সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 1318 বার পঠিত

১.প্রশ্ন: নবুঅত লাভের পর মূসা (আঃ) এর  কয়টি পরীক্ষা হয়েছিল?

উত্তর: চারটি।

২.প্রশ্ন: যেŠবনকালে মূসা (আঃ) দ্বিতীয় পরীক্ষা কি ছিল?

উত্তর: হিজরতের পরীক্ষা ।

৩.প্রশ্ন: বর্তমানে কোথায় মাদইয়ান অবস্থিত ?

উত্তরঃ পূর্ব জর্দানের মোআন সামুদ্রিক বন্দরের অনতিদূরে।

৪.প্রশ্ন: মূসা (আঃ) নিজে কি ছিলেন এবং কার ব্যাথা বুঝতেন?

উত্তর: মযলূম ছিলেন এবং মযলূমের ব্যথা বুঝতেন।

৫.প্রশ্ন: বালিকাদ্বয়ের পিতা কে ছিলেন?

উত্তর: বিখ্যাত নবী হযরত শু‘য়াইব (আঃ) ।

৬.প্রশ্ন: মূসা (আঃ) তার স্ত্রীর মোহরানা বাবদ কত বছর শ্বশুর বাড়ীতে ছিলেন?

উত্তর: মূসা (আঃ) তার স্ত্রীর মোহরানা বাবদ দশ বছর শ্বশুর বাড়ীতে ছিলেন ।

৭.প্রশ্ন: দশ বছরে মূসা (আঃ) কয়টি পুত্র সন্তানের পিতা হন?

উত্তর: দু’টি পুত্র সন্তানের পিতা হন।

৮.প্রশ্ন: সর্বাধিক দূরদর্শী ব্যক্তি কতজন ছিলেন ও কে কে?

উত্তর: তিনজন ১. ইউসুফকে ক্রয়কারী মিশরের আযীয, ২. মূসার স্ত্রী, ৩. আবু বকর সিদ্দীক।

৯.প্রশ্ন: আল্লাহ মূসা (আঃ)-কে কয়টি নিদর্শন দিয়েছিলেন?

উত্তর: মূসা (আঃ) কে নয়টি নিদর্শন দিয়েছিলেন।

১০.প্রশ্ন: কয়টি মু‘জিযা নিয়ে শুরুতে ফেরাঊনের নিকটে গিয়েছিলেন?  উত্তর: দু’টি মু‘জিযা।

১১.প্রশ্ন: কখন মূসা (আঃ) ফেরাঊনের পুত্র হিসাবে তার গৃহে শান-শওকতের মধ্যে বড় হতে থাকেন ?

উত্তর : দুধ পানের মেয়াদ শেষে।

১২.প্রশ্ন : আল্লাহর রহমতে কার উপর স্নেহ ছিল মূসা (আঃ) জন্য সবচেয়ে বড় দুনিয়াবী রক্ষাকবচ?

উত্তর: ফেরাঊনের স্ত্রী আছিয়ার।

১৩.প্রশ্ন : পুরা মিসরীয় সমাজ কার একচ্ছত্র রাজনৈতিক কর্তৃত্বের অধীনে কঠোরভাবে শাসিত হত?

উত্তর : ফেরাউনের অধীনে শাসিত হত।

১৪.প্রশ্ন : কার অন্তর মযলূমদের প্রতি করুণায় ভারাক্রান্ত হয়ে উঠলো ?  উত্তর: মূসা (আঃ)-এর।

১৫. প্রশ্ন:  কোন নবীর জন্মের পর থেকে পরীক্ষার সম্মুখীন হয়ে ছিলেন?  উত্তর: হযরত মূসা (আঃ)।

১৬.প্রশ্ন: নবুঅত লাভের পূর্বে তাঁর পরীক্ষা কয়টি ছিল?

উত্তর: তিনটি ।

১৭.প্রশ্ন: মূসা (আঃ) নীল নদীতে নিক্ষিপ্ত হওয়ার পর কে কার হুকুমে সেই সিন্দুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগল কোন সূরার কত নং আয়াত? 

উত্তর: মূসা (আঃ)-এর বড় বোন তার মায়ের হুকুমে সিন্দুকটিকে অনুসরণ করে নদীর কিনারা দিয়ে চলতে লাগল, সুরার ক্বাছাছ ১১ ও ত্বোয়াহা ৪০ নং আয়াত।

১৮.প্রশ্ন: ফুটফুটে শিশুটিকে দেখে কে কাকে বলল এ শিশুটি আমার তোমার নয়নমনি?

উত্তর: ফুটফুটে শিশুটিকে দেখে ফেরাউনের স্ত্রী আছিয়া তার স্বামীকে বললেন এ শিশুটি আমার তোমার নয়নমনি।

১৯.প্রশ্ন: মূসা (আঃ) কার দুধ গ্রহণ করলেন ?

উত্তর: মূসা (আঃ) খুশী মনে তার মায়ের দুধ গ্রহণ করলেন।

২০.প্রশ্ন: মূসা (আঃ)-কে কার কোলে ফিরিয়ে দিলেন?

উত্তর: মূসা (আঃ)-কে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন।

২১.প্রশ্ন: মুসা (আঃ) মোহরানার চুক্তির মেয়াদ শেষে কোথায় ও কি লাভ করেন?

উত্তর: মিসর অভিমুখে যাত্রা ও নবুঅত লাভ করেন।

২২.প্রশ্ন: মুসা (আঃ) কয়টি দোয়া করেছিলেন?

উত্তর: পাঁচটি।

২৩.প্রশ্ন: দুনিয়াতে আল্লাহর সাথে বাক্যালাপের সৌভাগ্য হয়েছিল কোন নবীর?  উত্তর: হযরত মুসা (আঃ)-এর।

২৪.প্রশ্ন: কে কালীমুল্লাহ?  উত্তর: হযরত মুসা (আঃ)।

২৫.প্রশ্ন: ফেরাঊন ও তার সভাসদবর্গকে আল্লাহ কী নামে  আখ্যায়িত করেছেন?  উত্তর: ফাসেক বা পাপাচারী।

২৬.প্রশ্ন: ফেরাঊন কাদের উপরে নিপীড়ন করত?

উত্তর: বনু ঈসরাঈলদের উপরে।

২৭.প্রশ্ন: মুসা (আঃ) কে কোন ব্যক্তি কাফের বলেছিল?

উত্তর: ফেরাঊন।

২৮.প্রশ্ন: মু‘জেযা এর শাব্দিক অর্থ কী?

উত্তর: মানুষের বুদ্ধিকে অক্ষমকারী।

২৯.প্রশ্ন: মু‘জেযা কাদের মাধ্যমে সরাসরি আল্লাহর পক্ষ থেকে হয়?  উত্তর: নবীগণের মাধ্যমে।

৩০.প্রশ্ন: জাদুতে মানুষের কী ঘটে?

উত্তর: সাময়িক বুদ্ধি বিভ্রাট।

৩১.প্রশ্ন: সুলায়মান (আঃ)-এর সময়ে কোথায় তৎকালীন পৃথিবীর কোন শহর জাদু বিদ্যায় শীর্ষস্থান লাভ করে?

উত্তর: ইরাকের বাবেল নগরী।

৩২.প্রশ্ন: ফেরাঊনের মোট কয়টি কুটচাল ছিল?

উত্তর: ছয়টি।

৩৩.প্রশ্ন: জাদুকররা তাদের রশি ও লাঠি সমূহ নিক্ষেপ করার সময় কী বলেছিল?

উত্তর: ফেরাঊনের মর্যাদার শপথ! আমরা বিজয়ী হব।



আরও