সাধারণ জ্ঞান (সাম্প্রতিক আন্তর্জাতিক)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 213 বার পঠিত
১. প্রশ্ন : সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে?
উত্তর : ৮ই ডিসেম্বর ২০২৪।
২. প্রশ্ন : ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর : ফ্রাঁসোয়া বায়রু।
৩. প্রশ্ন : deepseek কী?
উত্তর : চীনা কোম্পানীর তৈরী একটি ‘এআই’ অ্যাপ।
৪. প্রশ্ন : ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : অ্যান্টোনিও কস্তা।
৫. প্রশ্ন : ২০২৪ সালের অক্সর্ফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি?
উত্তর : Brain Rof.
৬. প্রশ্ন : খাদ্য, চাল, গম, ভুট্টা, আমদানিতে শীর্ষ দেশের নাম কি?
উত্তর : চীন।
৭. প্রশ্ন : সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তর : আহমাদ আল-শারা (২৯ জানুয়ারী’২৫)।
৮. প্রশ্ন : সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর : মুহাম্মাদ আল-বশীর।
৯. প্রশ্ন : গাযায় কবে যুদ্ধবিরতি হয়?
উত্তর : ১৯ জানুয়ারী’২৫।