সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 170 বার পঠিত
১. প্রশ্ন : এই দিন কোন ছাহাবী ৩বার বায়‘আত করেছিলেন?
উত্তর : দক্ষ তীরন্দায সালামাহ ইবনুল আকওয়া‘ (রাঃ)।
২. প্রশ্ন : সন্ধিপত্র লেখার সময় কে মক্কা থেকে এসেছিলেন?
উত্তর : শিকল পরা অবস্থায় সোহায়েল-পুত্র আবু জান্দাল।
৩. প্রশ্ন : হোদায়বিয়ায় কোন সূরার ১০ম আয়াত নাযিল হয়?
উত্তর : সূরা মুমতাহিনা ১০ম আয়াত।
৪. প্রশ্ন : উপরোক্ত আয়াত নাযিলের পর ওমর কি করেন?
উত্তর : মক্কায় তাঁর দু’জন মুশরিক স্ত্রীকে তালাক দেন।
৫. প্রশ্ন : হজ্জ ও ওমরাহর ওয়াজিব ছাড়লে ‘ফিদইয়া’ কি?
উত্তর : একটি বকরী কুরবানী অথবা ৬ জন মিসকীনকে তিন ছা‘ খাদ্য দান অথবা তিনটি ছিয়াম পালন।
৬. প্রশ্ন : সূরা ফাৎহ কোথায় নাযিল হয়?
উত্তর : মক্কা থেকে মদীনার পথে কোরাউল গামীমে।
৭. প্রশ্ন : রাসূল (ছাঃ) হোদায়বিয়াতে কতদিন ছিলেন?
উত্তর : ২০ দিন।
৮. প্রশ্ন : হোদায়বিয়ার সন্ধিচুক্তি কতদিন অব্যাহত ছিল?
উত্তর : ১৭ কিংবা ১৮ মাস।
৯. প্রশ্ন : বি’রে মাঊনার ঘটনা কোন মাসে ঘটেছিল?
উত্তর : ৪র্থ হিজরীর ছফর মাসে।
১০. প্রশ্ন : নাজদের বনু সুলায়েম গোত্রে নিকট কতজনের তাবলীগী কাফেলা পাঠান হয়েছিল?
উত্তর : ৭০ জনের।
১১. প্রশ্ন : দূমাতুল জান্দাল কত সনে সংঘটিত হয়েছিল?
উত্তর : ৬ষ্ঠ হিজরীর শা‘বান মাসে।
১২. প্রশ্ন : সিরিয়ার দূমাতুল জান্দালের বনু কালব খ্রিষ্টান গোত্রের নিকটে তাবলীগী কাফেলার নেতৃত্বে কে ছিল?
উত্তর : আব্দুর রহমান বিন ‘আওফ (রাঃ)।
১৩. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর সীলমোহরটি কি দ্বারা নির্মিত?
উত্তর : আংটিতে মুদ্রিত সীলমোহরটি ছিল রৌপ্য নির্মিত।
১৪. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর আংটিতে কি মুদ্রিত?
উত্তর : ‘মুহাম্মাদ রাসূলুল্লাহ’ (محمد رسول الله)।
১৫. প্রশ্ন : হেরাক্বলের চিঠিতে কোন আয়াতটির উল্লেখ ছিল?
উত্তর : সূরা আলে ইমরানের ৬৪ আয়াতটি।
প্রশ্ন : সম্রাট ও শাসকের নিকট রাসূল (ছাঃ)-এর কতজন বিখ্যাত পত্রবাহক গিয়েছিলেন?
উত্তর : ৬ জন।