সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 44 বার পঠিত

যেলা কমিটি পুনর্গঠন (২০২২-২৬ সেশন)

৩২. ডিমলা, নীলফামারী-পূর্ব, ১৯শে সেপ্টেম্বর, শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘যুবসংঘ’ নীলফামারী-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে দক্ষিণ গয়াবাড়ি লাল জুম্মা জামে মসজিদে এক যুব সমাবেশের আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. মুহাম্মাদ মতীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান সাজিদ। অনুষ্ঠানে রায়হান বিন আব্দুর রহমানকে সভাপতি ও আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৩. ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬শে সেপ্টেম্বর, শনিবার : অদ্য বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নীচ তলায় ‘যুবসংঘ’ ঢাকা বিশ্ববিদ্যালয় পুনর্গঠন উপলক্ষ্যে এক ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ইহসান ইলাহী যহীর, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আব্দুর রায্যাক ও আব্দুল্লাহ আল মুছাদ্দিক। অনুষ্ঠানে মুহাম্মাদ আকরাম হোসেনকে সভাপতি ও আব্দুল কাদেরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।

৩৪. পতেঙ্গা, চট্টগ্রাম, ১৮ই অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ আছর যেলার পতেঙ্গাস্থ যুবসংঘ কার্যালয়ে ‘যুবসংঘ' চট্টগ্রাম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ জসীমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর সভাপতি শেখ সা‘দী, সাধারণ সম্পাদক আরজু হোসেন ছাবিবর, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আমির হোসেন খানসহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র যেলা দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুহাম্মাদ জসীমুদ্দীনকে পুনরায় সভাপতি ও মুহাম্মাদ ইলিয়াছকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৫. মাদারগঞ্জ, জামালপুর-দক্ষিণ, ১৮ই অক্টোবর, শুক্রবার : অদ্য সকাল ৯-টায় যেলার মোসলেমাবাদ মন্ডলবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। আমন্ত্রিত অতিথি ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা কামরুয্যামান বিন আব্দুল বারী। অনুষ্ঠানে মুহাম্মাদ মাসঊদুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ সুলতান মাহমূদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৬. মেলান্দহ, জামালপুর-উত্তর, ১৮ই অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ আছর চাড়াইলদার পাথালিয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ জামালপুর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আরোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাসঊদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার মুহাম্মাদ আব্দুন নূর। অনুষ্ঠানে ইসমাঈল বিন আব্দুল গণীকে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৭. সুন্দরপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ, ১৮ই অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলা ‘যুবসংঘে’র পুনর্গঠন উপলক্ষ্যে সুন্দরপুর ওছমান বিন আফফান (রাঃ) মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি হোসাইন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী ও সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আসাদুল্লাহ মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির ও কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দেলাওয়ার হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল আযীয মাস্টারসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে মুহাম্মাদ ফয়সাল কবীরকে সভাপতি ও তারেক রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৮. ধোবাউড়া, ময়মনসিংহ-উত্তর, ২০শে অক্টোবর, রবিবার : অদ্য বাদ যোহর যেলার ধোবাউড়া, মেকিয়ারকান্দা বাজার মারকায আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আজমাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য শরীফুল ইসলাম। অনুষ্ঠানে পুনরায় মোহাম্মদ আলীকে সভাপতি ও আব্দুল্লাহ আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৩৯. বিশ্বনাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ, ২৩শে অক্টোবর, বুধবার : অদ্য বাদ আছর যেলার শিবগঞ্জ থানাধীন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, কানসাটে ‘যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক দ্বীনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শহীদুল করীমের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ড. মুখতারুল ইসলাম এবং সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইয়াসীন আলী, উপদেষ্টা ইসমাঈল হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীল ও সুধীবৃন্দ। অনুষ্ঠানে পুনরায় মুহাম্মাদ ছালেহ সুলতানকে সভাপতি ও এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪০. রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ-উত্তর, ২৫শে অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ আছর যেলার রহনপুর বাগদোয়ার পাড়া যেলা কার্যালয়ে ‘যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হকসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে ফাহিম ফায়ছালকে সভাপতি ও মুহাম্মাদ হিমেলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪১. দক্ষিণ মাদারশি, বরিশাল, ২৫শে অক্টোবর, শুক্রবার : অদ্য বাদ আছর যেলার দক্ষিণ মাদারশিতে অবস্থিত মুহাম্মাদিয়া জামে মসজিদে ‘যুবসংঘ’ বরিশাল সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি কায়েদ মাহমূদ ইমরানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ ও আল-‘আওনের সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইব্রাহীম কাওছার সালাফী, সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মুস্তাফিযুর রহমান, ‘আন্দোলন’-এর বরিশাল বিভাগীয় দাঈ মুহাম্মাদ রাকিবুল ইসলামসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে কায়েদ মাহমূদ ইমরানকে পুনরায় সভাপতি ও মাছুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪২. বাঁকাল, সাতক্ষীরা, ২৬শে অক্টোবর, শনিবার : অদ্য সকাল ৯-টায় যেলার সদর থানাধীন বাঁকাল দারুল হাদীছ আহমাদিয়া সালাফিয়া মাদ্রাসায় ‘যুবসংঘ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ রাকীবুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মুফলেহুর রহমান, সাবেক সভাপতি মাওলানা আব্দুল মান্নানসহ অন্যান্য দায়িত্বশীল ও সুধীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে মুহাম্মাদ মুজাহিদুর রহমানকে সভাপতি ও নাজমুল আহসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৩. ভোলা, ২৬শে অক্টোবর, শনিবার : অদ্য বাদ আছর যেলার খলিফা পট্টি জামে মসজিদে ‘যুবসংঘ’ ভোলা সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক দ্বীনী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ ও আল-‘আওনের সাংগঠনিক সম্পাদক আহমাদ আব্দুল্লাহ শাকির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাজেদুল হক সাধারণ সম্পাদক যাকির হোসেন, ‘আন্দোলন’-এর বরিশাল বিভাগীয় দাঈ মুহাম্মাদ রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে হাফেয ফজলে রাববীকে আহবায়ক ও হাফেয আরিফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

৪৪. রাজশাহী কলেজ, রাজশাহী ৩০শে অক্টোবর, বুধবার : অদ্য বেলা ১১-টায় ‘যুবসংঘ’ রাজশাহী কলেজ পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ ‘যুবসংঘে’র সভাপতি যায়েদ বিল জিল্লুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুন নূর ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পদক হাফেয আব্দুল্লাহ আল-মারূফ। অনুষ্ঠানে আব্দুল্লাহ নাবিলকে সভাপতি ও নাজমুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৫. সদর, ফেনী ৩১শে অক্টোবর, বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন দারুল হাদীছ সালাফিয়াহ মাদ্রাসায় ‘যুবসংঘ’ ফেনী সাংগঠনিক যেলা গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও যুব সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে যেলা ‘যুবসংঘে’র আহবায়ক মুহাম্মাদ ইমরান গাজীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ ও আহলেহাদীছ পেশাজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান। অনুষ্ঠানে মুহাম্মাদ ইমরান গাজীকে সভাপতি ও মুহাম্মাদ এনামুল হককে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করা হয়।

৪৬. ষষ্টিতলা, যশোর, ১লা নভেম্বর, শুক্রবার : অদ্য সকাল ১১-টায় যেলা সদরের টাউনহল আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘে’র যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি তুরাব আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সভাপতি আলহাজ্জ আবুল খায়ের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনীছুর রহমান। এছাড়াও যেলার ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আনীছুর রহমানকে সভাপতি ও মাওলানা হারূন অর-রশিদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৭. চিলারাং, সদর, ঠাকুরগাঁও ১লা নভেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সদর থানাধীন চিলারাং মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি যিয়াউর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক যয়নুল আবেদীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে আযীযুর রহমানকে সভাপতি ও আফতাবুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৮. পটুয়াখালী, ১লা নভেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর পটুয়াখালী নতুন বাস স্ট্যান্ডে অবস্থিত আস-সুন্নাহ্ মাদ্রাসা কমপ্লেক্সে ‘যুবসংঘে’র যেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক সাজিদুর রহমান। অনুষ্ঠানে মুহাম্মাদ মা‘সুম বিল্লাহকে সভাপতি ও নাঈম শিকদারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৪৯. মৌলভীবাজার ১লা নভেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর মৌলভীবাজারের কুলাউড়া মসজিদ আত-তাওহীদে যেলা ‘যুবসংঘ’ কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক দ্বীনী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ ছাদেকুন নূরের সভাপতিত্বে উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর। অনুষ্ঠানে মুজিব মিয়াকে সভাপতি ও হাবীবুর রহমান তানযীলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৫০. শাহী ঈদগাহ, সিলেট, ১লা নভেম্বর, শুক্রবার : অদ্য সকাল ১০-টায় সিলেট সদরের শাহী ঈদগাহে অবস্থিত হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে ‘যুবসংঘ’ সিলেট সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি তোফায়েল আহমাদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর ও কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আরাফাত যামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-উত্তর ‘আন্দোলনে’-এর সভাপতি মাওলানা ফায়জুল ইসলাম ও সিলেট-দক্ষিণ ‘আন্দোলনে’-এর সভাপতি জাবের হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে তোফায়েল আহমাদকে সভাপতি ও সাকিব হোসাইন ছিয়ামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৫১. বাসাইল, টাঙ্গাইল, ৯ই নভেম্বর, শনিবার : অদ্য বাদ আছর যেলার বাসাইল থানাধীন কাঞ্চন পূর্বপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ টাঙ্গাইল যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি অধ্যাপক শামসুল আলম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল-মামূনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। যুব সমাবেশে আব্দুল হামীদকে সভাপতি ও হাফেয আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৫২. ফরিদপুর, ১৫ই নভেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর ফরিদপুর সদরে অবস্থিত হাদীছ ফাউন্ডেশন পাঠাগারে ‘যুবসংঘ’ ফরিদপুর যেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ। অনুষ্ঠানে রানা ইসলামকে আহবায়ক ও মুহাম্মাদ আমিনুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে একটি আহবায়ক কমিটি করা হয়।

৫৩. সখিপুর, শরীয়তপুর, ১৫ই নভেম্বর, শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার সখিপুর থানাধীন সরকার বাড়ী তাওহীদ জামে মসজিদে ‘যুবসংঘ’ শলীয়তপুর যেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম। এছাড়াও যেলা ‘আন্দোলন’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খসরু হোসেনকে আহবায়ক এবং ডা. মুহাম্মাদ সিরাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে যেলা ‘যুবসংঘে’র আহবায়ক কমিটি গঠন করা হয়।

৫৪. কুড়িগ্রাম-দক্ষিণ, ৩০শে নভেম্বর, শনিবার : অদ্য বাদ জুম‘আ যেলার সেলিমনগর স্কুল জামে মসজিদে ‘যুবসংঘ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ নূর ইসলাম বাবলার সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহফূজুর রহমান দারা এবং সাংগঠনিক সম্পাদক মোশাররফ হুসাইন প্রমুখ। প্রশিক্ষণ শেষে আশীকুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৫৫. পীরগাছা, রংপুর-পূর্ব, ৩০শে নভেম্বর, শনিবার : অদ্য সকাল ১০টায় যেলার পীরগাছা থানাধীন দারুস সালাম সালাফিইয়াহ মাদ্রাসায় ‘যুবসংঘ’ রংপুর পূর্ব সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’র সভাপতি শাহীন পারভেজ মামূনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সাজিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আব্দুন নূর, যেলা ‘আন্দোলনে’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও উপদেষ্টা আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মুহাম্মাদ মোখলেছুর রহমানকে সভাপতি ও মুহাম্মাদ মাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

৫৬. ইশ্বরদী, পাবনা ৬ই ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ নতুনহাট মোড় (গোলচত্বর) ইশ্বরদী উপযেলা কার্যালয়ে ‘পাবনা’ যেলা ‘যুবসংঘ’ গঠন উপলক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। যেলা ‘আন্দোলন’-এর যেলা সভাপতি মুহাম্মাদ ছোহরাব আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাহিত্য ও সংষ্কৃতিক সম্পাদক মুহাম্মাদ রাক্বীবুল ইসলাম। অনুষ্ঠানে হাফেয মুহাম্মাদ শরীফুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ ওয়াসিম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ-২০২৪ (১ম পর্ব)

রাজশাহী, ১২ ও ১৩ই ডিসেম্বর, বৃহস্পতি ও শুক্রবার : গত ১২ ও ১৩ই ডিসেম্বর ২০২৪ বৃহস্পতি ও শুক্রবার ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার পূর্ব পার্শ্বস্থ হলরুমে দুই দিনব্যাপী যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ (১ম পর্ব) অনুষ্ঠিত হয়। ১ম দিন সকাল সাড়ে ৬-টায় প্রশিক্ষণ শুরু হয়ে দ্বিতীয় দিন জুম‘আর পূর্বে শেষ হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যুব-বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভাইস-প্রিন্সিপ্যাল ড. নুরুল ইসলাম, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অডিটর মুহাম্মাদ আবুল হোসেন, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মারূফ প্রমুখ। প্রশিক্ষণে মূল্যায়ন পরীক্ষা পরিচালনা করেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাক্বীবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান ও দফতর সম্পাদক আরাফাত যামান।

উল্লেখ্য যে, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৭টি যেলার ৫২জন দায়িত্বশীল প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন আব্দুল কাদের (সাধারণ সম্পাদক, দিনাজপুর-পূর্ব), ২য় স্থান মেহেদি হাসান প্রশিক্ষণ সম্পাদক, রংপুর পশ্চিম), এবং ৩য় স্থান সাদ্দাম হোসাইন সভাপতি। বিশেষ পুরস্কার প্রদান করা হয় মুহাম্মাদ আব্দুন নুরকে (প্রশিক্ষণ সম্পাদক, দিনাজপুর পূর্ব)। এছাড়াও নীলফামারী পশ্চিম যেলার গোটা পরিষদ উপস্থিত হওয়ায় প্রত্যেককে পুরস্কৃত হয়। অতঃপর ২য় দিন জুম‘আর খুৎবা শুরুর কিছু পূর্বে কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী-এর সমাপনী বক্তব্য ও দো‘আ পাঠের মাধ্যমে ২দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়।

যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ-২০২৫ (২য় পর্ব)

রাজশাহী, ৯ ও ১০ই জানুয়ারী, বৃহস্পতি ও শুক্রবার : গত ৯ ও ১০ই জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার পূর্ব পার্শ্বস্থ হলরুমে দুই দিনব্যাপী যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ (২য় পর্ব) অনুষ্ঠিত হয়। ১ম দিন সকাল সাড়ে ৬-টায় প্রশিক্ষণ শুরু হয়ে দ্বিতীয় দিন জুম‘আর পূর্বে শেষ হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যুব-বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভাইস-প্রিন্সিপ্যাল ড. নুরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুন নূর, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মারূফ প্রমুখ। প্রশিক্ষণে মূল্যায়ন পরীক্ষা পরিচালনা করেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাক্বীবুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান ও দফতর সম্পাদক আরাফাত যামান।

উল্লেখ্য প্রশিক্ষণে ঢাকা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও ১ম পর্বে অনুপস্থিত যেলাসহ মোট ৩০টি যেলা থেকে ৯১জন দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষায় ১ম স্থান অধিকার করেন আব্দুর রহমান নয়ন (অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ), ২য় স্থান আল-আমীন (সাধারণ সম্পাদক, কুমিল্লা) এবং ৩য় স্থান মুহাম্মাদ রবীউল হাসান (সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ)। এছাড়াও বিশেষ পুরস্কার প্রদান করা হয় মুজাহিদুর রহমান (সভাপতি, সাতক্ষীরা) ও মোছাদ্দেকুল ইসলাম (প্রশিক্ষণ সম্পাদক, রংপুর পূর্ব)-কে। অতঃপর ২য় দিন জুম‘আর খুৎবা শুরুর কিছু পূর্বে কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানী-এর সমাপনী বক্তব্য ও দো‘আ পাঠের মাধ্যমে ২দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়।

নবীন বরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় ৯ই ডিসেম্বর সোমবার : অদ্য বাদ আছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ১২৫ নং রুম সিসিডিসি গ্যালারীতে ‘যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাবি ‘যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ তরুণ হাসান। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মারূফ। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দেড় শতাধিক শিক্ষার্থীকে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অতিথিবৃন্দ স্ব স্ব বক্তব্যে নবীন ছাত্রদের কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ার এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করার আহবান জানান। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাবি ‘যুবসংঘে’র সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ।



আরও