সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 100 বার পঠিত


১. প্রশ্ন : লেবানলের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : জোসেফ আউন।

২. প্রশ্ন : HMPV ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে?
উত্তর : ২০০১ সালে, নেদারল্যান্ডস।

৩. প্রশ্ন : আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (ITU)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ১৯৪টি।

৪. প্রশ্ন : সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে?
উত্তর : পাকিস্তান।

৫. প্রশ্ন : ব্রিকসের বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ১০টি।

৬. প্রশ্ন : বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কী?
উত্তর : থ্রি জর্জেস বঁাধ (তিববত, চীন)।

৭. প্রশ্ন : গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।


আরও