সাংবাদিকতায় আহলেহাদীছ জামা‘আতের অবদান (৪র্থ কিস্তি)

ড. নূরুল ইসলাম 1447 বার পঠিত

আহলেহাদীছ জামাআতের যে সকল পত্র-পত্রিকা অদ্যাবধি চালু আছে :

যে সকল পত্র-পত্রিকা অদ্যাবধি চালু আছে তার সংখ্যা ৫৫টি। এগুলিকে পুরাতন পত্র-পত্রিকাগুলির মতো ভাগ করা হয়নি। এজন্য যে, দু’একটি বাদে প্রায় সব পত্রিকাই ধর্মীয়, গবেষণামূলক, নৈতিক ও সামাজিক প্রবন্ধমালাকে শামিল করে।

১. আছার (آثار) উর্দূ মাসিক; প্রকাশস্থল : মৌনাথভঞ্জন, প্রধান সম্পাদক মাওলানা জামীল আহমাদ আছারী, প্রকাশকাল : জানুয়ারী ১৯৮৩ খৃঃ। এই পত্রিকাটি জামে‘আ আছারিয়া, মৌনাথভঞ্জনের মুখপত্র। এতে ধর্মীয়, গবেষণামূলক ও সংস্কারমূলক প্রবন্ধমালা প্রকাশিত হয়। এর মুখ্য উদ্দেশ্য হ’ল ইসলামী মাসলাক এবং ইসলামী আক্বীদা ও আমলকে তুলে ধরা। আর নেতিবাচকের চেয়ে ইতিবাচক দিকগুলো বেশী বর্ণনা করা। এর প্রথম সম্পাদক ছিলেন মাওলানা আব্দুল লতীফ আছারী। অতঃপর জুলাই ১৯৮৭ থেকে মাওলানা আযীযুল হক উমারী সম্পাদক ছিলেন এবং জুলাই ১৯৮৮ থেকে মাওলানা জামীল আহমাদ আছারী সম্পাদক আছেন। কিছু সমস্যার কারণে ১৯৮৮ থেকে এ পত্রিকাটি ‘আছারে জাদীদ’ (جديد آثار) নামে চালু আছে।

২. ইসলাম (اسلامউর্দূ মাসিক; প্রকাশস্থল : মাদরাসা রিয়াযুল উলূম, দিল্লী, সম্পাদক মাওলানা আব্দুর রশীদ আযহারী, প্রকাশকাল : ১৯৭৭ খৃঃ। এটি একটি নিছক সংস্কারধর্মী পত্রিকা। এতে অবস্থার প্রেক্ষিতে উপকারী প্রবন্ধসমূহ প্রকাশিত হয়। এর প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক ছিলেন মাওলানা আব্দুস সালাম বাস্তাবী। তাঁর মৃত্যুর পর ফেব্রুয়ারী ১৯৭৪ মোতাবেক ছফর ১৩৯৪ হিজরী থেকে অদ্যাবধি মাওলানা আব্দুর রশীদ আযহারী এর সম্পাদনা করছেন। এর কভারপেজে إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ  ‘নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন হ’ল ইসলাম’ (আলে ইমরান ৩/১৯) লেখা থাকে।

৩. ইছলাহে সমাজ (سماج اصلاح) হিন্দী মাসিক; প্রকাশস্থল : দিল্লী, সম্পাদক ইহসানুল হক, প্রকাশকাল : মে ১৯৯০ খৃঃ। এই পত্রিকাটি মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দ-এর মুখপত্র। এতে ধর্মীয়, সংস্কারমূলক ও নৈতিক প্রবন্ধমালা প্রকাশিত হয়। এতে দরসে কুরআনের একটা সিলসিলা শুরু করা হয়েছে। যেখানে মাওলানা ছানাউল্লাহ অমৃতসরীর কুরআনের অনুবাদ পেশ করা হয়ে থাকে। এছাড়া দরসে হাদীছে নতুন নতুন মাসআলা, সম্পাদকীয় নোট, ধর্মীয় বিধি-বিধান ও মাসায়েল, সাংগঠনিক ও মুসলিম বিশ্বের সংবাদসমূহ, মহিলাদের মাসায়েল প্রভৃতি থাকে। নবী (ছাঃ)-এর সীরাত বিষয়ে ‘পয়গম্বরে ইসলাম’ নামে প্রত্যেক মাসে একটি প্রবন্ধও প্রকাশিত হয়।

৪. ইক্বরা (اقرأ) মালয়ালম, প্রকাশস্থল : কেরালা।

৫. আহলেহাদীছ (اہلحديث) উর্দূ মাসিক, প্রকাশস্থল বিশাখাপট্টম, অন্ধ্র প্রদেশ। এতে ধর্মীয় ও সংস্কারমূলক প্রবন্ধমালা প্রকাশিত হয়।

৬. আহলেহাদীস (বাংলা) মাসিক; প্রকাশস্থল : কলকাতা, সম্পাদক মাওলানা আইনুল বারী, প্রকাশকাল : ১৯৭২ খৃঃ। এতে ইসলামী কৃষ্টি-কালচার তুলে ধরা হয় এবং ধর্মীয় ও সংস্কারমূলক প্রবন্ধমালা প্রকাশিত হয়।

৭. এয়ারপোর্ট টাইমস (ٹائمز ايرپورٹ)  উর্দূ দৈনিক; প্রকাশস্থল : জম্মু। এতে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ সমূহ প্রকাশিত হয়।

৮. বালাকুতোকাম (بالاكوتو كام) মালয়ালম মাসিক; প্রকাশস্থল : কালিকট ১নং আরসিসি রোড, কেরালা। এটি ছোট ছোট বাচ্চাদের জন্য নির্দিষ্ট একটি ধর্মীয় পত্রিকা। এতে রাসূল জীবনী, ছাহাবী ও তাবেঈদের জীবনী, ছালাতের গুরুত্ব, ছালাত আদায়ের পদ্ধতি এবং ছালাতের দো‘আসমূহ প্রভৃতি বিষয়ে প্রবন্ধমালা প্রকাশিত হয়। এটি প্রত্যেক মাযহাবের মুসলমানদের নিকট গ্রহণযোগ্য। এটি ‘ত্বলাবাতুল মুজাহিদীন’-এর তত্ত্বাবধানে বের হয়।

৯. আল-বালাগ (البلاغ) উর্দূ মাসিক; প্রকাশস্থল : দারুল মা‘আরিফ, মুম্বাই, সম্পাদক শায়খ আরশাদ মুখতার আযহারী, প্রকাশকাল : আগস্ট ১৯৯০ মোতাবেক মুহাররম ১৪১১ হিঃ। এটি একটি ধর্মীয়, সমাজ সংস্কারমূলক ও শিক্ষা বিষয়ক পত্রিকা। এর কভারপেজে লেখা আছে هَذَا بَلَاغٌ لِلنَّاسِ وَلِيُنْذَرُوا بِهِ وَلِيَعْلَمُوا أَنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَلِيَذَّكَّرَ أُولُو الْأَلْبَابِ- ‘এটা মানুষের জন্য একটি সতর্ক বার্তা! যাতে এর মাধ্যমে তারা সাবধান হয় এবং জানতে পারে যে, তিনিই একমাত্র উপাস্য। আর যাতে জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে’ (ইবরাহীম ১৪/৫২)। এতে সমকালীন সামাজিক সমস্যা সমূহ এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রশ্নসমূহের উত্তর কুরআন ও হাদীছ থেকে দেয়া হয়। এর কভারপেজ খুব সুন্দর ও দৃষ্টিনন্দন।

১০. বুতাওয়া (بوتاوا) মালয়ালম মাসিক; প্রকাশস্থল : মুজাহিদ সেন্টার, কেরালা, সম্পাদক ও প্রকাশকাল অজ্ঞাত। এটি ‘ইদারায়ে হারকাতুস সাইয়িদাত ওয়াত ত্বলেবাত’ (‘মহিলা ও ছাত্রীদের আন্দোলন’)-এর তত্ত্বাবধানে বের হয়। মহিলাদের মধ্যে ধর্মীয় অনুরাগ সৃষ্টি করার জন্য এতে প্রবন্ধমালা প্রকাশিত হয় এবং তাদের সম্পর্কে মাসআলা-মাসায়েল বর্ণনা করা হয়।

১১. বেংকার প্রোকতা (بنكر پروكتا) হিন্দী সাপ্তাহিক; প্রকাশস্থল : মৌনাথভঞ্জন, সম্পাদক মাওলানা ফযলুর রহমান আনছারী, প্রকাশকাল : ১৯৮৯ খৃঃ। এই পত্রিকায় স্থানীয় ও দেশীয় খবর সমূহ প্রকাশিত হয়। সাথে সাথে ইসলামের শিক্ষাসমূহ ও তার সৌন্দর্য বিষয়ক প্রবন্ধমালা থাকে।

১২. আল-বায়ান (البىان) উর্দূ মাসিক; প্রকাশস্থল : হায়দারাবাদ, দাক্ষিণাত্য, সম্পাদক মাওলানা মুশীরুদ্দীন, প্রকাশকাল : ১৯৫৫ খৃঃ। এর প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আবূ তামীম মরহূম। এতে ধর্মীয় প্রবন্ধাবলী ছাড়াও প্রশ্নোত্তর এবং সংগঠন সংবাদ প্রকাশিত হয়। এতে কয়েক বছর পর্যন্ত ‘আল-মুনতাকা’-এর অনুবাদ ‘আল-মুছত্বফা’ প্রকাশিত হয়েছে। ১৯৭৩ সালের ৫ই জানুয়ারীতে এর প্রতিষ্ঠাতার মৃত্যু হলে কয়েক মাস এ পত্রিকাটি বন্ধ থাকে। দ্বিতীয়বার ১৯৭৩ সালের জুলাই মাসে চালু হয় এবং সাইয়িদ আব্দুল হাকীম (এম. এ) সম্পাদক হন। পত্রিকা থেকে তার আলাদা হয়ে যাওয়ার পর এপ্রিল ১৯৭৪ থেকে এর সম্পাদক হন মাওলানা মুশীরুদ্দীন। যিনি প্রথম থেকেই এর সহকারী সম্পাদক ছিলেন। এর কভারপেজে লিখিত আছেهَذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ-  ‘এই কিতাব (কুরআন) মানবজাতির জন্য স্পষ্ট বর্ণনা এবং আল্লাহভীরুদের জন্য পথপ্রদর্শক ও উপদেশবাণী’ (আলে ইমরান ৩/১৩৮)। এটি প্রাদেশিক জমঈয়তে আহলেহাদীছ, অন্ধ্র প্রদেশের মুখপত্রের ভূমিকা পালন করে।

১৩. পাডওয়া (پڈوا)  মালয়ালম মাসিক; প্রকাশস্থল : কালিকট ১নং আরসিসি রোড, কেরালা। এই পত্রিকায় ধর্মীয়, সংস্কারমূলক ও সামাজিক প্রবন্ধমালা প্রকাশিত হয়।

১৪. তারজুমান (ترجمان) উর্দূ সাপ্তাহিক; প্রকাশস্থল : আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, সম্পাদক ফাওক্ব কারীমী, প্রকাশকাল অজ্ঞাত।

১৫. তারজুমানুস সালাফিইয়াহ (السلفىة ترجمان) উর্দূ ত্রৈমাসিক; প্রকাশস্থল : মাশহাদাবাদ (হায়দারাবাদ); সম্পাদক হাকীম মুহাম্মাদ আব্দুছ ছবূর মাদানী, প্রকাশকাল অজ্ঞাত। এই পত্রিকায় ধর্মীয় ও সংস্কারধর্মী প্রবন্ধমালা প্রকাশিত হয়।

১৬. তারজুমানুস সুন্নাহ (السنة ترجمان) উর্দূ ত্রৈমাসিক; প্রকাশস্থল : রাচা (Racha), ব্রেলী। সম্পাদক মাওলানা রেযাউল্লাহ আব্দুর করীম মাদানী, প্রকাশকাল : মার্চ-মে ১৯৯২ মোতাবেক রামাযান-যিলক্বদ ১৪১২ হিঃ। এই পত্রিকায় ধর্মীয় ও সমাজ সংস্কারমূলক প্রবন্ধমালা ছাড়াও সুন্দরভাবে শিরক ও বিদ‘আতের খন্ডন করা হয়। এটি আল-মা‘হাদুল ইসলামী, রাচার মুখপত্রের ভূমিকা পালন করে। এতে সংগঠন সংবাদও থাকে। এর কভারপেজে লিখিত আছে وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ- ‘যারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে ও তাঁর অবাধ্যতা হতে বেঁচে থাকে, তারাই হল কৃতকার্য’ (নূর ২৪/৫২)।

১৭. তাওহীদ (توحىد) উর্দূ পাক্ষিক; প্রকাশস্থল : শ্রীনগর, কাশ্মীর, সম্পাদক মুহাম্মাদ মুবারক মুবারকী। প্রকাশকাল : ১৯৮৭ খৃঃ। এই পত্রিকাটি মাওলানা আবুল হাসান মুবারকীর স্মরণে বাযমে তাওহীদে আহলেহাদীছ, জম্মু ও কাশ্মীরের তত্ত্বাবধানে বের হয়। এতে ধর্মীয় ও সংস্কারমূলক প্রবন্ধমালা প্রকাশিত হয়।

১৮. আত-তাওইয়াহ (التوعىة) উর্দূ মাসিক; প্রকাশস্থল : মাকতাবাতুত তাও‘ইয়াহ আল-ইসলামিয়াহ, জোগাবাঈ, নয়াদিল্লী। প্রকাশকাল : জানুয়ারী ১৯৮৬ মোতাবেক রবীউল আখের ও জুমাদাল ঊলা ১৪০৬ হিঃ, সম্পাদক মাওলানা আশিক আলী আছারী।

এই পত্রিকায় ধর্মীয়, সংস্কারমূলক ও ঐতিহাসিক প্রবন্ধমালা প্রকাশিত হয়। এর অন্যতম একটি উদ্দেশ্য হ’ল, এর মাধ্যমে ইসলাম ও ইসলামের নবীর শিক্ষাসমূহ এবং তাঁর জীবনের সঠিক পরিচয় তুলে ধরা। শত শত বছরের  সেইসব  অজ্ঞতা ও ভ্রান্ত ধারণার অবসান ঘটানোর চেষ্টা করা, যা দেশবাসীর মন-মস্তিষ্কে জেঁকে বসে আছে।

সময়ের পরিক্রমায় এর সম্পাদক পরিবর্তন হতে থাকে। মাওলানা আশিক আলী আছারীর পরে ডিসেম্বর ১৯৮৭ মোতাবেক রবীউল আখের  ১৪০৮ হিজরী থেকে এর সম্পাদক হন মাওলানা রফীক আহমাদ সালাফী। ডিসেম্বর ১৯৯৬ পর্যন্ত তিনি এ পদে বহাল থাকেন। অতঃপর কিছু সমস্যার কারণে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। অতঃপর মাকতাবাতুত তাও‘ইয়াহ আল-ইসলামিয়াহ, দিল্লী, ২০০৫ সাল থেকে তদস্থলে ‘আত-তিবয়ান’ নামে অন্য একটি পত্রিকা চালু করে। এর সম্পাদক হন শাকীল আহমাদ সানাবিলী। এ পত্রিকাটি অদ্যাবধি চালু আছে।

১৯. জারীদা তারজুমান (جرىده ترجمان) উর্দূ সাপ্তাহিক; প্রকাশস্থল : দিল্লী, সম্পাদক মুহাম্মাদ সুলাইমান ছাবের, প্রকাশকাল : ১৯৫২ খৃঃ। এই পত্রিকাটি মারকাযী জমঈয়তে আহলেহাদীছ, হিন্দ-এর তত্ত্বাবধানে বের হয়। এটি জমঈয়তের মুখপত্র। সাধারণতঃ মারকাযী জমঈয়তের সাধারণ সম্পাদকবৃন্দ এর তত্ত্বাবধান করেন। প্রথমে এই পত্রিকার নাম ছিল ‘তারজুমান’। মাসে মাসে প্রকাশিত হ’ত। ১৯৫৭ সালে একে পাক্ষিক করা হয়। অতঃপর কিছু সমস্যার কারণে ১৯৮০ সালের জুনে ‘জারীদা তারজুমান’ নামে প্রকাশিত হতে শুরু করে। জানুয়ারী ১৯৯০ থেকে একে পাক্ষিকের পরিবর্তে সাপ্তাহিক করা হয়। পরপরই পুনরায় পাক্ষিক করা হয়। এর প্রথম প্রধান সম্পাদক ছিলেন মাওলানা আব্দুল ওয়াহ্হাব আরাভী এবং প্রথম সম্পাদক ছিলেন মাওলানা আব্দুল হাকীম মাজায আ‘যমী। অতঃপর মাওলানা আব্দুল জলীল রহমানী, মাওলানা আবু মাসঊদ ক্বামার বেনারসী, মাওলানা মুহাম্মাদ দাঊদ রায, ড. মুহাম্মাদ ইউসুফ মারকাযী একের পর এক সম্পাদক হন। মাওলানা আব্দুল ওয়াহ্হাব আরাভীর পর সেপ্টেম্বর ১৯৭১ থেকে এর প্রধান সম্পাদক ও সম্পাদক হন মাওলানা আব্দুল হামীদ রহমানী।

১৯৭৫ সালে মাওলানা আব্দুস সালাম রহমানী এর সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৭৮ সালের জুলাইয়ে মাওলানা আবুল কালাম আহমাদ বাস্তাবী এর সম্পাদক হন। অতঃপর বদর আযীমাবাদী, হাফেয মুহাম্মাদ ইউসুফ, হাকীম আজমল খাঁ একের পর এর সম্পাদক হন। অতঃপর ১৬ই মার্চ ১৯৮৭ থেকে ২১শে মার্চ ১৯৯০ পর্যন্ত মাওলানা আব্দুল ওয়াহ্হাব খালজী এবং ১১ই এপ্রিল ১৯৯০ থেকে ২৯শে অক্টোবর ১৯৯৯ পর্যন্ত মাওলানা মুহাম্মাদ সুলাইমান ছাবের এর সম্পাদক ছিলেন। এরপর আব্দুল কুদ্দূস ইবনে আহমাদ নাকভী অনারারী সম্পাদক হন। অতঃপর ২৬শে জানুয়ারী ২০০১ থেকে ১লা ডিসেম্বর ২০০৬ পর্যন্ত মাওলানা রেযাউল্লাহ আব্দুল করীম সম্পাদক ছিলেন। এরপর ৩রা এপ্রিল ২০১১ পর্যন্ত মাওলানা মুহাম্মাদ মুকীম ফায়যী সম্পাদক ছিলেন। অতঃপর মে ২০১১ থেকে অদ্যাবধি এর সম্পাদক আছেন আব্দুল কুদ্দূস আতহার নাকভী।[1]

এই পত্রিকায় ধর্মীয়, গবেষণাধর্মী, নৈতিক, সংস্কারমূলক এবং সাংগঠনিক প্রবন্ধসমূহ প্রকাশিত হয়। উপরন্তু দেশের (ভারত) ও বিশ্বের মুসলমানদের সমস্যাসমূহের উপর আলোকপাত করা হয়।

২০. আল-জান্নাহ (الجنہ) উর্দূ মাসিক; প্রকাশস্থল : মাদ্রাজ, সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন আলাভী, প্রকাশকাল : আগস্ট ১৯৯০। এই পত্রিকাটি ধর্মীয়, সংস্কারমূলক ও সামাজিক প্রবন্ধমালা প্রকাশ করে।

২১. আল-জান্নাহ (الجنہ) তামিল মাসিক; প্রকাশস্থল : ৬৩ আয়ারকাট : স্ট্রীট, প্রেমবাট, মাদ্রাজ। সম্পাদক ও প্রকাশকাল অজ্ঞাত।

২২. আল-জিহাদ (الجهاد) আরবী, প্রকাশস্থল : কেরালা, সম্পাদক অজ্ঞাত।

২৩. হালাতে জাদীদ (حالات جدىد) উর্দূ সাপ্তাহিক; প্রকাশস্থল : মৌনাথভঞ্জন, সম্পাদক ফযলুর রহমান আনছারী, প্রকাশকাল : ১৯৮৭ খৃঃ। এটি একটি রাজনৈতিক পত্রিকা। এতে দেশীয় সংবাদসমূহ প্রকাশিত হয়। বর্তমানে এর সম্পাদক শাহেদ জামাল আনছারী।

২৪. খবরনামা (خبرنامہ) উর্দূ দ্বিমাসিক; প্রকাশস্থল : সুহাস বাজার, সিদ্ধার্থনগর। সম্পাদক মাওলানা হামেদ আনছারী আঞ্জুম, প্রকাশকাল : সেপ্টেম্বর ও অক্টোবর ১৯৯০ মোতাবেক মুহাররম ও রবীউল আউয়াল ১৪১১ হিঃ। এই পত্রিকাটি মারকাযুদ দাওয়াহ আস-সালাফিইয়াহ, সুহাস-এর মুখপত্র। এতে ধর্মীয় ও সাহিত্যিক প্রবন্ধমালা প্রকাশিত হয়। প্রথমে এটি ত্রৈমাসিক ছিল। জুলাই ১৯৯১ থেকে দ্বিমাসিক হয়েছে।

২৫. দাওয়াতে সালাফিইয়াহ (سلفىہ دعوت) উর্দূ মাসিক; প্রকাশস্থল : আলীগড়, সম্পাদক মাওলানা রেযাউল্লাহ আব্দুল করীম মাদানী, প্রকাশকাল : এপ্রিল ১৯৮৬ মোতাবেক শা‘বান ১৪০৬ হিঃ। এটি একটি ধর্মীয় ও সংস্কারমূলক পত্রিকা। এর মুখ্য উদ্দেশ্য হ’ল ইসলাম ধর্মের পরিচিতি তুলে ধরা ও তার প্রচার-প্রসার, আত্মভোলা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং লোকদের কুরআন ও সুন্নাহর উপর আমল করার দাওয়াত দেয়া। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন মাওলানা মুহাম্মাদ আমীন আছারী। তারপর ১৯৮৮ সালে রফীক আহমাদ রঈস সালাফী এটির সম্পাদক হন। অতঃপর কিছুদিন মুহাম্মাদ শাহেদ আসলাম এর সম্পাদনা করেন। মার্চ-এপ্রিল ১৯৯১ থেকে এর সম্পাদক হিসাবে আছেন মাওলানা রেযাউল্লাহ আব্দুল করীম মাদানী । এর কভারপেজে রয়েছে ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ  ‘তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহবান কর প্রজ্ঞার মাধ্যমে’ (নাহল ১৬/১২৫)।

২৬. দাওয়াতে ছাদিক (صادق دعوت) উর্দূ ত্রৈমাসিক; প্রকাশস্থল : পাটনা, সম্পাদক মাওলানা আব্দুস সামী‘ মাদানী, প্রকাশকাল : জুন-আগস্ট ১৯৮৭ খৃঃ। এই পত্রিকায় ধর্মীয়, সাহিত্যিক, গবেষণামূলক ও রাজনৈতিক প্রবন্ধসমূহ প্রকাশিত হয়। এছাড়া ‘আক্বওয়ালে যর্রীঁ’, ‘গুলদাস্তায়ে আশ‘আর’, ‘গুলযারে তাবাসসুম’ শিরোনামে প্রবন্ধমালা এবং কবিতা ও গযল প্রভৃতি প্রকাশিত হয়।

২৭. রাহে ইতিদাল (اعتدال راه) উর্দূ মাসিক; প্রকাশস্থল : ওমরাবাদ, মাদ্রাজ; সম্পাদক মাওলানা আবুল বায়ান হাম্মাদ উমারী, প্রকাশকাল : জানুয়ারী ১৯৯১ খৃঃ। এই পত্রিকায় ধর্মীয়, সংস্কারমূলক এবং সামাজিক প্রবন্ধমালা প্রকাশিত হয় এবং শেষ পৃষ্ঠাগুলিতে সংগঠন সংবাদও থাকে। এই পত্রিকাটি জামে‘আ দারুস সালাম, ওমরাবাদ-এর পুরাতন ছাত্রদের মুখপত্র। এতে আধুনিক যুগের সমস্যাগুলির উপরে পর্যালোচনাও থাকে। এর কভারপেজে লেখা আছে قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي-   ‘তুমি বল এটাই আমার পথ। আমি ও আমার অনুসারীগণ ডাকি আল্লাহর দিকে জাগ্রত জ্ঞান সহকারে’ (ইউসুফ ১২/১০৮)। মার্চ ১৯৯২ থেকে এর সম্পাদক হিসাবে আছেন মাওলানা হাবীবুর রহমান আ‘যমী।

২৮. রাহে মনযিল (منزل راه) উর্দূ  সাপ্তাহিক; প্রকাশস্থল : জম্মু।

২৯. আর-রাহীক (الرحىق) উর্দূ মাসিক; প্রকাশস্থল : দিল্লী, সম্পাদক মাওলানা আবুল কালাম আহমাদ আছারী, প্রকাশকাল : জুলাই ১৯৮৯ মোতাবেক যিলহজ্জ ১৪০৯ হিঃ। এই পত্রিকায় ধর্মীয়, সংস্কারমূলক এবং নৈতিক প্রবন্ধমালা প্রকাশিত হয়। সাথে সাথে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সমূহের উপর পর্যালোচনা থাকে।

৩০. আস-সালসাবীল (السلسبىل)  মালয়ালম দৈনিক; প্রকাশস্থল : কেরালা, সম্পাদক শায়খ ওমর আহমাদ মালাবারী; প্রকাশকাল অজ্ঞাত। এটি একটি রাজনৈতিক পত্রিকা। এতে স্বদেশ ও বিদেশের খবরাবর প্রকাশিত হয়।

৩১. আস-সালসাবীল (السلسبىل) মালয়ালম পাক্ষিক; প্রকাশস্থল : কেরালা, সম্পাদক শায়খ ওমর আহমাদ মালাবারী; প্রকাশকাল : অজ্ঞাত। এটি একটি ধর্মীয় পত্রিকা। এর উদ্দেশ্য কুরআন ও সুন্নাহ এবং বিগত সালাফী বিদ্বানদের শিক্ষাসমূহকে জনসাধারণের কাছে উপস্থাপন করা।

৩২. আশ-শাবাব (الشباب) মালয়ালম সাপ্তাহিক; প্রকাশস্থল : কালিকট, কেরালা; সম্পাদক শায়খ আব্দুর রাযযাক আস-সুল্লামী, প্রকাশকাল : অজ্ঞাত। এই পত্রিকাটি ‘ইতিহাদুশ শুববান আল-মুজাহিদীন’ কেরালার মুখপত্র। এতে যুবকদের রুচি অনুযায়ী কুরআন ও হাদীছের আলোকে প্রবন্ধমালা প্রকাশিত হয়। এই পত্রিকাটি বিশেষভাবে আধুনিক শিক্ষা দ্বারা প্রভাবিত মুসলমানদেরকে ইসলামের সর্বোত্তম শিক্ষাভিমুখী করে।

৩৩. ছওতুল ইসলাম (الاسلام صوت) উর্দূ মাসিক; প্রকাশস্থল : জামে‘আ রহমানিয়া, কান্দেঅলী (কান্ডিভ্যালী), মুম্বাই; সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন ফায়যী, প্রকাশকাল আগস্ট ১৯৮৭। এই পত্রিকায় ধর্মীয়, সংস্কারমূলক ও সামাজিক প্রবন্ধমালা প্রকাশিত হয় এবং এর শেষ পৃষ্ঠাগুলিতে সংগঠন সংবাদও থাকে।                             (ক্রমশঃ)

[লেখক : সাবেক শায়খুল জামেআহ, জামেআ সালাফিইয়াহ, বেনারস, ভারত। অনুবাদক : গবেষণা সহকারী, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ এবং ভাইস প্রিন্সিপাল, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী]


[1]বর্তমানে এর প্রধান সম্পাদক মারকাযী জমঈয়তের সেক্রেটারী জেনারেল আছগার আলী ইমাম মাহদী সালাফী ।-অনুবাদক।



বিষয়সমূহ: সমাজ-সংস্কার
আরও