বিভাগীয় যুবসমাবেশ
তাওহীদের ডাক ডেস্ক
তাবলীগী ইজতেমা ২০১৭ সম্পন্ন
রাজশাহী ২৩ ও ২৪শে ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার : ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর দু’দিনব্যাপী ২৭তম বার্ষিক তাবলীগী ইজতেমা রাজশাহী মহানগরীর নওদাপাড়া ট্রাক টার্মিনাল ময়দানে সফলভাবে সম্পন্ন হয়েছে। ফালিল্লা-হিল হাম্দ।
এবারের তাবলীগী ইজতেমার উপস্থিতি ছিল বিগত সকল ইজতেমার তুলনায় প্রায় দ্বিগুণ। ফলে জায়গা না পেয়ে হাযার হাযার শ্রোতাকে প্যান্ডেলের বাইরে মহাসড়কে ও অন্যত্র খোলা আকাশের নীচে অবস্থান নিতে হয়। মহিলা প্যান্ডেলের অবস্থাও ছিল একই রকম। প্যান্ডেলে সংকুলান না হওয়ায় উঁচু প্রাচীর ঘেরা মহিলা মাদরাসা ক্যাম্পাসের সর্বত্রই মহিলাদের বসে বক্তব্য শ্রবণ করতে হয়।
জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতার পুরস্কার প্রদান
বিগত বছরের ন্যায় এবারও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ‘জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচিত গ্রন্থ ছিল আমীরে জামা‘আত রচিত ‘তাফসীরুল কুরআন ৩০তম পারা (২য় সংস্করণ)’। এতে শীর্ষস্থান অধিকারী তিনজন হ’ল যথাক্রমে ১. আসাদুল্লাহ আল-গালিব (কুষ্টিয়া), ২. শরীফুল ইসলাম (সাতক্ষীরা) ও ৩. আব্দুল কাদের (চাঁপাই নবাবগঞ্জ)। এছাড়া ৫ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তাবলীগী ইজতেমার ২য় দিন বাদ এশা বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন মুহতারাম আমীরে জামা‘আত।
যুবসমাবেশ
ইজতেমার ২য় দিন সকাল ১০-টায় প্রস্তাবিত দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে পৃথক প্যান্ডেলে আয়োজিত ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে ‘যুবসমাবেশ’ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেন, লক্ষ্যে দৃঢ়তা ও কর্মে একনিষ্ঠতা ব্যতীত কোন উদ্দেশ্যই সফলকাম হয় না। তাই ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র কর্মীদের প্রতি আমাদের একটাই মাত্র উপদেশ, আপনারা সংগঠনের লক্ষ্য পূরণে অবিচল ও একনিষ্ঠ থাকুন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম, শূরা সদস্য অধ্যাপক শেখ রফীকুল ইসলাম ও পাবনা যেলা ‘আন্দোলন’-এর প্রবীণ উপদেষ্টা জনাব মুহাম্মাদ রবীউল ইসলাম। যেলা দায়িত্বশীলদের মধ্য থেকে বক্তব্য রাখেন ‘যুবসংঘ’ সাতক্ষীরা যেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, জয়পুরহাট যেলা সভাপতি নাজমুল হক, নারায়ণগঞ্জ যেলা সভাপতি জালালুল কবীর, রংপুর যেলা সভাপতি শিহাবুদ্দীন, সিরাজগঞ্জ যেলা সভাপতি শামীম আহমাদ, বগুড়া যেলা সভাপতি আল-আমীন, রাজশাহী সদর সাংগঠনিক যেলা সভাপতি হায়দার আলী, কুমিল্লা যেলা সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ ও রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক যিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। সমাবেশে বিপুল সংখ্যক কর্মী ও সুধী অংশগ্রহণ করেন।
অন্যান্য সাংগঠনিক রিপোর্ট
(১) কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, ১৯ শে মার্চ‘১৭ রবিবার : অদ্য বিকাল ৩-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া শাখার উদ্যোগে রিযিয়া-সা‘দ ইসলামিক সেন্টারে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কমিটি পুনর্গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। অনুষ্ঠানে মফীযুল ইসলামকে সভাপতি ও মা‘ছুম বিল্লাহকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট ইবি ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়।
(২) কমরগ্রাম উত্তরপাড়া, জয়পুরহাট সদর, জয়পুরহাট, ১৬ ই মার্চ বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব কমরগ্রাম উত্তরপাড়া এলাকা ‘যুবসংঘে’র উদ্যোগে কমরগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। কমরগ্রাম উত্তরপাড়া এলাকা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রাযযাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। উক্ত তা‘লীমী বৈঠকে আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক ফিরোয হোসেন, সাবেক সভাপতি আমীনুল ইসলাম ও ‘সোনামণি’-এর যেলা পরিচালক আব্দুল মুন‘ইম প্রমুখ।
(৩) কাচিয়ারচর, সলংগা, সিরাজগঞ্জ, ১০ শে ফেব্রুয়ারী‘১৭ শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিরাজগঞ্জ সাংগঠনিক যেলার উদ্যোগে সলংগা আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’ সভাপতি শামীম আহমাদের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। উক্ত সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(৪) আনন্দনগর, নওগাঁ সদর, নওগাঁ ৩১শে মার্চ‘১৭ শুক্রবার : অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নওগাঁ সাংগঠনিক যেলার উদ্যোগে আনন্দনগর আহলেহাদীছ জামে মসজিদে এক মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইনের সভাপতিত্বে উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। উক্ত সুধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’ ও আন্দোলন-এর বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।