সংগঠন সংবাদ
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 933 বার পঠিত
নওদাপাড়া, রাজশাহী ১২-১৪ই এপ্রিল বুধবার-শুক্রবার : অদ্য বাদ ফজর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর পূর্ব পার্শ্বস্থ ভবনে ৩ দিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুররুল হুদা, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম।
অন্যান্য সাংগঠনিক রিপোর্ট
(১) লালজুম্মা, জলঢাকা, নীলফামারী পূর্ব, ২৫শে এপ্রিল’১৭ মঙ্গলবার :
অদ্য সকাল ১০-টায় দক্ষিণ গয়াবাড়ী লালজুম্মা আহলেহাদীছ জামে মসজিদে নীলফামারী পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আশরাফ আলীর সভাপত্বিতে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(২) বাড়াইপাড়া, নীলফামারী সদর, নীলফামারী পশ্চিম, ২৬শে এপ্রিল’১৭ বুধবার :
অদ্য সকাল ১০-টায় দক্ষিণ গয়াবাড়ী লালজুম্মা আহলেহাদীছ জামে মসজিদে নীলফামারী পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ওয়ালিউল ইসলামের সভাপত্বিতে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(৩) কুলানিয়া, পাবনা সদর, পাবনা ২০শে এপ্রিল’১৭ বৃহস্পতিবার :
অদ্য বাদ মাগরিব কুলানিয়া আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি বেলালুদ্দীনের সভাপত্বিতে উক্ত সুধী সমাবেশে ‘আন্দোলন’, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক মাওলানা দুরুল হুদা ও ইহসান ইলাহী যহীর প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’ সংগঠনের বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(৪) চরমিরকামারী ঈশ্বরদী, পাবনা ২১শে এপ্রিল’১৭ শুক্রবার :
অদ্য বাদ জুম‘আ চরমিরকামারী (পশ্চিম দাইড়পাড়া) আহলেহাদীছ আত-তাক্বওয়া জামে মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাসানের সভাপত্বিতে উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আরীফুল ইসলাম, ঈশ্বরদী উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি ছিদ্দীকুর রহমান, সেক্রেটারী যহূরুল ইসলাম প্রমুখ।
(৫) গোবরচাকা, সোমাডাঙ্গা, খুলনা ২৪ শে এপ্রিল’১৭ সোমবার:
অদ্য বাদ আছর গোবরচাকা আহলেহাদীছ জামে মসজিদে খুলনা সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত দায়িত্বশীল প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী, সেক্রেটারী মোযাম্মেল হক্ব, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মুকীত মোল্লা প্রমুখ।
(৬) কালদিয়া, গোটাপাড়া, বাগেরহাট ২৫শে এপ্রিল ‘১৭ মঙ্গলবার :
অদ্য বাদ যোহর আল-মারকাযুল ইসলামী কালদিয়া মাদরাসা মিলনায়তনে যেলা ‘যুবসংঘ’-এর কমিটি পুনর্গঠন করা হয়। উক্ত পুনর্গঠন অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। আরো উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের ঢালী। উক্ত অনুষ্ঠানে আব্দুল্লাহকে সভাপতি ও হারূনুর রশীদকে সাধারণ সম্পাদক করে যেলা যুবসংঘের কমিটি পুনর্গঠন করা হয়।
(৭) সোহাগদল পঞ্চায়েত বাড়ী, নেছারাবাদ (স্বরূপকাঠী) পিরোজপুর ২৬ শে এপ্রিল’১৭ বুধবার :
অদ্য বাদ মাগরিব দারুস সালাম আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাস্টার শাহ আলম ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি তাওহীদুল ইসলাম ও প্রচার সম্পাদক চাঁন মিয়া সহ স্থানীয় গন্যমান্য ও পার্শ্ববর্তী এলাকা থেকে আগত মুছল্লীবৃন্দ।
(৮) উযিরপুর, বরিশাল ২৭ শে এপ্রিল ‘১৭ বৃহস্পতিবার :
অদ্য বাদ আছর দক্ষিণ মাদারশী আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলদের নিয়ে এক প্রশিক্ষণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইবরাহীম কাওছার সালাফী ও সাধারণ সম্পাদক মুস্তাফীযুর রহমান।
(৯) সাড়ে সাতরশি, ফরিদপুর সদর, ফরিদপুর, ২৮শে এপ্রিল ‘১৭ শুক্রবার :
অদ্য বাদ জুম‘আ সাড়ে সাতরশি সৈয়দ মঞ্জিলস্থ আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি জনাব আব্দুছ ছামাদ, সাধারণ সম্পাদক নু‘মান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ ফযলুল হক্ব প্রমুখ ।
(১০) পিরুজালী, গাযীপুর, ০৬ই মে‘১৭ শনিবার :
অদ্য বাদ মাগরিব পিরুযালী সড়কঘাট বাযার আহলেহাদীছ জামে মসজিদে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। গাযীপুর যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শরিফুল ইসলামের সভাপত্বিতে উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম সাবেক সহ-সভাপতি ‘যুবসংঘ’-এর গাযীপুর যেলা, আলহাজ্জ আব্দুস সাত্তার ও মীযানুর রহমান দফতর সম্পাদক গাযীপুর যেলা।
(১১) পাটুলীপাড়া, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল ৭ই মে’১৭ রবিবার :
অদ্য বাদ আছর ভবানীপুর পাটুলীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’র যেলা দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলন’-এর সভাপতি জনাব ওয়াজেদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন।
(১২) কাঞ্চন বাযার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ ২১শে এপ্রিল’১৭ শুক্রবার :
অদ্য বাদ আছর কাঞ্চন উত্তর বাযার আহলেহাদীছ জামে মসজিদের উদ্যোগে এক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা আন্দোলনের সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা সম্পাদক মুস্তাফিযুর রহমান সোহেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্নস্তরের দায়িত্বশীলবৃন্দ। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চট্টগ্রাম
(১৩) উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম সদর, চট্টগ্রাম ২৮শে এপ্রিল’১৭ শুক্রবার :
অদ্য বাদ জুম‘আ উত্তর পতেঙ্গা বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে চট্টগ্রাম যেলা ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলদের নিয়ে এক প্রশিক্ষণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামে যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ শামীম আহমাদ ও সংগঠনের বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(১৪) পাহাড়তলী, ক∙বাজার সদর, ক∙বাজার ২৯শে এপ্রিল’১৭ শনিবার :
অদ্য বাদ মাগরিব পাহাড়তলী আহলেহাদীছ জামে মসজিদে ক∙বাযার যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক∙বাযার যেলা ‘আন্দোলন’-এর কোটাখালী শাখার সভাপতি মুখতার আহমাদ ও সংগঠনের বিভিন্নস্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
(১৫) জামদই, মান্দা, নওগাঁ ৪ঠা এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নওগাঁ যেলার মান্দা থানাধীন জামদই ও বৈলশিং এলাকার যৌথ উদ্যোগে স্থানীয় বৈদ্যপুর ফুটবল ময়দানে এলাকা সম্মেলন অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার ও ছাত্র বিষয়ক সম্পাদক এহসান এলাহী যহীর। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ঢাকার মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল (পাবনা), যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হোসাইন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম ও প্রচার সম্পাদক আফযাল হোসাইন প্রমুখ। সম্মেলনে ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ এনামুল হক।
(১৬) পাঁচদোনা, নরসিংদী ১লা মে সোমবার : অদ্য সকাল ১০-টায় যেলার পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমীনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথি কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দীন, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক এহসান এলাহী যহীর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুস্তাফীযুর রহমান সোহেল ও নরসিংদী যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক ইকবাল কবীর ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।