সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 10389 বার পঠিত

১.প্রশ্ন: সাম্প্রতিক কোন কোন দেশ (UNESCO)-এর সাথে সম্পর্ক ছিন্ন করে?

উত্তর : যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

২.প্রশ্ন: মেসিডোনিয়ার নতুন রাষ্ট্রীয় নাম কি?

উত্তর : উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র।

৩.প্রশ্ন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মুসলিম বিচারপতি কে?  উত্তর : হালিম ধানিদিনা।

৪.প্রশ্ন: স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র কে?

উত্তর : ফিরহাদ হাকিম।

৫.প্রশ্ন: জাপানের সম্রাট কবে সিংহাসন ত্যাগ করবেন?

উত্তর : ৩০ এপ্রিল, ২০১৯।

৬. প্রশ্ন: চাঁদের অদেখা অংশে প্রথম বারের মতো অবতরণ করে কোন সংস্থা?  উত্তর: চীনের রোবটযান.Change’e-4।

৭. প্রশ্ন: সম্প্রতি মালয়েশিয়ার কোন রাজা পদত্যাগের ঘোষণা দেন?  উত্তর: পঞ্চম সুলতান মুহাম্মাদ।

৮. প্রশ্ন: SMS’-এর মাধ্যমে নারীদের বিবাহ বিচ্ছেদ অনুমোদন হওয়ার বিষয়ে নতুন আইন জারী করেন কোন দেশ?

উত্তর: সঊদী আরব।

৯. প্রশ্ন: মেয়াদ শেষ হওয়ার তিন বছরের বেশী সময় আগে পদত্যাগের ঘোষণা দেন বিশ্বব্যাংকের কোন প্রেসিডেন্ট?

উত্তর: জিম ইয়াং কিম।

১০. প্রশ্ন: দ্বিতীয় মেয়াদে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন কে?  উত্তর: নিকোলাস মাদুরো।

১১.প্রশ্ন: রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ৬ দিনের সফরে বাংলাদেশে আসেন কে?

উত্তর: মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।

১২. প্রশ্ন: প্রথমবারের  মতো চারদিনের সফরে ঢাকায়  আসেন কোন প্রেসিডেন্ট?

উত্তর: কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রেসিডেন্ট লি মি- খ্যাং।

১৩. প্রশ্ন: মালয়েশিয়ার নতুন রাজা নির্বাচিত হন কে?

উত্তর: টেংকু আব্দুল্লাহ সুলতান আহমাদ শাহ।

১৪. প্রশ্ন : বিশ্বের সর্বনিম্ন অর্থনীতির দেশ কোনটি?

উত্তর : টুভ্যালু।

১৫.প্রশ্ন : বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? উত্তর :যুক্তরাষ্ট।

১৬.প্রশ্ন :৪৫তম G7 সম্মেলন কোথায় অনুষ্টিত হবে ?

উত্তর : ফ্রান্সে ।

১৭.প্রশ্ন :বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের নাম কি?

উত্তর : IBM Q System One।

১৮.প্রশ্ন: বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : ভারত ।

১৯.প্রশ্ন: আকাশপথে সাশ্রয়ী ভ্রমনের জনক কে ?

উত্তর : জন সি বগল।

২০. প্রশ্ন : ২০১৯ সালে ‘ইসলাম ধর্মে বিশেষ অবদানের’ জন্য ‘বাদশা ফায়সাল আর্ন্তজাতিক পুরস্কার’ কোন দেশের কোন বিশ্ববিদ্যালয় পায়?

উত্তর : International University of Africa (সুদান)



আরও