১. প্রশ্ন : রাসূলুল্লাহ (ছাঃ) কোন রোম সম্রাটের নিকট পত্র পাঠিয়েছিলেন?
উত্তর : সম্রাট ক্বায়সার হেরাক্লিয়াসের নিকট।
২. প্রশ্ন : পত্র প্রেরণের সময় সম্রাট হেরাক্বল কোথায় অবস্থান করছিলেন?
উত্তর : যেরুযালেমে।
৩. প্রশ্ন : আবু সুফিয়ান কবে ইসলাম কবুল করেন?
উত্তর : ৮ম হিজরীর ১৭ই রামাযান মক্কা বিজয়ের দিন ।
৪. প্রশ্ন : পত্র পেয়ে বাদশাহ হেরাক্বল কাকে রাসূল (ছাঃ) সম্পর্কে প্রশ্ন করেন?
উত্তর : আবু সুফিয়ানকে।
৫. প্রশ্ন : আবু সুফিয়ানকে তিনি কতটি প্রশ্ন করেছিলেন?
উত্তর : ১০টি।
৬. প্রশ্ন : পারস্য সম্রাট খসরু পারভেযের নিকটে পত্রবাহক হিসেবে কোন ছাহাবী প্রেরিত হন?
উত্তর : আব্দুল্লাহ বিন হুযাফাহ সামেরী।
৭. প্রশ্ন : খসরু পারভেয কোন ধর্মের অনুসারী ছিলেন?
উত্তর : মজূসী বা যারদাশতী ধর্মের।
৮. প্রশ্ন : পারস্য সম্রাট রাসূলের পত্র পেয়ে কি করেছিলেন?
উত্তর : দম্ভভরে পত্রটি ছিঁড়ে ফেলেন।
৯. প্রশ্ন : খসরু পারভেযকে কবে হত্যা করা হয়?
উত্তর : ৭ম হিজরীর ১০ই জুমাদাল ঊলা মঙ্গলবারে।
১০. প্রশ্ন : পারস্য সম্রাট খসরু পারভেযকে কে হত্যা করে?
উত্তর : তার আপন পুত্র শীরাওয়াইহ।
১১. প্রশ্ন : কোন ছাহাবী মিসর রাজ মুক্বাউক্বিসের নিকটে পত্রবাহক হিসেবে প্রেরিত হন?
উত্তর : হযরত হাতেব বিন আবু বালতা‘আহ (রাঃ)।
১২. প্রশ্ন : মিসর রাজ মুক্বাউক্বিসের মূল নাম কী?
উত্তর : জুরায়েজ বিন মীনা।
১৩. প্রশ্ন : রাসূল (ছাঃ)-এর পত্র পেয়ে তিনি কি করেছিলেন?
উত্তর : সসম্মানে হাতীর দাঁত দ্বারা নির্মিত একটি মূল্যবান বাক্সে রেখেছিলেন।
১৪. প্রশ্ন : সম্রাট মুক্বাউক্বিস রাসূলের জন্য কী পাঠিয়েছিলেন?
উত্তর : দু’জন দাসী, এক জোড়া পোষাক এবং বাহন হিসেবে একটি খচ্চর।
১০৫. প্রশ্ন : দু’জন দাসী ও খচ্চরটির নাম কী ছিল?
উত্তর : মারিয়াহ ও তার বোন সীরীন ও খচ্চর দুলদুল।
১৬. প্রশ্ন : খচ্চরটি কতদিন জীবিত ছিল?
উত্তর : মু‘আবিয়া (রাঃ)-এর যামানা পর্যন্ত।