সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 10114 বার পঠিত
১. প্রশ্ন : ইসহাক (আঃ)-এর জময পুত্রদ্বয়ের নাম কি?
উত্তর : প্রথম পুত্র ঈছ এবং দ্বিতীয় পুত্র ইয়াকুব (আঃ)।
২. প্রশ্ন : হযরত আইয়ূব (আঃ) কে ছিলেন?
উত্তর : ইসহাক (আঃ)-এর পুত্র ঈছ-এর প্রপৌত্র ছিলেন।
৩. প্রশ্ন : আইয়ূব (আঃ)-এর স্ত্রী কে ছিলেন?
উত্তর : ইয়াকুব-পুত্র ইউসুফ (আঃ)-এর পৌত্রী ‘লাইয়া’ বিনতে ইফরাঈম বিন ইউসুফ।
৪. প্রশ্ন : আইয়ূব (আঃ)-এর স্ত্রী বাংলাদেশে কি নামে পরিচিত? উত্তর : ‘বিবি রহীমা’।
৫. প্রশ্ন : আইয়ূব (আঃ)-এর জনপদ কোথায় অবস্থিত ছিল?
উত্তর : ‘হূরান’ অঞ্চলের ‘বাছানিয়াহ’ এলাকা। যা ফিলিস্তীনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেষ্ক ও আযরূ‘আত-এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
৬. প্রশ্ন : আইয়ূব (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনে কতটি সূরায় বর্ণিত হয়েছে?
উত্তর : ৪টি সূরায়।
৭. প্রশ্ন : আইয়ূব (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনে কতটি আয়াত বর্ণিত হয়েছে?
উত্তর : ৮টি আয়াত; নিসা ১৬৩, আন‘আম ৮৪, আম্বিয়া ৮৩-৮৪ এবং ছোয়াদ ৪১-৪৪।
৮. প্রশ্ন : কোন নবী সোনার টিড্ডি পাখি ধরে স্বীয় কাপড়ে ভরে ছিলেন?
উত্তর : আইয়ূব (আঃ)।
৯. প্রশ্ন : আইয়ূব (আঃ) কীভাবে তার কষ্ট (রোগ) থেকে মুক্তি পেয়েছিলেন?
উত্তর : আইয়ূব (আঃ) কষ্ট (রোগ) কীভাবে দূর করা হয়েছিল, সে বিষয়ে আল্লাহ বলেন যে, তিনি তাকে ভূমিতে পদাঘাত করতে বলেন। অতঃপর সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণাধারা বেরিয়ে আসে। যাতে গোসল করায় তার দেহের উপরের কষ্ট দূর হয় এবং উক্ত পানি পান করায় তার ভিতরের কষ্ট দূর হয়ে যায় (সূরা ছোয়াদ ৪২ আয়াত)।
১০. প্রশ্ন : আইয়ূব (আঃ)-এর নিকট এক ঝাঁক সোনার টিড্ডি পাখি কখন এসেছিল?
উত্তর : আইয়ূব (আঃ) সুস্থতা লাভের পর।
১১. প্রশ্ন : রোগ অবস্থায় আইয়ূব (আঃ) কি শপথ করেছিলেন?
উত্তর : সুস্থ হলে তিনি স্ত্রীকে একশ’ বেত্রাঘাত করবেন।
১২. প্রশ্ন : তিনি কীভবে তার শপথ পূর্ণ করেছিলেন?
উত্তর : এক মুঠো তৃণশলা দ্বারা প্রহারের মাধ্যমে (ছোয়াদ ৪৪ আয়াত)।
১৩. প্রশ্ন : আইয়ূব (আঃ) কত বছর বয়সে পরীক্ষায় পতিত হন? উত্তর : ৭০ বছর বয়সে।
১৪. প্রশ্ন : কত বছর বয়সে আইয়ূব (আঃ) মৃত্যুবরণ করেন?
উত্তর : ৯০ বছর বয়সে।
১৫. প্রশ্ন : ক্বিয়ামতের দিন ধনীদের সম্মুখে প্রমাণ স্বরূপ কোন নবীকে পেশ করা হবে?
উত্তর : সুলায়মান (আঃ)-কে।
১৬. প্রশ্ন : ক্বিয়ামতের দিন ক্রীতদাসদের সামনে কোন নবীকে পেশ করা হবে?
উত্তর : ইউসুফ (আঃ)-কে।
১৭. প্রশ্ন : ক্বিয়ামতের দিন বিপদগ্রস্থদের সম্মুখে প্রমাণ স্বরূপ কোন নবীকে পেশ করা হবে?
উত্তর :আইয়ূব (আঃ)-কে।
১৮. প্রশ্ন : শো‘আয়েব (আঃ) কোন জাতির নিকট এসেছিলেন?
উত্তর : ‘আহলে মাদইয়ান’।
১৯. প্রশ্ন : ‘মাদইয়ান’ কোথায় অবস্থিত?
উত্তর : ‘মাদইয়ান’ হ’ল লূত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাযের সীমান্তবর্তী একটি জনপদের নাম। যা অদ্যাবধি পূর্ব জর্ডনের সামুদ্রিক বন্দর ‘মো‘আন’-এর অদূরে বিদ্যমান রয়েছে।
২০. প্রশ্ন : শো‘আয়েব (আঃ)-এর জাতির অপর নাম কি?
উত্তর : ‘আছহাবুল আইকাহ’ যার অর্থ ‘জঙ্গলের বাসিন্দাগণ’।
২১. প্রশ্ন : তিনি কোন নামে খ্যাতি লাভ করেন?
উত্তর : ‘খত্বীবুল আম্বিয়া’।
২৩. প্রশ্ন : ‘মাদইয়ান’ জাতিকে ‘আছহাবুল আইকাহ’ নামে নামকরণের কারণ কি?
উত্তর : এটা বলার কারণ এই যে, এই অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে, উক্ত জঙ্গলে ‘আইকা’ বলে একটা গাছকে তারা পূজা করত। যার আশেপাশে জঙ্গল বেষ্ঠিত ছিল।
২৪. প্রশ্ন : ‘মাদইয়ান’ কে ছিলেন?
উত্তর : ‘মাদইয়ান’ ছিলেন হাজেরা ও সারাহর মৃত্যুর পরে হযরত ইবরাহীমের আরব বংশোদ্ভূত কেন‘আনী স্ত্রী ক্বানতূরা বিনতে ইয়াক্বত্বিন-এর ৬টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র।
২৫. প্রশ্ন : শো‘আয়েব (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনে কতটি সূরায় বর্ণিত হয়েছে?
উত্তর : ১০টি সূরায়।
প্রশ্ন : শো‘আয়েব (আঃ) সম্পর্কে পবিত্র কুরআনে কতটি আয়াত বর্ণিত হয়েছে?
উত্তর : ৫৩টি আয়াত।
২৬. প্রশ্ন : শো‘আয়েব (আঃ)-এর জাতিকে ধ্বংস করার অন্যতম কারণ কি ছিল?
উত্তর : তারা মাপ ও ওযনে কম দিয় বান্দার হক নষ্ট করত।