১. প্রশ্ন : হোদায়বিয়ার সন্ধিতে ‘বিসমিল্লাহির রহমানির রহীম’-এর পরিবর্তে কি লেখা হয়েছিল?
উত্তর : ‘বিসমিকা আল্লাহুম্মা’।
২. প্রশ্ন : সন্ধিতে ‘রাসূলুল্লাহ’ পরিবর্তে কী লেখা হয়েছিল?
উত্তর : ‘মুহাম্মাদ বিন আব্দুল্লাহ’।
৩. প্রশ্ন : হোদায়বিয়ায় প্রহরীদের নেতা ছিলেন কে?
উত্তর : মুহাম্মাদ বিন মাসলামাহ।
৪. প্রশ্ন : যুদ্ধ এড়াতে রাসূল (ছাঃ) কুরায়েশদের নিকটে কাকে প্রথম দূত হিসাবে প্রেরণ করেছিলেন?
উত্তর : খারাশ বিন উমাইয়া আল-খুযাঈকে।
৫. প্রশ্ন : রাসূল (ছাঃ) ২য় বার কাকে দূত করে প্রেরণ করেছিলেন?
উত্তর : ওছমান (রাঃ)-কে।
৬. প্রশ্ন : মক্কার পথে ওছমান (রাঃ)-কে কে স্বাগত জানায়?
উত্তর : আবান বিন সাঈদ ইবনুল ‘আছ।
৭. প্রশ্ন : বায়‘আতুর রিযওয়ান (بَيْعَةُ الرِّضْوَانِ) অর্থ কি?
উত্তর : সন্তুষ্টির বায়‘আত।
৮. প্রশ্ন : বায়‘আতুর রিযওয়ানে কতজন ছাহাবী ছিলেন?
উত্তর : চৌদ্দশ জন।
৯. প্রশ্ন : সর্বপ্রথম কে বায়‘আতের জন্য এগিয়ে আসেন?
উত্তর : আবু সিনান আব্দুল্লাহ বিন ওয়াহাব আল-আসাদী।
১০. প্রশ্ন : কোন ব্যক্তি বায়‘আত থেকে বিরত ছিল?
উত্তর : মুনাফিক জাদ বিন ক্বায়েস আনছারী।
১১. প্রশ্ন : এই দিন কোন ছাহাবী ৩বার বায়‘আত করেছিলেন?
উত্তর : দক্ষ তীরন্দায সালামাহ ইবনুল আকওয়া‘ (রাঃ)।
১২. প্রশ্ন : সন্ধিপত্র লেখার সময় কে মক্কা থেকে এসেছিলেন?
উত্তর : শিকল পরা অবস্থায় সোহায়েল-পুত্র আবু জান্দাল।
১৩. প্রশ্ন : হোদায়বিয়ায় কোন সূরার ১০ম আয়াত নাযিল হয়?
উত্তর : সূরা মুমতাহিনা ১০ম আয়াত।
১৪. প্রশ্ন : উপরোক্ত আয়াত নাযিলের পর ওমর কি করেন?
উত্তর : মক্কায় তাঁর দু’জন মুশরিক স্ত্রীকে তালাক দেন।
১৫. প্রশ্ন : হজ্জ ও ওমরাহর ওয়াজিব তরকের ‘ফিদইয়া’ কি?
উত্তর : একটি বকরী কুরবানী অথবা ৬ জন মিসকীনকে তিন ছা‘ খাদ্য দান অথবা তিনটি ছিয়াম পালন।
১৬. প্রশ্ন : সূরা ফাত্হ কোথায় নাযিল হয়?
উত্তর : মক্কা থেকে মদীনার পথে কোরাউল গামীমে।
১৭. প্রশ্ন : রাসূল (ছাঃ) হোদায়বিয়াতে কতদিন ছিলেন?
উত্তর : ২০ দিন।