সাধারণ জ্ঞান

তাওহীদের ডাক ডেস্ক 9329 বার পঠিত

১. প্রশ্ন : কোন আদালতে ‘মহানবী (ছাঃ)-কে অবমাননা নয়’ রুল জারি করে?

উত্তর : ইউরোপিয়ান কোর্ট অব হিউমান রাইটস (ECHR)।

২. প্রশ্ন : কে ও কোন দেশের সঙ্গীতশিল্পী ইসলাম গ্রহণ করেন?

উত্তর : আয়ারল্যান্ডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শুহাদা (পূর্ব নাম সিনেয়াড ও’কনোর)।

৩. প্রশ্ন : কোন দেশ বিতর্কিত ‘কাফালা’ ব্যবস্থা বিলোপ করে সংশোধিত শ্রম আইন কার্যকর করে? উত্তর : কাতার।

৪. প্রশ্ন : কোন দেশের আদালত ভারতীয় অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন?

উত্তর : পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

৫. প্রশ্ন : পাকিস্তানের সর্বোচ্চ আদালত ধর্ম অবমাননা আইনে কাকে বেকসুর খালাস দেয়?

উত্তর : ৮ বছর আগে মৃত্যুদন্ড পাওয়া খৃস্টান নারী আসিয়া বিবিকে।

৬. প্রশ্ন : জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? উত্তর : চীন।

৭. প্রশ্ন : কখন, কোন দেশে প্রথম (EVM) পদ্ধতি চালু হয়? উত্তর : ১৯৬০ সাল; যুক্তরাষ্ট্রে।

৮. প্রশ্ন : পরমাণবিক বিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

৯. প্রশ্ন : প্রাপ্ত বয়স্কদের সম্পদে শীর্ষ ধনী দেশের নাম কী?

উত্তর : সুইজারল্যান্ড।

১০. প্রশ্ন : ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট নবনির্বাচিত হন কে?

উত্তর : জাইর বোলসোনারো।

১১. প্রশ্ন : ‘ইন্টারপোল’-এর বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তর : ১৯৪টি।

১২. প্রশ্ন : মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে নির্বাচিত প্রথম মুসলিম নারী সদস্য কে?

উত্তর : ইলহান ওমর ও রাশীদা তালিব।

১৩. প্রশ্ন : স্বাধীন ভারতে কলকাতা পৌর কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র কে? উত্তর : ফিরহাদ হাকিম।



বিষয়সমূহ: সাধারণ জ্ঞান
আরও