সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 143 বার পঠিত
১. প্রশ্ন : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্লাটফর্মের নাম কী?
উত্তর : সুখী।
২. প্রশ্ন : দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি?
উত্তর : সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর।
৩. প্রশ্ন : বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত?
উত্তর : চট্টগ্রামে।
৪. প্রশ্ন : ‘শুভ সন্ধ’ সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
উত্তর : বরগুনা।
৫. প্রশ্ন : যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী The Economist -এর ২০২৪ সালের বর্ষসেরা দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।
৬. প্রশ্ন : বাংলাদেশী তৈরী পোষাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : এইচ এম সুইডেন।