সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 1117 বার পঠিত

প্রশিক্ষণ

রাজশাহী ১০ ও ১১ই জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : গত ১০ ও ১১ই জানুয়ারী বৃহস্পতি ও শুক্রবার ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার পূর্ব পার্শ্বস্থ হলরুমে দুই দিনব্যাপী যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ (১ম পর্ব) অনুষ্ঠিত হয়। ১ম দিন সকাল পৌনে ৭-টায় প্রশিক্ষণ শুরু হয়ে দ্বিতীয় দিন জুম‘আর পূর্বে শেষ হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুব-বিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়ার ভাইস-প্রিন্সিপ্যাল ড. নুরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আসাদুল্লাহ, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। প্রশিক্ষণে কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য পরিচালনা করেন কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ, সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ ও দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। প্রশিক্ষণে চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন যেলা থেকে আগত দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।

বাকাল, সাতক্ষীরা ১লা ও ২রা ফেব্রয়ারী ২০১৯ রোজ শুক্রবার ও শনিবার  :

গত ১লা ও ২রা ফেব্রয়ারী ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাতক্ষীরা যেলার উদ্যোগে দারুল হাদীছ আহমাদীয়া সালাফিয়াহ্ মাদ্রাসা মিলনায়তনে দুই দিনব্যাপী উপযেলা কর্মপরিষদ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১ম দিন বাদ আছর প্রশিক্ষণ শুরু হয়ে দ্বিতীয় দিন সকাল ৯ ঘটিকায় শেষ হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সাতক্ষীরা যেলা সভাপতি মুজাহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, কেন্দ্রীয় শূরা সদস্য রফীকুল ইসলামসহ যেলা আন্দোলন ও যুবসংঘের কর্মপরিষদ সদস্যবৃন্দ। উক্ত প্রশিক্ষণে শতাধিক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।

যুব সমাবেশ

পিয়ারপুর, মোহনপুর ২৮ই জানুয়ারী ২০১৯ রোজ সোমবার :

অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী উত্তর যেলার উদ্যোগে পিয়ারপুর আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গনে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি রেযাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

সুধী সমাবেশ

চট্রগ্রাম সদর, চট্রগ্রাম ১৫ই ডিসেম্বর ২০১৮ রোজ শনিবার :

অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চট্রগ্রাম যেলার উদ্যোগে বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে মাসিক তাবলীগী ইজতেমা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল কালাম। অনুষ্ঠানের যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দসহ স্থানীয় সুধীগণ অংশগ্রহণ করেন।

সোনকাপাড়া বাসাইল, টাংগাইল ১৮ই জানুয়ারী ২০১৯ রোজ শুক্রবার :

অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ টাংঙ্গাইল যেলার উদ্যোগে সোনকাপাড়া আহলেহাদীছ কেন্দ্রীয় জামে মসজিদে সুধী সমাবেশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয মুহাম্মাদ ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শামীম আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

সাড়ে সাতরশী-ফরিদপুর সদর, ফরিদপুর ২৫শে জানুয়ারী ২০১৯ রোজ শুক্রবার :

অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ফরিদপুর যেলার উদ্যোগে সাড়ে সাতরশী আহলেহাদীছ    কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত সুধী সমাবেশ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্ল­াহিল কাফী ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শামীম আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মী ও স্থানীয় সুধীবৃন্দ।

উজুলপুর, মেহেরপুর ১লা ফেব্রুয়ারী ২০১৯ রোজ শুক্রবার :

অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’  মেহেরপুর যেলার উদ্যোগে উজুলপুর আহলেহাদীছ  জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইয়াকুব আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ সা‘দ আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

চালাশাহবাজপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ ৬ই ফেব্রুয়ারী ২০১৯ রোজ শুক্রবার :

অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিরাজগঞ্জ যেলার উদ্যোগে চালাশাহবাজপুর আহলেহাদীছ কেন্দ্রীয় জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ওয়াসীম রেযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শামীম আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।                          

বানীয়াপাড়া, টেংগারগর জামালপুর ১৫ই ফেব্রুয়ারী ২০১৯ রোজ শুক্রবার :

অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ টাংঙ্গাইল যেলার উদ্যোগে বানীয়াপাড়া আহলেহাদীছ কেন্দ্রীয় জামে মসজিদে সুধী সমাবেশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ শামীম আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।  

উত্তর শালীকা, মেহেরপুর ১৫ই ফেব্রুয়ারী ২০১৯ রোজ শুক্রবার :

অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’  মেহেরপুর যেলার উদ্যোগে উত্তর শালীকা আহলেহাদীছ  জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইয়াকুব আলীকে সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ সা‘দ আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

পিয়ারপুর, মোহনপুর ১৪ই ফেব্রুয়ারী ২০১৯ রোজ বৃহঃবার :

অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী সদর যেলার উদ্যোগে হরিষার ডাইং আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

গাংনী, মেহেরপুর ২২শে ফেব্রুয়ারী ২০১৯ রোজ শুক্রবার :

অদ্য বাদ জুম‘আ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’  মেহেরপুর যেলার উদ্যোগে তেঁতুলবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ সা‘দ আহমাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কাঞ্চন, রূপগঞ্জ, নারায়নগঞ্জ ২রা ফেব্রুয়ারী ২০১৯ রোজ শনিবার :

অদ্য সকাল ৮.৩০ ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’  নারায়নগঞ্জ যেলা কার্যালয়ে মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলনে’-এর সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

বংশাল, ঢাকা দক্ষিণ ৩রা ফেব্রুয়ারী ২০১৯ রোজ রবিবার:

অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা দক্ষিণ যেলা কার্যালয়ে মাসিক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মারুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক তা‘লীমী বৈঠক কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর  বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

মেধাবী মুখ

(১) হাফেয আব্দুল মতীন :

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাফেয আব্দুল মতীন মাদানী সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশীপ প্রাপ্ত হয়েছেন। ফালিল্লাহিল হামদ। উল্লেখ্য যে, ২০০৩ সালে তিনি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী থেকে ১ম ব্যাচের শিক্ষার্থী হিসাবে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করেন। পরবর্তীতে তিনি সেখানে আল-কুরআন বিভাগ থেকে লিসান্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা যুবসংঘ-এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সকলের দোআপ্রার্থী।

(২) মীযানুর রহমান :

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি মীযানুর রহমান মাদানী সম্প্রতি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ অনুষদের অধীভুক্ত তারবিয়াহ ইসলামিয়াহ বিভাগে পিএইচডি ডিগ্রির জন্য স্কলারশীপ প্রাপ্ত হয়েছেন। ফালিল্লাহিল হামদ। উল্লেখ্য যে, ২০০৮ সালে তিনি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী থেকে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ লাভ করেন। পরবর্তীতে তিনি সেখানে দাওয়া ও ইসলামিক স্টাডিজ অনুষদ থেকে লিসান্স এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন। তিনি ২০১৭-২০১৮ সেশন থেকে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা যুবসংঘ-এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সকলের দোআপ্রার্থী।    



বিষয়সমূহ: সংগঠন
আরও