সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 1476 বার পঠিত
১. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিট্যান্স অর্জনে শীর্ষ দেশ কোনটি? উত্তর : ভারত।
২. ২ এপ্রিল ২০১৭ কোন দু’টি দেশ (IPU)-এর সদস্য লাভ করে?
উত্তর : ট্যুভাল ও আফ্রিকান প্রজাতন্ত্র।
৩. ৩ মার্চ ২০১৭ কোন দেশ (WCO)-এর ১৮১তম সদস্যপদ লাভ করে?
উত্তর : কসোভা।
৪. দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুর নাম কী?
উত্তর : ‘ঢোলা-সাদিয়া সেতু’ (ভারত)।
৫. ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) শহরটি যে জন্য বিখ্যাত?
উত্তর : বইমেলা।
৬. এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়?
উত্তরঃ কয়লা
৭. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র
৮. কৃত্রিম ডিম উৎপাদন ও বাজারজাতকারী দেশ কোনটি?
উত্তর : চীন, ২০০৪ সাল থেকে।
৯. যুক্তরাষ্ট্র কোন দেশে থেকে সর্বাধিক রপ্তানি করে?
উত্তর : কানাডা।
১০. যুক্তরাষ্ট্র কোন দেশে থেকে সর্বাধিক আমদানী করে?
উত্তর : চীন
১১. জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত কে?
উত্তর : মালালা ইউসুফজাঈ, পাকিস্থান।
১২. কোন দেশ ধর্মীয় অসহিষ্ণুতায় শীর্ষ?
উত্তর : সিরিয়া।
১৩. বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১৪. কোন দেশে বিদ্যুৎবিহীন জনগোষ্ঠেী বেশী?
উত্তর : ভারত।
১৫. ভারতের কোন রাজ্যে গরু যবায়ের শাস্তি যাবজ্জীবন?
উত্তর : গুজরাটে।
২২. Dreams From My Father বইটির লেখক কে?
উত্তর : বারাক ওবামা।
১৭. কত তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্পের হোয়াইট হাউসে পদার্পণের ১০০তম দিন পূর্তি হয়?
উত্তর : ২৯শে এপ্রিল‘১৭।
১৮. সোমালিয়ার নতুন প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : মুহাম্মাদ আব্দুল্লাহ মুহাম্মাদ।
১৯. কোন দেশের প্রেসিডেন্ট নিজের দেশকে যুদ্ধকবলিত অঞ্চল ঘোষণা করে? উত্তর : সোমালিয়া।
২০. জিব্রাল্টার দ্বীপের আয়তন কত? উত্তর : আড়াই বর্গমাইল।
২১. ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ কোনটি?
উত্তর : তুরস্ক।