সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 69 বার পঠিত

যুব সমাবেশ ২০২৫

নওদাপাড়া, মারকায ১৪ই ফেব্রুয়ারী’২৫ শুক্রবার : অদ্যবাদ সকাল ৯-টায় মারকাযের পূর্ব পার্শ্বস্থ প্যান্ডেলে ‘বাংলাদেশ আহলেহাদী যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ-এর স্বাগত ভাষণের পর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম উদ্বোধনী ভাষণ প্রদান করেন। এরপর পর্যায়ক্রমে যেলা ‘যুবসংঘে’র সভাপতিবৃন্দ বক্তব্য রাখেন। (১) মুজাহিদুর রহমান (সাতক্ষীরা) (২) মুহাম্মাদ সাইফুর রহমান (দিনাজপুর-পূর্ব) (৩) আব্দুল্লাহ আল-মামুন (রাজশাহী বিশ্ববিদ্যালয়) (৪) রুহুল আমীন (কুমিল্লা) (৪) মুজিব মিয়া (মৌলভীবাজার), (৫) আব্দুল্লাহ নাবিল (রাজশাহী কলেজ), রমাযান আলী (বগুড়া) ও (৬) জসীম উদ্দীন (চট্টগ্রাম)।

এরপর ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মারূফ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ, প্রচার সম্পাদক আব্দুন নূর, অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালাম। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য পেশ করেন ‘সোনামণি’-এর কেন্দ্রীয় পরিচালক রবীউল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ‘আন্দোলন’-এর যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নূরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ললাহ আল-গালিব। উক্ত সমাবেশের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেয আব্দুল আলীম (সাবেক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ঢাকা-দক্ষিণ) ও ইসলামী জাগরণী পরিবেশন করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাক্বীবুল ইসলাম এবং সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সাজেদুর রহমান ও দফতর সম্পাদক মুহাম্মাদ আরাফাত যামান।

জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা ২০২৫

প্রতি বছরের ন্যায় এবারও ‘যুবসংঘে’র উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচিত গ্রন্থ ছিল মুহতারাম আমীরে জামা‘আত লিখিত ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন (২) জঙ্গীবাদ প্রতিরোধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব ও (৩) ‘যুবসংঘ’ কর্তৃক প্রকাশিত স্মারকগ্রন্থ-২।

বয়স ও পেশা নির্বিশেষে উন্মুক্ত এই প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী তিন জন হ’লেন (১) মুহাম্মাদ মাহফূয রহমান (নওগঁা) (ছাত্র, ছানাবিয়া ১ম বর্ষ, মারকায) (২) মুহাম্মাদ আব্দুর রহীম (সিরাজগঞ্জ) ও (৩) ওয়ালিদ বিন ইউসুফ (সিরাজগঞ্জ)। অতঃপর বিশেষ পুরস্কার প্রাপ্ত ১০ জন হ’লেন (১) মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন (সাতক্ষীরা) (২) আব্দুর রহমান রাফসান (গাইবান্ধা) (৩) মুহাম্মাদ মুত্তালিব (চাঁপাই নবাবগঞ্জ) (৪) মুহাম্মাদ মাহফূয আলম (চাঁপাই নবাবগঞ্জ) (৫) মুহাম্মাদ শাহাদাত হোসেন (নওগঁা) (৬) শেখ আমীর হোসেন (বাগেরহাট) (১০ম শ্রেণী, মারকায) (৭) মুহাম্মাদ মকছেদ আলী (বগুড়া) (৮) মুহাম্মাদ আল-আমিন (রাজশাহী) (৯) সানারুল ইসলাম সানাউল্লাহ (রাজশাহী) ও (১০) মুহাম্মাদ শাহারুল (নওগাঁ)। ইজতেমার ২য় দিন শুক্রবার ‘যুব সমাবেশে’র মঞ্চে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিগণ।

একুশে বইমেলা ২০২৫

২০-২৪শে মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় : প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক ২০শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার থেকে ২৪শে ফেব্রুয়ারী সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে একুশে বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত বইমেলায় দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিদ্যমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বই প্রদর্শন ও বিক্রয়ের উদ্দেশ্যে স্টল গ্রহণ করে। উক্ত বইমেলায় ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’ কর্তৃক প্রকাশিত বইসমূহ নিয়ে প্রথমবারের মত অংশগ্রহণ করে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়। বইমেলায় দুই ইউনিটে মোট ৭৮টি স্টলের মধ্যে ‘যুবসংঘ’-এর স্টল নং ছিল ৩৯।

প্রথম দিন বেলা ১২-টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব মেলার উদ্বোধন করেন। অতঃপর তিনি একে একে বইমেলার সকল স্টল পরিদর্শন করেন। ‘যুবসংঘ’-এর স্টল পরিদর্শনের সময় তাকে আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব লিখিত ‘আহলেহাদীছ আন্দোলন কী ও কেন’, ‘তরজমাতুল কুরআন’, ‘বিবর্তনবাদ’, মাসিক ‘আত-তাহরীক’, ‘তাওহীদের ডাক’ ও ‘সোনামণি প্রতিভা’সহ মোট ৮টি বই উপহার দেওয়া হয়।

বইমেলার দ্বিতীয় দিন ২১শে ফেব্রুয়ারী বাদ আছর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ললাহ আল-গালিব বইমেলা পরিদর্শনে যান। তার সাথে সফরসঙ্গী ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মাদ তরুণ হাসান ও ‘আল-আওন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকিরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সুধীবৃন্দ। পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় আমীরে জামাআত বলেন, ‘একুশে ফেব্রুয়ারীকে কেবল ভাষা দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। কারণ আমরা কেবল এইদিন বাঙালী নই। বরং আমরা সারা বছর বাঙালী। আমরা বাংলা ভাষায় কথা বলি, চিন্তা করি ও সাহিত্য রচনা করি। বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে সঠিক ইসলামের দাওয়াত পেঁŠছানোর জন্যই হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে’। এসময় তিনি ‘যুবসংঘ’, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাত্বিশীলদের ধন্যবাদ জানান।

এছাড়া বিভিন্ন সময়ে বইমেলা পরিদর্শনে যান ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, প্রচার সম্পাদক আব্দুন নূর, অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল-গালিব, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রঊফ, দফতর সম্পাদক মুহাম্মাদ আরাফাত যামান ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, স্টলে বই প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি মেলায় দর্শনার্থীদের মাঝে মাসিক আত-তাহরীক ও তুহফায়ে রামাযান বিতরণ করা হয়।



আরও