সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 1033 বার পঠিত

১. কত তারিখে ক্বওমী মাদরাসার (দাওরায়ে হাদীছকে) সর্বোচ্চ সনদকে সাধারণ সণাতকোত্তর ডিগ্রীর স্বীকৃতি দেয়া হয়? উত্তর : ১১ই এপ্রিল‘১৭।

২. ঢাকায় পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর কোন কোন ইমাম আসেন?

উত্তর : মসজিদুল হারামের ড. শায়খ মুহাম্মাদ বিন  নাসের আল খুযাইম এবং মসজিদে নববীর খতীব ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মাদ আল কাসিম।

৩. বর্তমানে চামড়াশিল্প নগরী কোথায় অবস্থিত?

উত্তর : সাভার।

৪. নিচের কোন জায়গায় জমির সামাজিক মালিকানা নেই?

উত্তর : চট্টগ্রাম ।

৫. বর্তমানে দেশে কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? উত্তর : ৩৯ টি।

৬. বর্তমানে দেশে সরকারী মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তর : ৩টি।

৭. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে?

উত্তর : অধ্যাপক ডা. মাসুম হাবিব।

৮. বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা ও সমিতি ও সংগঠনের কথা বলা হয়েছে?

উত্তর : ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে ও ৩৮ অনুচ্ছেদে।

৯. প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? উত্তর : প্রধান বিচারপতির নিয়োগ দান।

১০. বাংলাদেশের কোন যেলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তের মধ্যে নয়? উত্তর : ক∙বাজার।

১১. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ শহর কোনটি?

উত্তর : ঢাকা।

১২. আবুল মনসুর আহমেদ কোথায়, কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : আবুল মনসুর আহমেদ ময়মনসিংহ জেলার ধানিখোলা গ্রামে ১৮৯৮ সালে জন্মগ্রহণ করে।

১৩. ৬ এপ্রিল ২০১৭ দেশের ৬৯তম পাসপোর্ট অফিস উদ্বোধন হয়?

উত্তর : বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

১৪. প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়?

উত্তর  পাবনা যেলার চাটমোহর উপযেলার হরিপুরে।

১৫. চর্যাপদের ইংরেজী অনুবাদকৃত বইয়ের নাম?

উত্তর : মিস্টিক পোয়েট্রি অব বাংলাদেশ।

১৬. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর : অগ্নিবীণা।

১৭. গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় কবে?

উত্তর : ২০১১ সালে।

১৮. মাইক্রোসফট ট্রান্সলেটর বাংলা ভাষা চালু হয় কবে?

উত্তর : ২০১৭ সালে।

১৯. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর : অষ্টম।

২০. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?

উত্তর : দুর্নীতি দমন কমিশন।



আরও