কৃতজ্ঞ অন্তর

তাওহীদের ডাক ডেস্ক 5 বার পঠিত

নতুন বছরের প্রথম দিনে একজন বিখ্যাত লেখক তার ডেস্কে বসে কলম হাতে লিখছিলেন। তিনি লিখলেন, ‘গত বছর আমার পিত্তথলির অপারেশন হয়েছিল। যার জন্য কয়েক মাস বিছানায় কাটাতে হয়েছে। কিছুদিন পূর্বে আমি ষাট বছরে পদার্পণ করেছি। ফলে যে প্রকাশনা সংস্থায় আমি ত্রিশ বছর ধরে কাজ করেছি, সেই গুরুত্বপূর্ণ চাকরি থেকে অবসর নিতে বাধ্য হয়েছি। গতবছর আমার বাবার মৃত্যু হয়েছে। আর আমার ছেলে মেডিকেল কলেজের পরীক্ষায় ফেল করেছে। কারণ সে এক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে কয়েক মাস পড়াশোনা থেকে দূরে ছিল’। তিনি পাতার শেষে লিখলেন, আহ! কি দুর্ভাগ্যজনক একটা বছর কাটল!’

তার স্ত্রী রুমে ঢুকে তার পিছনে দঁাড়িয়ে নীরবে লেখাটি পড়লেন। অতঃপর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। কয়েক মিনিট পরে, তিনি আরেকটি কাগজ হাতে নিয়ে ফিরে আসলেন। হাতের কাগজটি তার স্বামীর সামনে টেবিলের উপর রাখলেন। লেখক কাগজটি তুলে পড়লেন। সেখানে লেখা ছিল, ‘গত বছর আপনি দীর্ঘদিনের পিত্তথলির ব্যথা থেকে মুক্তি পেয়েছেন। পরিপূর্ণ সুস্থ অবস্থায় ষাট বছরে পদার্পণ করেছেন। চাকরির ব্যস্ততা থেকে অবসর লাভ করেছেন। ফলে এখন আপনার লেখালেখির জন্য পুরোপুরি সময় পাবেন। কয়েকটি গুরুত্বপূর্ণ বই প্রকাশের জন্য আপনার সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে। আপনার বাবা শান্তিপূর্ণভাবে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। তিনি পীড়িত অবস্থায় থেকেও কষ্ট পাননি। অন্য কারো মুখাপেক্ষীও হননি। আর আমাদের ছেলে গাড়ি দুর্ঘটনায় পড়েও মৃত্যু থেকে বেঁচে গেছে এবং কোনো স্থায়ী আঘাত ছাড়াই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। স্ত্রী তার বক্তব্য শেষ করেছেন এভাবে, আমরা কত সুন্দর একটি বছর অতিক্রম করলাম! যেখানে আমাদের শুভ ঘটনাসমূহ খারাপ ঘটনাগুলিকে অতিক্রম করেছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

শিক্ষা : আমরা প্রায়ই সেসব জিনিসের দিকে তাকাই, যা আমাদের থেকে হারিয়ে গেছে। তাই আমরা আল্লাহর দেওয়া নে‘মতের শুকরিয়া আদায় করতে পারি না। কেবল হারিয়ে যাওয়া জিনিসগুলোর জন্য আফসোস করি। কিন্তু যদি আমরা কী কী প্রাপ্ত হয়েছি সেদিকে লক্ষ্য করতাম, তাহ’লে আল্লাহর অনুগ্রহ অনুধাবন করতে পারতাম। বুঝতে পারতাম, তিনি আমাদের আকাংখার চেয়ে অধিক প্রদান করেন। আল্লাহ বলেন, ‘আর নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল। কিন্তু তাদের অধিকাংশ কৃতজ্ঞতা স্বীকার করে না’ (নামল ২৭/৭৩)। তাই হারানো জিনিসের জন্য দুঃখ না করে প্রাপ্ত জিনিসের জন্য শুকরিয়া আদায় করুন।



আরও