সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 1578 বার পঠিত

 কুরআন বিষয়ক

১। ‘কুরআন’ শব্দের আভিধানিক অর্থ কি?

উত্তর : পাঠগ্রন্থ, পঠিত।

২। ‘কুরআন’ কাদের ধর্মগ্রন্থ?

উত্তর : সমগ্র মানবজাতির।

৩। মহা পবিত্র ‘কুরআন’ কার উপর অবতীর্ণ হয়?

উত্তর : হযরত মুহাম্মাদ (ছাঃ)-এর উপর।

৪। মহা পবিত্র ‘কুরআন’ প্রথম কোথায় অবতীর্ণ হয়?

উত্তর : হেরা পর্বতে।

৫। কুরআনের প্রথম সূরা কোনটি?

উত্তর : সূরা আলাক্ব।

৬। কুরআনের শেষ সূরা কোনটি?

উত্তর : সূরা তাওবা।

৭। কুরআন প্রথম সূরা কোথায় অবতীর্ণ হয়?

উত্তর : মক্কায়।

৮। কুরআনের শেষ সূরা কোথায় অবতীর্ণ হয়?

উত্তর : মক্কায় (সূরাটি মাদানী; যেহেতু হিজরতের পরে নাযিল হয়েছে)।

৯। কুরআনের আয়াত কত প্রকার ও কি কি?

উত্তর : দু’প্রকার। মুহকামাত মুতাশাবিহাত।

১০। কুরআনে মোট কতগুলি সূরা আছে?

উত্তর : ১১৪টি।

১১। কুরআনে কত সংখ্যক আয়াত আছে?

উত্তর : ৬২০৪-৬২৩৬টি ।

১২। কুরআনের মোট পারা (অংশ) আছে?

উত্তর : ৩০ পারা।

১৩। মক্কায় কয়টি সূরা অবতীর্ণ হয়?

উত্তর : ৮৮টি।

১৪। মদিনায় কয়টি সূরা অবতীর্ণ হয়?

উত্তর : ২৬টি।

১৫। কুরআনে মোট রুকূ‘র সংখ্যা কত?

উত্তর : ৫৪০টি।

১৬। কুরআনে  মোট কয়টি ‘মনযিল’ আছে?

উত্তর : ৭টি।

১৭। কুরআনে মোট শব্দ সংখ্যা কত?

উত্তর : ৮৬,৪৩০ টি।

১৮। কুরআনে মোট অক্ষর সংখ্যা কত?

উত্তর : ৩,২৩,৭৬০টি।

১৯। কুরআনে মোট যবর সংখ্যা কত?

উত্তর : ৫৩,২২৩টি।

২০। কুরআনে মোট যের সংখ্যা কত?

উত্তর : ৩৯,৫৮২টি।

২১। কুরআনে পেশ সংখ্যা কত?

উত্তর : ৮,৮৫৪টি।

২২। কুরআনে মদ সংখ্যা কত?

উত্তর : ১৭৭১টি।

২৩। কুরআনে তাশদীদ সংখ্যা কত?

উত্তর : ১২৭৪টি।

২৪। কুরআনে নুক্বতা সংখ্যা কত?

উত্তর : ১,০৫৬৪৮টি।

২৫. কুরআনের সবচেয়ে বড় সূরা কোনটি?

উত্তর : সূরা বাক্বারাহ।

২৬. কুরআনে সবচেয়ে ছোট সূরা কোনটি?

উত্তর : সূরা কাওছার।

২৭. কুরআন কত হরফে (কতভাবে) নাযিল হয়েছে?

উত্তর : ৭ হরফে।

২৮. কুরআন অবতীর্ণ হয় কত হিজরীতে?

উত্তর : ১১ হিজরীতে।

২৯। কুরআনে দু’বার করে বলা হয়েছে এমন আয়াত কতগুলি?

উত্তর : ২৭৭৫টি।

৩০। কুরআনে ছালাতের কথা কতবার এসেছে?

উত্তর : ৮২ বার।

৩১। কুরআনে ‘কুরআন’ শব্দটি কতবার আছে?

উত্তর : ৬১ বার।

৩২। কুরআনে ‘মুহাম্মাদ’ (ছাঃ) শব্দ কত জায়গায় আছে?

উত্তর : ৪ জায়গায় (আলে ইমরান ৩/১৪৪; মুহাম্মাদ ৪৭/২; ফাতহ ৪৮/২৯; আহযাব ৩৩/৪০)।

৩৩। কুরআনে ‘আহমাদ’ শব্দ কতবার আছে?

উত্তর : ১বার (সূরা আছ-ছফ্ ৬১/৬)

৩৪। নবীদের নামে সূরা কয়টি আছে?

উত্তর : ৬টি সূরা (ইউনুস, হুদ, ইফসুফ, ইবরাহীম, নূহ, মুহাম্মাদ)।

৩৫। কুরআনে (বিসমিল্লাহির রহমা-নির রহীম) কতবার আছে?

উত্তর : ১৪৪ বার।

৩৬। কুরআনে যাকাতের কথা কতবার  আছে?

উত্তর : ৮২ বার।

৩৭। কুরআনে ছিয়ামের কথা কতবার আছে?

উত্তর : ২৬ বার।

৩৮। কুরআনে ‘হজ্জ’ এর কথা কতবার আছে?

উত্তর : ১০২ বার।

৩৯। ছালাতের সঙ্গে যাকাতের কথা কুরআনে কতবার আছে?

উত্তর : ৩৭ বার।

৪০। কুরআনে সিজদার আয়াত কতটি?

উত্তর : ১৪টি (ইমাম শাফেঈ (রহঃ) -এর মতে ১৫টি)।

৪১। কুরআনে ‘ইমাম’ শব্দটি কতবার আছে?

উত্তর : ১২বার।

৪২। কুরআনে জিহাদের কথা কতবার আছে?

উত্তর : ৬৮ বার।

৪৩। কুরআনে ‘সূরা’ শব্দটি কতবার আছে?

উত্তর : ৭বার।

৪৪। কুরআনে কতজন নবী-রাসূলের নাম উল্লেখ আছে?

উত্তর : ২৫ জন।

৪৫। কুরআনে কতটি মসজিদের নাম আছে?

উত্তর : মসজিদুল হারাম (মক্কা), মসজিদুল আকসা (জেরুজালেম), মসজিদে যেরার (মদিনা), মসজিদে কুবা (মদিনা) ও মসজিদে নববী (মদিনা)।

৪৬। কুরআনে ‘ফাসেক্ব’ শব্দ কতবার আছে?

উত্তর : ৫৪বার।

৪৭। কুরআনে ‘ফাজের’ শব্দ কতবার আছে?

উত্তর : ১৪বার।

৪৮। কুরআনে ‘দ্বীন’ শব্দ কতবার আছে?

উত্তর : ৮৯ বার।

৪৯। কুরআনে ‘রব’ শব্দ কতবার আছে?

উত্তর : ৯৭৮বার।

৫০। কুরআনে ‘ফুরক্বান’ শব্দ কতবার আছে?

উত্তর : ৭বার।

৫১। কুরআনে ‘আল-হুদা’ শব্দ কতবার আছে?

উত্তর : ৭৯ বার।

৫২। কুরআনে যিকর শব্দ কতবার আছে?

উত্তর : ১২।

৫৩। কুরআনে একটি আয়াত সর্বাধিকবার ব্যবহার হয়েছে, সেটি কি এবং কতবার?

উত্তর : সূরা রহমান ফাবি আইয়ি আলা ই রবিবকুমা তুকাযি্যবান’। ৩১বার।

৫৪। কুরআনে হাকীম শব্দ কতবার আছে?

উত্তর : ৯৭বার

৫৫। কুরআনে ‘অহী’ শব্দ কতবার আছে?

উত্তর : ৭৮বার।

৫৬। কুরআনে ‘নূর’ শব্দ কতবার আছে?

উত্তর : ৩৩ বার।

৫৭। কুরআনে কতজন ফিরিশতার নাম রাখা হয়েছে?

উত্তর : ৪ জন। জিবরাইল, মিকাইল, হারুত ও মারুত (আঃ)।

৫৮। কুরআন সহজে তেলাওয়াতের উদ্দেশ্যে ‘পারা’ ব্যবহার হয় কত হিজরীতে?

উত্তর : ৭৫ হিজরীতে।

৫৯। কুরআনে হরকত (যবর, যের, পেশ) ব্যবহার হয় কত হিজরীতে?

উত্তর : ৮৬ হিজরীতে।

৬০। কুরআনে কোন নবীর নাম সর্বাধিক বলা হয়েছে?

উত্তর : হযরত মূসা (আঃ)-এর নাম (১৩৫বার)।

৬১। কুরআনে একমাত্র কোন ছাহাবীর নাম উল্লেখ আছে?

উত্তর : হযরত যায়েদ বিন হারেছা (রাঃ)-এর।

৬২। কুরআনে নবী (ছাঃ)এর কোন আত্মীয়ের নাম উল্লেখ আছে?

উত্তর : চাচা আবু লাহাব।

৬৩। কুরআনে কোন সূরার শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ নেই।

উত্তর : তাওবাহ।

৬৪। কুরআনে কোন সূরায় দু’বার ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ আছে?

উত্তর : সূরা নামলে /৩১।

৬৫। কুরআনে ‘বিনাযুদ্ধে জয়’ কোন ঘটনাকে বলা হয়েছে?

উত্তর :  হোদায়বিয়ার সন্ধিকে।

৬৬। কুরআনে কোন সূরায় ‘হোদায়বিয়ার সন্ধির’ কথা বলা হয়েছে?

উত্তর : সূরা আল-ফাতাহ।

৬৭। কুরআনের জননী বলা হয় কাকে?

উত্তর : সূরা ফাতেহাকে।

৬৮। কুরআনে ‘আয়াতের সর্দার’ বলা হয় কাকে?

উত্তর : আয়াতুল কুরসীকে।

৬৯। কুরআনে কোন সূরায় মিম অক্ষর নেই?

উত্তর : কাউসার।

৭০। কুরআনে কোন সূরায় ‘ফা’ অক্ষর নেই?

উত্তর : সূরা ফাতেহা।

৭১। কুরআনের কোন কাহিনী ‘আহসানুল ক্বাছাছ’ (উত্তম কাহিনী) নামে অভিহিত হয়েছে?

উত্তর : হযরত ইফসুফ (আঃ)-এর কাহিনীকে।

৭২। কুরআনে কয়টি পাহাড়ের নাম আছে?

উত্তর : ৫টি; তূর, সাফা, মারওয়া, আরাফাহ, জুদী।

৭৩। কুরআনের বৃহত্তম আয়াত কোনটি?

উত্তর : বাক্বারাহ ২/২৮২ নং আয়াত।

৭৪। কুরআনে সর্বকনিষ্ঠ আয়াত কি?

উত্তর : সূরা আর-রহমান ৫৫/৬৪ নং আয়াত।

৭৫। কুরআনের কোন সূরায় ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ শব্দ ব্যবহার হয়েছে?

উত্তর : আহযাব ৩৩/৪০।

৭৬। কুরআনের কোন সূরায় একটি আয়াতে সর্বাধিক ‘মীম’ আছে?

উত্তর : সূরা হাজ্জ্বে।

৭৭। কুরআনে কোন সূরায় একটি আয়াতেই এক রুকু?

উত্তর : সূরা মুযযাম্মিল ৭৩/২০ নং আয়াত।

৭৮। কুরআনের কোন সূরাকে ‘ দো‘আ বা প্রার্থনার সূরা বলা হয়?

উত্তর : সূরা ফাতেহাকে।

৭৯। কুরআনে মদীনাকে কি নামে উল্লেখ করা হয়েছে?

উত্তর : ইয়াছরিব (আহযাব ৩৩/১৩)

৮০। কুরআনে জিবরাইল (আঃ)- কে কি নামে ডাকা হয়েছে?

উত্তর : রুহুল আমীন, রুহুল কুদুস।



বিষয়সমূহ: সাধারণ জ্ঞান
আরও