সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 920 বার পঠিত

 ১. ৪ মার্চ ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তনে কাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রী দেয়া হয়?

উত্তর : অমিত চাকমা।

২. দক্ষিণ এশীয় কোন দু’টি দেশ স্যাটেলাইট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে?

উত্তর : বাংলাদেশ ও ভারত।

৩. বাংলাদেশ কততম দেশ হিসাবে সাবমেরিনের অধিকারী হয়?

উত্তর : ৪১তম।

৪. বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত?

উত্তর : চট্রগ্রাম।

৫. নির্বাচন কমিশনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র কোন দেশ থেকে তৈরী করে আনা হয়? উত্তর : ফ্রান্স।

৬. বিশ্বের বাংলা ভাষার অবস্থান কততম? উত্তর : ৬ষ্ঠ।

৭. জাতীয় যুব নীতি ২০১৭ অনুসারে যুবদের বয়সসীমা কত?

উত্তর : ১৮-৩৫ বছর।

৮. ১৯৭২ সাল থেকে মার্চ ২০১৭ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ক’টি চুক্তি, সমঝোতা স্বারক ও প্রটোকল সম্পাদিত হয়েছে? উত্তর : ৯৩টি।

৯. বর্তমানে দেশের ক’টি ব্যাংক ইসলামী ব্যাংকিং চালু করেছে?

উত্তর : ২৫টি, যার মধ্যে ৮টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং ১৭টি বাণিজ্যিক ব্যাংক সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিংও পরিচালনা করে।

১১. দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি কোথায় অবস্থিত?

উত্তর : শ্যামনগর, সাতক্ষীরা।

১২. মার্চ ২০১৭ পর্যন্ত কতটি দেশ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করেছে?

উত্তর : ১৫০টি।

১৩. দেশের সৌরবিদ্যুত সুবিধাসহ বহুতলবিশিষ্ট খাদ্য গুদাম কোথায় অবস্থিত?

উত্তর : বগুড়ার সান্তাহারে।

১৪. দেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার কে?

উত্তর : কে এম নুরুল হুদা।

১৫. ধান উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

উত্তর : ময়মনসিংহ।

১৬. আলু উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

উত্তর : মুন্সিগঞ্জ।

১৭. আম উৎপাদনে শীর্ষ যেলা কোনটি?

উত্তর : রাজশাহী।

১৮. ২৭ ফেব্রুয়ারী ২০১৭ বাংলাদেশ কোন দেশকে স্বীকৃতি দেয়?

উত্তর : কসোভোকে (বাংলাদেশ ১১৪তম স্বীকৃতিদানকারী দেশ ও ওআইসিভুক্ত ৩৭তম)।

১৯. দেশের একমাত্র পাথরখনি কোথায় অবস্থিত?

উত্তর : মধ্যপাড়া, দিনাজপুর।

২০. ব্রিটেনের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?

উত্তর : সত্যবাণী; প্রতিষ্ঠা ১৯১৬ সালে।



আরও