সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 1935 বার পঠিত

জাতীয় গ্রন্থপাঠ প্রতিযোগিতা-২০১৭

বিষয় : তাফসীরুল কুরআন (৩০তম পারা)

(প্রশ্নোত্তর সমূহ)

১.  পবিত্র কুরআনের আয়াত সংখ্যা কতটি?

উত্তর : ৬২০৪-৬২৩৬।

২. السورة অর্থ কী?

উত্তর : উঁচু স্থান।

৩. মক্কায় অবতীর্ণ প্রথম পূর্ণাঙ্গ সূরা কোনটি?

উত্তর : সূরা ফাতিহা।  

৪. তাওরাত, যাবূর, ইনজীল ও কুরআনে কোন সূরার তুলনীয় কোন সূরা নেই?

উত্তর : সূরা ফজর।

৫. যেহরী বা সের্রী সকল ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা কি?

উত্তর : ফরয।

৬. পবিত্র কুরআন মূলত: কয়টি বিষয়ে বিভক্ত?

উত্তর : তিনটি ।

৭. সূরা ফাতিহাতে কয়টি বিষয় একত্রে থাকার কারণে তা ‘উম্মুল কুরআন’ হওয়ার মহত্তম মর্যাদা লাভে ধন্য হয়েছে?

উত্তর : তিনটি।

৮. ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ অবতীর্ণ হওয়ার পূর্বে রাসূল (ছাঃ) কিছু লেখার পূর্বে কি লিখতেন?

উত্তর : ‘বিসমিকা আল্লাহুম্মা’লিখতেন।

৯. সকল সূরার শুরুতে ‘বিসমিল্লাহ’ লিখিত ও পঠিত হয়-

উত্তর : পার্থক্য বুঝানোর জন্য।

১০. الله নামের প্রতিশব্দ কি?

উত্তর : কোন প্রতিশব্দ নেই।

১১.বিভিন্ন শুভ কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা কি?

উত্তর : মুস্তাহাব।

১২. আরবী বা বাংলায় মুখে নিয়ত পড়া কি?

উত্তর : বিদ‘আত।

১৩. بسم الله الرحمن الرحيم কোন সূরার অংশ?

উত্তর : সূরা নামল।

১৪. الحمد لله رب العالمين অর্থ যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি-

উত্তর : জগতসমূহের প্রতিপালক।

১৫. প্রকৃত করুণা নিহিত রয়েছে-

উত্তর : ন্যায় বিচারের মধ্যে।

১৬. যে সকল বিষয়ে মাখলুকের কোন ক্ষমতা নেই, সে সকল বিষয়ে মাখলূকের নিকট সাহায্য চাওয়া কি?

উত্তর : প্রকাশ্য শিরক।

১৭. হেদায়াত কয় প্রকার? উত্তর : দুই।

১৮. الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى ( ত্বোয়াহা-৫০) এ আয়াত দ্বারা কোন মুসলিম বিজ্ঞানী বৃক্ষের জীবন ও অনুভূতি প্রমাণ করেন?

উত্তর : ইবনুল মাসকাভী।

১৯. হেদায়াতের স্তর কয়টি?

উত্তর : তিনটি ।

২০. الْمَغْضُوب দ্বারা উদ্দেশ্য কারা?

উত্তর : ইহুদী।

২১. যারা হক্ব জেনেও তার উপর আমল করেনা, তাদেরকে কাদের সাথে তুলনা করা হয়েছে?

উত্তর : ইহুদীদের সাথে।

২২. সূরা ফাতিহা শেষে সশব্দে ইমাম ও মুক্তাদীর ‘আমীন’ বলা কি?

উত্তর : সুন্নাত।

২৩. সূরা ফাতিহার প্রাণ বলা হয় কোন আয়াতকে?

উত্তর : ৫ম।  

২৪. মানবতার প্রকৃতরূপ বিকশিত হওয়ার জন্য সরল পথের সন্ধান দেওয়া হয়েছে কোন সূরায়?

উত্তর : সূরা ফাতিহা।

২৫. সূরা নাবা কোন সূরার পরে অবতীর্ণ হয়?

উত্তর : সূরা মা‘আরিজ। 

২৬. সূরা নাবায় কয়টি বিষয়বস্ত্ত রয়েছে?

উত্তর : চারটি।

২৭.মৃত্যুর পর পুনর্জীবনে অস্বীকার করে কোন্ ব্যক্তি একটা জীর্ণ হাড় এনে রাসূলের (ছাঃ) সামনে গুঁড়া করে বলল, আল্লাহ কি এই হাড়টাকেও জীবিত করবেন?

উত্তর : আছ বিন ওয়ায়েল।

২৮. দুনিয়াতে মানুষের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হ’ল-

উত্তর : জন্মগ্রহণ করা ও বেঁচে থাকা।

২৯. আধুনিক বিজ্ঞানের মতে, কমপক্ষে কতটুকু গভীর ঘুমে ক্লান্তি দূর হয়ে নবজীবন লাভ হয়?

উত্তর : ৬ মিনিট।

৩০. আছহাবে কাহফের যুবকেরা তাদের কুকুরসহ গুহায় কতদিন ঘুমিয়ে ছিল?

উত্তর : ৩০৯ বছর।

৩১. ক্বিয়ামতের দিন আল্লাহর আরশ বহন করবে কয়জন ফেরেশতা?

উত্তর : ৮ জন।

৩২. আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন কি বারে?

উত্তর : রবি ও সোমবারে।

৩৩. কোন সূরাকে ভালবাসলে জান্নাত ওয়াজিব হয়?

উত্তর : সূরা ইখলাছ। 

৩৪. পৃথিবীর জন্য Protection shield বা ‘ওযোন স্তর’-এর ব্যাপ্তি প্রায়-

উত্তর : ৩০ কি.মি.।

৩৫. ‘বিজ্ঞান ব্যতীত ধর্ম অন্ধ এবং ধর্ম ব্যতীত বিজ্ঞান পঙ্গু’ উক্তিটি কার?

উত্তর : আইনস্টাইন।

৩৬. পবিত্র কুরআনের কোন সূরা এক-চতুর্থাংশের সমান ?

উত্তর : সূরা কাফিরূন। 

৩৭. কর্ম সুন্দর হওয়ার জন্য শর্ত হল-

উত্তর : আক্বীদাহ সুন্দর হওয়া।

৩৮. কিয়ামতের দিন পুরুষ ও নারী সকলের বয়স হবে-

উত্তর : ৩০-৩৩ বছর।

৩৯. কোন সূরা কে তাওদী’ (বিদায় দানকারী) সূরা বলা হয়?

উত্তর : সূরা নাছর।  

৪০. মালাকুল মউত যখন কাফেরের আত্মা টেনে বের করে, তখন তা লোহার করাতের ন্যায় কোন জায়গা দিয়ে বেরিয়ে আসে?

উত্তর : চুল ও নখের গোড়া দিয়ে।

৪১. নাযে‘আত দ্বারা উদ্দেশ্য ঐ সকল ফেরেশতা যারা-

উত্তর : কাফেরের আত্মা বের করে।

৪২. যারা জাহান্নামী হবে দুনিয়াতে তাদের প্রধান দু’টি বৈশিষ্ট্য হল- উত্তর : সীমালংঘন করা ও দুনিয়াপূজারী হওয়া।

৪৩. সূরা ‘আবাসায় কয়টি বিষয় আলোচিত হয়েছে?

উত্তর : চারটি।

৪৪. কোন ছাহাবী সম্পর্কে সূরা ‘আবাসা অবতীর্ণ হয়?

উত্তর : আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম।

৪৫. রাসূল (ছাঃ) যুদ্ধে গমনকালে অধিকাংশ সময় কোন ছাহাবীকে মদীনার প্রশাসকের দায়িত্ব দিয়ে যেতেন?

উত্তর : আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম।

৪৬. ক্বিয়ামতের দিন সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে কাকে?  উত্তর : হযরত ইবরাহীম (আঃ) কে। 

৪৭. সূরা তাকভীরে ক্বিয়ামত সংঘটন কালের কয়টি অবস্থা বর্ণনা করা হয়েছে?

উত্তর : বারটি।

৪৮. হিংসা নিন্দনীয় ও হিংসুক সদা দুঃখিত’ কোন সূরার তাফসীরের মধ্যে আছে?

উত্তর : ফালাক্ব।  

৪৯. সূর্য ও চন্দ্রকে ক্বিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা তাদের পূজা করত তাদের ........দানের উদ্দেশ্যে।

উত্তর : ধিক্কার।

৫০. ক্বিয়ামতের দিন মানুষকে কয়টি দলে ভাগ করা হবে?

উত্তর : ৩টি।

৫১. জাহেলী যুগে আরবদের কিছু লোক কন্যা সন্তানকে জীবন্ত প্রোথিত করত-

উত্তর : (i) ধর্মীয় কারণে (ii) অর্থনৈতিক কারণে (iii) সামাজিক কারণে।

৫২. সম্মান ও অসম্মানের মাপকাঠি হ’ল-

উত্তর : আল্ল­াহর আনুগত্য। 

৫৩. অকৃতজ্ঞ লোকদের কয়টি বদভ্যাসের কথা আল্লাহ উল্লেখ করেছেন?

উত্তর : ৪টি। 

৫৪. কাফেরদের চতুর্থ বদভ্যাস হ’ল-

উত্তর : সীমাহীন ধনলিপ্সা। 

৫৫. মুত্তাকীদের গুণাবলী কয়টি ?

উত্তর : ৬টি।

৫৬. ফির‘আউন পত্নী আছিয়ার পালিত কন্যার নাম কি?

উত্তর : মাশেত্বা। 

৫৭. ‘নাফস’ কত প্রকার ?

উত্তর : ০৩। 

৫৮. শয়তানকে দাবিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হ’ল:

উত্তর : আল্লাহকে স্মরণ করা। 

৫৯. ‘দাসমুক্তি’ কত ধরণের হয়?

উত্তর : ০২। 

৬০. আল্লাহর নিকট সৎকর্ম কবূল হওয়ার পূর্বশর্ত হ’ল:

উত্তর : ঈমান।

৬১. ছবর কত প্রকার ?

উত্তর : ০৩।

৬২.ক্বিয়ামতের দিন মানুষকে কয়টি সারিতে ভাগ করা হবে ?

উত্তর : ০৩। 

৬৩. মানুষের কর্ম প্রচেষ্টা কত ধরণের?

উত্তর : দুই। 

৬৪. জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি হবে ?

উত্তর : আগুনের জুতা ও ফিতা পরানো হবে।  

৬৫. হিদায়াত কত ধরণের ?

উত্তর : দুই। 

৬৬. ফরয ইবাদতের পর শ্রেষ্ঠ ইবাদত হ’ল-

উত্তর : রাতের ছালাত। 

৬৭. রাসূল (ছাঃ) শাফা’আত করবেন কোথায় দাঁড়িয়ে?

উত্তর : মাক্বামে মাহমূদ। 

৬৮. ৩০তম পারার কোন সূরায় তূর পর্বতের শপথ করা হয়েছে?

উত্তর : সূরা ত্বীন। 

৬৯. মানব সৃষ্টির মূল উপাদান কি?

উত্তর : (i) মাটি  (ii) পানি। 

৭০. কপালকে কল্যাণ দ্বারা চিহ্নিত করা হয়েছে কিয়ামত দিবস পর্যন্ত-

উত্তর : ঘোড়ার। 

৭১. রবের প্রতি অকৃতজ্ঞ- উত্তর : (ii) মানুষ।         

৭২. ‘যদি তারা আমাদের সঙ্গে পিছনে ফিরে আসত, তাহলে তারা নিহত হত না’ কথাটি কার?

উত্তর : মুনাফিকের। 

৭৩. মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মত হবে

উত্তর : ক্বিয়ামতে। 

৭৪. তোমরা আমাকে পরাজিত করে জাহান্নামে ঝাপ দিচ্ছ, কথাটি কার?

উত্তর : মুহাম্মাদ (ছাঃ)-এর। 

৭৫. জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কতভাগ বেশি দাহিকা শক্তিসম্পন্ন?

উত্তর : ৬৯। 

৭৬. রাসূল (ছাঃ) বলেন, আমার উম্মতের গড় আয়ু হবে...

উত্তর : ৬০-৭০। 

৭৭. দুনিয়ার আগুনের দাহিকা শক্তি জাহান্নামের আগুনের কতভাগ মাত্র?

উত্তর : ০১।  

৭৮. ইহুদীদের জন্য শিরকের তওবা কবূল হওয়ার বিধান ছিল

উত্তর : মৃত্যুদন্ড গ্রহণ করা।  

৭৯. খালিদ বিন ওয়ালিদ (রাঃ) কত হিজরীতে ইসলাম গ্রহণ করেন? উত্তর : ৭ম।  

৮০. পবিত্র  কুরআনে কয়টি বিষয়ের শপথ করা হয়েছে ?

উত্তর : ৪০টি। 

 

 



আরও