সাধারণ জ্ঞান

তাওহীদের ডাক ডেস্ক 1305 বার পঠিত

১. প্রশ্ন : দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন কততম ছিল? উত্তর : ২৩তম।

২. প্রশ্ন : বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নাম কি?

উত্তর : আর্ল রবার্ট মিলার।

৩. প্রশ্ন : বাংলাদেশ বর্তমানে কোন সংস্থার নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়?

উত্তর : রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীয়করণ সংস্থা (OPCW)-এর।

৪. প্রশ্ন : ব্লাক বেঙ্গল ছাগলের চামড়া বিশ্বজুড়ে কী নামে পরিচিত?

উত্তর : কুষ্টিয়া গ্রেড।

৫. প্রশ্ন : বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS)-এর কোন ক্যাডারটি বিলুপ্ত করা হয়েছে?

উত্তর : ইকোনমিক।

৬. প্রশ্ন : বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তর : ৪৫টি।

৭. প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর : ১০টি।

৮. প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর : ৪টি।

৯. প্রশ্ন : দেশের ৪র্থ সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম কি? উত্তর : সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।

১০. প্রশ্ন : পিত্তথলির ক্যান্সারের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : ৬ষ্ঠ।

১১. প্রশ্ন : বৈশ্বিক জলবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : ২৩০তম।

১২. প্রশ্ন : দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : কক্সবাজার যেলার টেকনাফে।

১৩. প্রশ্ন : বাংলাদেশের কোথায় ১২০০ বছর আগের স্ত্তপ পাওয়া গেছে?

উত্তর : বগুড়া যেলার শিবগঞ্জ উপযেলার ভাসুবিহারে।

১৪. প্রশ্ন : বাংলাদেশের কোথায় পোষাপ্রাণীর হাসপাতাল রয়েছে? উত্তর : ঢাকার পূর্বাচলে।

১৫. প্রশ্ন : বাংলাদেশের দীর্ঘতম রেলপথের দৈর্ঘ্য কত?

উত্তর : ৬৩৯ কিলোমিটার (পঞ্চগড়-ঠাকুরগাঁও-ঢাকা)।

১৬. প্রশ্ন : দশম জাতীয় সংসদে মোট কতটি আইন পাস হয়? উত্তর : ১৯৩টি।

১৭. প্রশ্ন : শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ কোনটি?

উত্তর : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক।

১৮. প্রশ্ন : তোশাখানা জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?

উত্তর : বিজয় সরণি।

১৯. প্রশ্ন : ট্যারিফ কমিশনের বর্তমান নাম কি?

উত্তর : ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন’।



বিষয়সমূহ: সাধারণ জ্ঞান
আরও