আল্লাহর কাছে চাইতে শিখুন

নাজমুন নাঈম 74 বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতের একজন বিখ্যাত ব্যবসায়ী এক সাক্ষাৎকারে তার জীবনের একটি স্মরণীয় ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, এক রাতে আমি কিছুটা উদ্বিগ্ন বোধ হয়েছিলাম। তাই আমি খোলা বাতাসে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে আমি একটি মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলাম। মসজিদটি খোলা দেখে ভাবলাম, কেন না আমি দু’রাক‘আত ছালাত আদায় করি।

আমি মসজিদে প্রবেশ করলাম। সেখানে একজন লোক ক্বিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে আল্লাহর কাছে খুব আকুতি করে দো‘আ করছিলেন। তার দো‘আ করার ধরণ দেখে বুঝলাম, তিনি গভীর বিপদে আছেন। আমি অপেক্ষা করলাম যতক্ষণ না সে তার দো‘আ শেষ করে। এরপর আমি তার কাছে গিয়ে বললাম, আমি দেখলাম আপনি এমন আন্তরিকভাবে দো‘আ করছেন, যেন আপনি বড় বিপদে আছেন। আপনার সমস্যাটা কী?

লোকটি বলল, আমার কিছু ঋণ রয়েছে যা আমাকে দুশ্চিন্তাগ্রস্ত করেছে এবং ঘুমাতে দিচ্ছে না।

আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার ঋণের পরিমাণ কত? তিনি উত্তর দিলেন, চার হাযার দিরহাম। আমি আমার পকেট থেকে চার হাযার দিরহাম বের করে তাকে দিলাম। তিনি খুব খুশি হয়ে আমাকে ধন্যবাদ দিলেন এবং আমার জন্য দো‘আ করলেন।

এরপর আমি আমার ফোন নম্বর এবং অফিসের ঠিকানা দিয়ে তাকে বললাম, এই কার্ডটি রাখো। ভবিষ্যতে তোমার যদি কোনো দরকার হয়, তাহ’লে আমার সঙ্গে দেখা কর অথবা আমাকে ফোন কর।

আমি ভেবেছিলাম, তিনি এই প্রস্তাবে খুশি হবেন। কিন্তু তার উত্তর আমাকে অবাক করল। তিনি বললেন, না ভাই। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। এই কার্ডটির আমার প্রয়োজন নেই। যখনই আমার কোনো প্রয়োজন হবে, আমি আললাহর কাছে দো‘আ করব এবং তার কাছে আমার হাত তুলে সাহায্য চাইব। যেমন আল্লাহ আজকের এই প্রয়োজন পূরণ করেছেন, ভবিষ্যতেও তিনি তা পূরণ করবেন।

এই ঘটনা আমাকে সেই ছহীহ হাদীছটির কথা মনে করিয়ে দেয়, ‘যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা কর, তবে তিনি তোমাদের সেভাবেই রিযিক দিবেন, বেভাবে পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্তি নিয়ে ফিরে আসে’ (তিরমিযী হা/২৩৪৪; ইবনু মাজাহ হা/ ৪১৬৪)

মূল : মুহসিন জববার; অনুবাদ : নাজমুন নাঈম

[সহ-সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, রাবি শাখা]



আরও