বিভাগীয় যুবসমাবেশ
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 678 বার পঠিত
ফুলতলা বাজার, পঞ্চগড় ১৩ই অক্টোবর শনিবার : অদ্য বাদ আছর ফুলতলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ পঞ্চগড় যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আমীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। অনুষ্ঠানে মুহাম্মাদ শামীম প্রধানকে সভাপতি ও মুহাম্মাদ মুযাহার আলীকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা-পশ্চিম ১৯শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার গোবিন্দগঞ্জ টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা-পশ্চিম যেলা ‘যুবসংঘ’এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিতেত্ব অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আওনুল মা‘বূদ। অনুষ্ঠানে আব্দুল্লাহ আল-মামূনকে সভাপতি ও আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
কুমারখালী, কুষ্টিয়া-পূর্ব, ২০শে অক্টোবর শনিবার: অদ্য দুপুর ২টায় কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার কুমারখালী থানার নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’ এর সভাপতি মুহাম্মাদ হাশিম উদ্দীন মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি মুহাম্মাদ আমীনুর রহমান। অনুষ্ঠানে মুহাম্মাদ এনামুল হককে সভাপতি ও মুহাম্মাদ এরশাদকে সাধারন সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’ কমিটি পুনর্গঠন করা হয়।
ত্রিশাল, ময়মনসিংহ ২৬শে অক্টোবর রোজ শুক্রবার : অদ্য বাদ মাগরিব অলহরী ফরাযী বাড়ী আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। উক্ত বৈঠকে হাফেয আব্দুল্লাহকে সভাপতি এবং মুহাম্মাদ আরীফুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
ইসলামপুর, জামালপুর-উত্তর ২৭শে অক্টোবর শনিবার : অদ্য বাদ যোহর স্থানীয় আমতলা বাজার হাফেযিয়া মাদরাসায় জামালপুর-উত্তর যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ। অনুষ্ঠানে এস.এম এরশাদ আলমকে সভাপতি এবং মুস্তাফীযুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
পাঁচপীর, কুড়িগ্রাম-দক্ষিণ ২৭শে অক্টোবর শনিবার : অদ্য বাদ আছর যেলার উলিপুর থানাধীন পাঁচপীর মাষ্টারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ কুড়িগ্রাম-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। উক্ত বৈঠকে মুহাম্মাদ আমীনুল ইসলামকে সভাপতি এবং মুহাম্মাদ শফীকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
নাগেশ্বরী, কুড়িগ্রাম-উত্তর ২৮শে অক্টোবর রবিবার : অদ্য বাদ যোহর যেলার নাগেশ্বরী থানাধীন গোপালপুর বোডের্র হাট জামে মসজিদে কুড়িগ্রাম-উত্তর যেলা ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ.বি.এম হামীদুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর ছাত্র ষিয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। উক্ত বৈঠকে মুহাম্মাদ যাকির হোসাইনকে সভাপতি এবং মুহাম্মাদ আসাদুযযামানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
নওদাপাড়া, রাজশাহী ৩০শে অক্টোবর মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘যুবসংঘ’ রাজশাহী কলেজ এর কমিটি পুনর্গঠন উপলক্ষে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার পূর্ব পার্শ্বস্থ রাজশাহী মহানগর ‘যুবসংঘে’-এর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আজমাল। উক্ত বৈঠকে তরীকুল ইসলামকে সভাপতি ও মুহায়মিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রাজশাহী কলেজ ‘যুবসংঘে’র কমিটি পুনর্গঠন করা হয়।
দৌলতপুর, কুষ্টিয়া-পশ্চিম, ২রা নভেম্বর শুক্রবার: অদ্য সকাল ৯টায় কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কার্যালয় দৌলতপুর এ যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’ এর সহ-সভাপতি মাষ্টার আমীরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘ এর সাবেক কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক বর্তমান কেন্দ্রীয় কাউন্সিল ও শূরা সদস্য হারূনুর রশীদ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে মুহাম্মাদ আব্দুল গাফফারকে সভাপতি ও মুহাম্মাদ আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’ কমিটি পুনর্গঠন করা হয়।
ঠাকুরগাঁও ২রা নভেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর হরিপুর উপযেলা বনগাঁওয়ে ‘যুবসংঘ’ ঠাকুরগাঁও সাংগঠনিক যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা যিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক ইহসান ইলাহী যহীর। উক্ত বৈঠকে রাজীবুল ইসলামকে সভাপতি এবং মুযযাম্মেলকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৩রা নভেম্বর শনিবার: অদ্য সকাল ১১ টায় চুয়াডাঙ্গা সাংগঠনিক যেলার উদ্যোগে যেলার দামুড়হুদা থানার জয়রামপুর আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’ এর সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘ এর কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ যেলা ‘যুবসংঘ’ এর প্রচার সম্পাদক মুহাম্মাদ হুসাইন। অনুষ্ঠানে হাবীবুর রহমানকে সভাপতি ও ছানোয়ার হোসেনকে সাধারন সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা ‘যুবসংঘ’ কমিটি পুনর্গঠন করা হয়।
কানসাট, চাঁপাইনবাবগঞ্জ, ৭ই নভেম্বর’১৮ বুধবার : অদ্য বুধবার কানসাট আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ চাপাইনবাবগঞ্জ-দক্ষিণ যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আন্দোলন’ সভাপতি মাওলানা ইসমাঈল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। এতে আরও উপস্থিত ছিলেন যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আরীফুল ইসলামসহ যেলা আন্দোলন ও যুবসংঘ-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। পরিশেষে ইয়াসীন আলীকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
সাঘাটা, গাইবান্ধা ৭ই নভেম্বর’১৮ বুধবার : অদ্য বাদ মাগরিব বারকনা আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা পূর্ব সাংগঠনিক যেলা পূর্ণগঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ফযলুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর ছাত্র ষিয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। উক্ত বৈঠকে মুশফিকুর রহমানকে সভাপতি এবং মুহাম্মাদ হুমায়ন কবীর সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর ২০১৮-২০২০ সেশনের জন্য যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, ১০ই নভেম্বর’১৮ শনিবার: অদ্য সকাল ১০-টায় ঝিনাইদহ সাংগঠনিক যেলার উদ্যোগে যেলা কার্যালয় সদর উপযেলার ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে যেলা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে আলোচনা সভা ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’ এর সভাপতি মাষ্টার ইয়াকুব হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ অখতার, ‘যুবসংঘ’ এর কেন্দ্রীয় শূরা সদস্য হারূনুর রশীদ ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ। অনুষ্ঠানে মুহাম্মাদ ফয়সাল কবীরকে সভাপতি ও মুহাম্মাদ বিল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’ কমিটি পুনর্গঠন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ১৫ই নভেম্বর, বৃহস্পতিবার : অদ্য রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টারে যুবসংঘ ইবি শাখা কমিটি পুনর্গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইবি যুবসংঘ সভাপতি মফীযুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবসংঘ-এর ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-পূর্ব যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি ডা. কাজী আমীনুদ্দীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবসংঘ সহ-সভাপতি মামূন বিন হাশমত। পরিশেষে আসাদুল্লাহ আল-গালিবকে সভাপতি ও নাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যুবসংঘ ইবি কমিটি পুনর্গঠন করা হয়।
খয়েরসূতি, পাবনা, ১৬ই নভেম্বর, শুক্রবার : অদ্য জুম‘আর ছালাতের পূর্বে যেলার খয়েরসূতি থানাধীন মাদারবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা আন্দোলনের সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও তথ্য ও প্রকাশনা সম্পাদক মুখতারুল ইসলাম, ‘আন্দোলন’ রাজশাহী মহানগরী উপদেষ্টা এ্যাডভোকেট জারজীস আহমাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। পরিশেষে হাসান আলীকে সভাপতি ও সাদ্দাম হোসাইনকে সাধারণ সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট যুবসংঘ পাবনা যেলা কমিটি পুনর্গঠন করা হয়।
বংশাল, ঢাকা, ৩০শে নভেম্বর, শুক্রবার : অদ্য বাদ আছর বংশালস্থ ‘যুবসংঘ’ ঢাকা যেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আহসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সহ-সভাপতি মুস্তাফিযুর রহমান সোহেল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও প্রশিক্ষণ সম্পাদক আসাদুল্লাহ মিলন। এছাড়া আরও উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। পরিশেষে হাফেয আব্দুল্লাহ আল-মারূফকে সভাপতি ও জায়েদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট ‘যুবসংঘ’ ঢাকা-দক্ষিণ যেলা কমিটি গঠন করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে ঢাকা-উত্তর সাংগঠনিক যেলা বিভক্ত করা হয় এবং আল-আমীনকে আহবায়ক, তরীকুল ইসলাম ও সাইফুল ইসলামকে যুগ্ম-আহবায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
ময়মনসিংহ সদর, ২০শে ডিসেম্বর রোজ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ময়মনসিংহ সদরে তরশী কলদী আহলেহাদীছ জামে মসজিদে ‘যুবসংঘ’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী এবং সাহিত্য্ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দ। উক্ত বৈঠকে মুহাম্মাদ আমীনুল ইসলামকে সভাপতি এবং মীযানুর রহমানকে সাধারণ সম্পাদক করে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
মাসিক তাবলীগী ইজতেমা
বড়গাছি, পবা, রাজশাহী, ১৭ই ডিসেম্বর, সোমবার : অদ্য বাদ মাগরিব যেলার পবা থানাধীন বড়গাছি আহলেহাদীছ জামে মসজিদে বড়গাছি এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। এলাকা আন্দোলন-এর সভাপতি এমদাদুল হক্বের সভাপতিত্বে উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ এবং প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন খোরশেদ আলম। ইসলামী জাগরণী পেশ করেন শামীম আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এলাকা যুবসংঘ-এর সভাপতি আব্দুল মুত্তালিব।