাম |
সাংগঠনিক মান |
শিক্ষাগত যোগ্যতা |
সভাপতি |
মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী |
কে কা সদস্য |
লিসান্স, মদীনা বিশ্বিবিদ্যালয় |
সহ-সভাপতি |
মুহাম্মাদ আবুল কালাম |
কে কা সদস্য |
কামিল |
সাধারণ সম্পাদক |
ফায়ছাল মাহমূদ |
কে কা সদস্য |
কামিল, দাওরায়ে হাদীছ |
সাংগঠনিক সম্পাদক |
আহমাদুল্লাহ |
কে কা সদস্য |
এম.এ |
অর্থ সম্পাদক |
আসাদুল্লাহ আল-গালিব |
কে কা সদস্য |
দাওরায়ে হাদীছ, এম.এ |
প্রচার সম্পাদক |
মুহাম্মাদ আব্দুন নূর |
কে কা সদস্য |
এম.এ |
প্রশিক্ষণ সম্পাদক |
মুহাম্মাদ আব্দুর রঊফ |
কে কা সদস্য |
এম.এ |
ছাত্র বিষয়ক সম্পাদক |
হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ |
কে কা সদস্য |
এম.এ |
তথ্য ও প্রকাশনা সম্পাদক |
মুহাম্মাদ যয়নুল আবেদীন |
কর্মী |
এম.এ |
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক |
রাক্বীবুল ইসলাম |
কে কা সদস্য |
এম.এ, কামিল |
সমাজ কল্যাণ সম্পাদক |
সাজেদুর রহমান সাজিদ |
কে কা সদস্য |
বি.এ ১ম বর্ষ |
দফতর সম্পাদক |
মুহাম্মাদ আরাফাত যামান |
কে কা সদস্য |
অনার্স (অধ্যয়নরত) |