সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 962 বার পঠিত

১. উত্তর কোরিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে কোন দেশ? উত্তর : সিঙ্গাপুর।

২. পাহাড়ের প্রভু নামে পরিচিত নেতার নাম কি?

উত্তর : ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্থানের নেতা মাসঊদ বারজানি।

৩. জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর : সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া।

৪. স্বল্পোন্নত দেশগুলির মন্ত্রিপর্যায়ের সপ্তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।

৫. ICC (আন্তর্জাতিক অপরাধ আদালত)-এর বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তর : ১২৩টি।

৬. ২৫ অক্টোবর ২০১৭ কোন দেশ ‘সোফিয়া’ নামক রোবটকে নাগরিকত্ব দেয়?

উত্তর : সঊদী আরব।

৭. ২০১৬ সালের জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ক্ষতিগ্রস্থ দেশ কোনটি?

উত্তর : হাইতি।

৮. ১৯৯৭-২০১৬ সালের জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ক্ষতিগ্রস্থ দেশ কোনটি?

উত্তর : হন্ডুরাস।

৯. রেললাইন ছাড়া বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন চালু করেছে কোন দেশ?

উত্তর : চীন।

১০. বর্তমান বিশ্বের কোন দেশে সর্বাধিক সুপার কম্পিউটার রয়েছে?  উত্তর : চীন।

১১. প্রাকৃতিক দুর্যোগে অভ্যন্তরীণ বাস্ত্তচ্যুতিতে শীর্ষ দেশ কোনটি?  উত্তর : ভারত।

১২. বর্তমানে মাছ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন

১৩. বিশ্বের শীর্ষ ধনী কে?

উত্তর : কেনাকাটা বিষয়ক অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজন-এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

১৪. বিশ্বে একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতালের নাম কি?

উত্তর : আরবিস।

১৫. RS-28 Sarmat বা শয়তান-২ কোন দেশের ক্ষেপণাস্ত্র? উত্তর : রাশিয়া।

১৬. ২৭ অক্টোবর ২০১৭ প্রথম দেশ হিসাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য পদ প্রত্যাহার করে কোন দেশ?

উত্তর : বুরুন্ডি।

১৭. সম্প্রতি কোন দেশ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার অজুহাত দেখিয়ে জাতিসংঘের ‘বৈশ্বিক অভিবাসন’ চুক্তি থেকে সরে দাঁড়ালো?   উত্তর : যুক্তরাষ্ট্র।




বিষয়সমূহ: সাধারণ জ্ঞান
আরও