সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 333 বার পঠিত
১. প্রশ্ন : বনু মুছত্বালিক্ব গোত্রের সর্দার কে ছিলেন?
উত্তর : হারেছ বিন আবু যিরার।
২. প্রশ্ন : বনু মুছতালিক্ব যুদ্ধের উদ্দেশ্যে রাসূল (ছাঃ) কখন মদীনা থেকে বের হন?
উত্তর : ৬ষ্ট হিজরীর ৩রা শা‘বান।
৩. প্রশ্ন : বনু মুছত্বালিক্ব যুদ্ধের কোন বন্দিনীকে রাসূল (ছাঃ) বিবাহ করেন?
উত্তর : জুওয়াইরিয়া (রাঃ)।
৪. প্রশ্ন : রাসূল (ছাঃ) বনু মুছতালিক্ব গোত্রের কতগুলো-কে পরিবারকে মুক্ত করে দেন?
উত্তর : একশত পরিবার।
৫. প্রশ্ন : জুওয়াইরিয়া কার কন্যা ছিলেন?
উত্তর : হারেছ বিন আবু যিরার এর।
৬. প্রশ্ন : বনু মুছতালিক্ব যুদ্ধে রাসূল (ছাঃ)-এর স্ত্রীদের মধ্যে কে তাঁর সফরসঙ্গী ছিলেন?
উত্তর : হযরত আয়েশা (রাঃ)।
৭. প্রশ্ন : ব্যভিচারের মিথ্যা অপবাদের শাস্তি কী?
উত্তর : ৮০ বেত্রাঘাত।
৮. প্রশ্ন : হোদায়বিয়ার সন্ধি কবে সংঘটিত হয়?
উত্তর : ৬ষ্ঠ হিজরীর যুলক্বা‘দাহ মাসে।
৯. প্রশ্ন : হোদায়বিয়ার সন্ধিতে কাফেরদের সঙ্গে কত বছরের শন্তিচুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১০ বছরের।
১০. প্রশ্ন : ‘হোদায়াবিয়া’ কিসের নাম কী?
উত্তর : একটি কুয়ার নাম।
১১. প্রশ্ন : বনু মুছত্বালিক্ব যুদ্ধে কতজন কাফের নিহত হয়?
উত্তর : ১০ জন।
১২. প্রশ্ন : কোন যুদ্ধ হ’তে ফেরার পথে ইফকের ঘটনা ঘটে?
উত্তর : বনু মুছত্বালিক্ব যুদ্ধ হ’তে ফেরার পথে।
১৩. প্রশ্ন : হোদায়বিয়া মক্কা হ’তে কতদূরে অবস্থিত?
উত্তর : মক্কা থেকে উত্তর-পশ্চিমে ২২ কি-মি. দূরে।
১৪. প্রশ্ন : ‘হোদায়বিয়া’ স্থানটি বর্তমানে কী নামে পরিচিত?
উত্তর : ‘শুমাইসী’।
১৫. প্রশ্ন : রিযওয়ান মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর : হোদায়াবিয়ায়।
১৬. প্রশ্ন : হোদায়াবিয়ায় যাত্রাকালে রাসূল (ছাঃ)-এর স্ত্রীদের মধ্যে তাঁর সফরসঙ্গী কে ছিলেন?
উত্তর : হযরত উম্মে সালামাহ (রাঃ)।
১৭. প্রশ্ন : ৬ষ্ঠ হিজরীর কোন যুদ্ধে ৩০০ অশ্বারোহী ১৫ দিন যাবৎ তিনি মাছ খেয়েছিলেন?
উত্তর : সারিইয়া আবু ওবাদাহ ইবনুল জাররাহ।