সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 967 বার পঠিত

১. ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি বৈঠক কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : ১লা নভেম্বর ২০১৭ ঢাকা (বাংলাদেশ)।

২. রোহিঙ্গাদের অবস্থা সরযমীনে দেখতে ইউরোপীয় ইউনিয়নের (EU) কোন প্রতিনিধি বাংলাদেশে আসেন?

উত্তর : ইউরোপীয় ইউনিয়নের (EU) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেডেরিকা মঘারিনি।

৩. কে ও কোন সম্প্রদায়ের ধর্মীয় নেতা ৩দিনের সফরে বাংলাদেশ আসেন?

উত্তর : খ্রিষ্ট্রান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।

৪. ২৭ অক্টোবর ২০১৭ পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কোন স্থলবন্দর?

উত্তর : তামাবিল (সিলেট)।

৫. বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট কোথায় স্থাপিত হবে?

উত্তর : নশিপুর (দিনাজপুর)।

৬. রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (RMP)-এর বর্তমান থানার সংখ্যা কতটি?

উত্তর : ১২টি।

৭. বর্তমানে দেশের উপযেলা কতটি?

উত্তর : ৪৯২টি।

৮. বর্তমানে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : ৫ম।

৯. বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের কততম সদস্য?

উত্তর : ৩২তম।

১০. দেশের সর্ববৃহৎ বিদুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে কোথায়?

উত্তর: পটুয়াখালীর পায়রায়।

১১. খুলনা-কোলকাতা রুটে চলাচলকারী ট্রেনের নাম কি?

উত্তর : বন্ধন এক্সপ্রেস।

১২. বাংলাদেশের একমাত্র কোন উপযেলায় ৪টি থানা রয়েছে?

উত্তর : চরফ্যাশন উপযেলায়।

১৩. (NASA)-এর বর্ষসেরা উদ্ভাবক কে?

উত্তর : মাহমুদা সুলতানা (বাংলাদেশী)।

১৪. কত সাল নাগাদ পরমানু বিদ্যুৎ কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করবে?

উত্তর : প্রথম ইউনিট ২০২৩ সালে ও দ্বিতীয় ইউনিট ২০২৪ সালে ।

১৫. এখন পর্যন্ত বাংলাদেশে সর্বোচ্চ রিখটার স্কেল ৭.৮ ভূমিকম্প হয়েছে কোন যেলায়?

উত্তর : পাবনায়।




বিষয়সমূহ: সাধারণ জ্ঞান
আরও