সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 528 বার পঠিত

যুবসমাবেশ

(১) গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ৬ই অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার গোবিন্দগঞ্জ টি এন্ড টি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রধান উপদেষ্টা নূরুল ইসলাম প্রধান ও জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক ফিরোয হোসাইন।

(২) যোগীপাড়া, নাটোর ১০ই অক্টোবর মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার বাগাতীপাড়া থানাধীন যোগীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নাটোর যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

রোহিঙ্গা শরণার্থীদের মাঝে কম্বল ও ত্রাণ সামগ্রী বিতরণ

(৩) হাকিমপাড়া, থ্যাংখালী, উখিয়া, কক্সবাজার ৩রা নভেম্বর শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় কক্সবাজার যেলার উখিয়া উপযেলাধীন হাকিমপাড়া গ্রামের ৭নং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় কর্মপরিষদ কর্তৃক ৫৬০ পিস টু-পার্ট কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে সেখানে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সেক্রেটারী মুস্তাকীম আহমাদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফীযুর রহমান সোহেল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাকিব, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলাম, সহ-সভাপতি আমীনুল ইসলাম, কক্সবাজার যেলা বারের সিনিয়র আইনজীবী ও কক্সবাজার যেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুল আ‘লা, সিরাজগঞ্জ যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম আহমাদ, প্রবাসী আব্দুল হাই (বগুড়া) প্রমুখ।

(৪) সুধী সমাবেশ : এদিন কক্সবাজার শহরের পাহাড়তলীতে নব নির্মিত আহলেহাদীছ জামে মসজিদে খুৎবা প্রদান করেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। অতঃপর বাদ জুম‘আ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও ছাত্রবিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক এবং ইন্দোনেশিয়া থেকে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আগত শেখ সান্দ্রী শা‘বান, আহমাদ সুশান্ত, দাদান জুনায়দী ও হেরমান প্রমুখ। সুধী সমাবেশ শেষে তাদেরকে ‘আহলেহাদীছ আন্দোলন কি ও কেন?’ ও ‘ছালাতুর রাসূল (ছাঃ)’ বইয়ের ইংরেজী সংস্করণ হাদিয়া দেওয়া হয়।

(৫) লেদা, টেকনাফ কক্সবাজার ৬ নভেম্বর সোমবার :

অদ্য সকাল ১১-টায় টেকনাফ থানাধীন লেদা ক্যাম্পে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ১ হাযার প্যাকেট মসলা সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটে ছিল ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ৫০০ গ্রাম সরিষার তেল ও ১ কেজি শুকনো মরিচ। এ সময় উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর উপরোক্ত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ এবং যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুজীবুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহ নেওয়ায মাহমূদ তানীদ প্রমুখ।

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

(৬) সাতমাথা, বগুড়া ২৩শে সেপ্টেম্বর শনিবার : অদ্য বেলা ১১-টায় বগুড়া শহরের সাতমাথায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বগুড়া সাংগঠনিক যেলার উদ্যোগে রোহিঙ্গা মুসলমানদের উপরে বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম এবং সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। মানববন্ধনে যেলা ‘আন্দোলন’ ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’ সদস্যবৃন্দ ছাড়াও বহু শুভাকাংখী মানুষ যোগদান করেন ও রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেবার জন্য এবং মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির জন্য বিশ্বসম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়।

(৭) বনগাঁও, হরিপুর ঠাকুরগাঁও ২৪শে নভম্বর শুক্রবার : অদ্য সকাল ১১টায় বনগাঁও ইসলামিক একাডেমীতে  ‘বাংলাদশ আহলেহাদীছ যুবসংঘ’ ঠাকুরগাঁও যেলার উদ্যোগে যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রাজিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর যেলা সভাপতি যিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক মনওয়ারুল করীম প্রমুখ।

(৮) মহিষখোচা আদীতমারী, লালমনিরহাট ১৬ ও ১৭ই নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার : অদ্য বাদ আছর মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমনিরহাট যেলার সভাপতি মাওলানা শহীদুল ইসলাম সভাপতিত্বে ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে দু’দিন ব্যাপী এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ হাবীবুর রহমান। অন্যান্যের মধ্যে ছিলেন জাহিদ হোসেন, প্রধান উপদেষ্টা ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-ময়মনসিংহ সাংগঠনিক যেলা, আযহার আলী, সাংগঠনিক সম্পাদক ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ সাংগঠনিক যেলা,  ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ও  যেলার বিভিন্নস্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ।




বিষয়সমূহ: সংগঠন
আরও