তাবলীগী সভা

তাওহীদের ডাক ডেস্ক 571 বার পঠিত

নামোশংকরবাটি, চাঁপাই নবাবগঞ্জ ২৫শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় যেলার সদর উপযেলাধীন নামোশংকরবাটি বড়িপাড়া আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ সদর উপযেলার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ইয়াসীন আলী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, সদর উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ওবায়দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সদর উপযেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক এমদাদুল হক।

ডাকবাংলা, ঝিনাইদহ. ১৪ই মে মঙ্গলবার : অদ্য সকাল ১১-টায় যেলার সদর থানাধীন ডাকবাংলা বাযার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঝিনাইদহ যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল­াহ আল-মামূন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম ও সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুজাহিদুর রহমান।

চুয়াডাঙ্গা, ১৫ই মে বুধবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন বাষট্টি আড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল­াহ আল-মামূন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ রবীউল ইসলাম ও সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুজাহিদুর রহমান।

পাবনা, ১৬ই মে বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পাবনা যেলার উদ্যোগে যেলার সদর থানাধীন কুলুনিয়া পশ্চিম পাড়া আহলেহাদীছ জামে মসজিদে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর।

টাঙ্গাইল, ১৬ই মে বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলা সদরের উপকণ্ঠে ভবানীপুর-পাতুলী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ টাঙ্গাইল যেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল­াহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল­াহ আল-মামূন।

ছোট বেলাইল, বগুড়া, ১৮ই মে শনিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে যেলার সদর থানাধীন ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে দায়িত্বশীল প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর ভারপ্রাপ্ত সভাপতি হাফেয মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ।

ফুলবাড়ী, দিনাজপুর, ১৯শে মে রবিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে ফুলবাড়ী থানাধীন নিমতলা রাবিয়া কমিউনিটি সেন্টারে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল ওয়াহ্হাব শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর।

বিরল, দিনাজপুর, ২০শে মে সোমবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে বিরল বায়তুন নূর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আকবার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর।

সিলেট, ২১শে মে মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় যেলার জৈন্তাপুর থানাধীন সেনগ্রাম মুহাম্মাদিয়া মাদ্রাসায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সিলেট যেলার উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফায়যুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।

শোলক, উযীরপুর, বরিশাল, ২৪শে মে শুক্রবার : অদ্য বাদ আছর যেলার উযীরপুর থানাধীন শোলক বাযার সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরিশাল-পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইব্রাহীম কাওছার সালাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ।

কুলাউড়া, মৌলভী বাজার, ২৪শে মে শুক্রবার : অদ্য বাদ জুম‘আ যেলার কুলাউড়া থানাধীন দক্ষিণ মাগুরাপাড়া মসজিদ আত-তাক্বওয়ায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মৌলভী বাজার যেলার উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ছাদেকুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল­াহ ছাকিব ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম।

বরগুনা, ২৫শে মে শনিবার : অদ্য বেলা ৩-টায় যেলা শহরের কোরক আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বরগুনা যেলার উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মেজর (অবঃ) আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর আহবায়ক ডাঃ এ এইচ যাকির খান, যুগ্ম-আহবায়ক যাকির মোল্ল­া ও অত্র মসজিদের ইমাম ছগীরুল আলম প্রমুখ।

সোহাগদল, পিরোজপুর, ২৬শে মে রবিবার : অদ্য বাদ আছর যেলার স্বরূপকাঠি থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ পিরোজপুর যেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাহবূব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ।

কেশরহাট, মোহনপুর, রাজশাহী, ১৪ই মে মঙ্গলবার : অদ্য বাদ আছর যেলার মোহনপুর থানাধীন কেশরহাট আহলেহাদীছ জামে মসজিদে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ শিক্ষক ও ওলামা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা দুররুল হুদা ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। আল-‘আওন-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার। উক্ত তাবলীগী ইজতেমায় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর সাংগঠনিক যেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল হুদা বিন আব্দুল্লাহ। মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা ময়েজ উদ্দীন, প্রচার সম্পাদক বেলালুদ্দীন, অর্থ সম্পাদক মুজীবুর রহমান ও রাজশাহী পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মতীউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আফাযুদ্দীন।

ছোটবেলাইল, বগুড়া, ১৮ই মে শনিবার : অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে সদর থানাধীন ছোটবেলাইল আহলেহাদীছ জামে মসজিদে দায়িত্বশীল প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর ভারপ্রাপ্ত সভাপতি হাফেয মাওলানা মুখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর ও ‘সোনামণি’-এর কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত করেন হাফেয মাওলানা ওমর ফারূক, মুহতামীম মাদ্রাসাতুল হাদীছ, সাবগ্রাম, বগুড়া এবং ইসলামী জাগরণী পরিবেশন করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আল-আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবূবকর, প্রভাষক, দূর্গাহাটা ডিগ্রী কলেজ, গাবতলী, বগুড়া, যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ছহীমুদ্দীন গামা ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আল-আমীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা আন্দোলন’-এর সমাজকল্যাণ সম্পাদক রফীকুল ইসলাম। উক্ত প্রশিক্ষণের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুর রাযযাক।

ফুলবাড়ী, দিনাজপুর ১৯ই মে ১৩ই রামাযান রবিবার :

অদ্য বাদ যোহর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দিনাজপুর পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে ফুলবাড়ী থানাধীন নিমতলার রাবিয়া কমিউনিটি সেন্টারে প্রশিক্ষণমূলক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে দুই অধিবেশনে পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত করেন যথাক্রমে যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা আব্দুল ওয়ারেছ ও ফুলবাড়ী উপযেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আব্দুল হালীম। ইসলামী জাগরণী পরিবেশন করেন দিনাজপুর পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক শো‘আইব। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুল ওয়াহ্হাব শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। উক্ত প্রশিক্ষণে স্বেচ্ছায় রক্তদান সংস্থা আল-‘আওন-এর পরিচিতি, ব্লাড গ্রুপিং ও ক্যাম্পেইন পরিচালনা করেন যথাক্রমে আল-‘আওন-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক আবুল বাশার। ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’ দিনাজপুর পূর্ব ও পশ্চিমের বিপুল সংখ্যক দায়িত্বশীল প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর যুব-বিষয়ক সম্পাদক শহীদুল আলম।

পার্বতীপুর, দিনাজপুর ২০ই মে সোমবার : অদ্য সকাল ১০-টায় ঝাড়ুয়ার ডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি সাজ্জাদ হোসাইন তুহীনের সভাপতিত্বে পরিচালিত উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াত করেন সাবিবর আহমাদ। পরিচিতি পর্ব শেষে প্রশিক্ষণ প্রদান করেন, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। উক্ত প্রশিক্ষণে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর যুব-বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম।

কানসাট, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ২৩শে মে বুধবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক যেলা কর্তৃক পরিচালিত আববাস বাযারস্থ ‘হাদীছ ফাউন্ডেশন রাইব্রেরী’র সৌজন্যে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াসীন আলী।

কাঞ্চন, নারায়ণগঞ্জ, ২০শে জুন বৃহঃবার : অদ্য বেলা ৯টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নারায়ণগঞ্জ সাংগঠনিক যেলার উদ্যোগে কাঞ্চনস্থ যেলা কার্যালয় এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক রবীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সহ-সভাপতি মুস্তাফিযুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও কেন্দ্রীয় শূরা সদস্য হুমায়ন কবীর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি শফীকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছফীউল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক ডা. নাঈমুর রহমান প্রমুখ। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন যেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

পাঁচদোনা, নরসিংদী, ২০শে জুন বৃহঃবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নরসিংদী সাংগঠনিক যেলার উদ্যোগে পাঁচদোনা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সহ-সভাপতি মুস্তাফিযুর রহমান সোহেল,  সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ, আন্দোলনের কেন্ত্রীয় শূরা সদস্য অধ্যাপক জালালুদ্দীন ও আহলেহাদীছ ইমাম ও ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি আমীনুদ্দীন প্রমুখ। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

জিরানী, সাভার, ঢাকা, ২১শে জুন শুক্রবার : অদ্য বেলা ১১টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে জিরানী পুকুরপাড় আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর আহবায়ক আলামীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সহ-সভাপতি মুস্তাফিযুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের দায়িত্বশীলবৃন্দ। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন সাভার উপযেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

মাদারটেক, ঢাকা, ২১শে জুন শুক্রবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঢাকা দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মারূফের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সহ-সভাপতি মুস্তাফিযুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ ও আহলেহাদীছ ইমাম ও ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি মুহাম্মাদ আহসান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ তাসলীম সরকার, সাবেক ঢাকা যেলা যুবসংঘ সভাপতি মুহাম্মাদ শফীকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল ওয়াদূদ প্রমুখ। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

মহিষখোচা, আদিতমারী, লামলমণিরহাট ২১শে জুন শুক্রবার : অদ্য সকাল ১০টা থেকে মহিষখোচা আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ লামলমণিরহাট যেলার উদ্যোগে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কুরআন তেলাওয়াত করেন মুহাম্মাদ সাইফুল ইসলাম। ইসলামী জাগরণী পরিবেশন করেন মুহাম্মাদ মোস্তফা। কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমান, সহ-সভাপতি মাওলানা মুন্তাযির রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম প্রমুখ। উক্ত যুবসমাবেশে উপস্থিত দায়িত্বশীলদের মধ্যে সংগঠন বিষয়ক প্রশ্নোত্তরের মাধ্যমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যাতে ১০ জনকে পুরষ্কৃত করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ-এর অর্থ সম্পাদক আলমগীর হোসাইন।

ডাকবাংলা, ঝিনাইদহ, ২৭শে জুন বৃহঃবার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ ঝিনাইদহ সাংগঠনিক যেলার উদ্যোগে ডাকবাংলা আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ফয়ছাল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি মাষ্টার ইয়াকূব আলী, যুবসংঘের কেন্দ্রীয় শূরা সদস্য হারুনুর রশীদ প্রমুখ। এছাড়া উক্ত সমাবেশে যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা এবং মাগুরা যেলা থেকে কর্মীরা উপস্থিত হন।

ষষ্ঠীতলা, যশোর, ২৮শে জুন শুক্রবার : অদ্য বেলা ১১টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর সাংগঠনিক যেলার উদ্যোগে শহরের ষষ্টীতলাস্থ আল্লাহর দান আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি হাফেয তরীকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আলতাফ হোসাইন, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ও দফতর সম্পাদক মুহাম্মাদ আজমাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি বজলুর রহমান, সহ-সভাপতি আবুল খায়ের প্রমুখ। এছাড়া উক্ত সমাবেশে যেলা আন্দোলন ও যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত হন।

বৃ-গরিলা, গুরুদাসপুর, নাটোর ৫ই জুলাই শুক্রবার : অদ্য সকাল ১০:৩০ থেকে ২:৩০ পর্যন্ত থেকে মহারাজপুর (বৃ-গরিলা) আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ নাটোর যেলার উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে কুরআন মাজীদ তেলাওয়াত করেন মুহাম্মাদ জুনায়েদ। ইসলামী জাগরণী পরিবেশন করেন আল-হেরা শিল্পীগোষ্ঠীর সদস্য মুহাম্মাদ কেরামত আলী (পাবনা)। উক্ত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী ও প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর। বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন নাটোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ড. মুহাম্মাদ আলী ও বগুড়া যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আল-আমীন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। মহারাজপুর শাখা ‘আন্দোলন’-এর সভাপতি আলহাজ্ব মুকাদ্দাস আলী সরদার, ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আতীউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক রাসেল রানা, দফতর সম্পাদক মুনীরুয্যামান প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন, বৃ-গরিলা শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ইয়াকুব আলী ও যেলা ‘আল-আওন’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মুহাম্মাদ আনোয়ার হোসাইন, সহ-সুপার, মহারাজপুর দাখিল মাদ্রাসা। উল্লেখ্য যে, যুবসমাবেশ উপলক্ষে সমাগত কেন্দ্রীয় মেহমানবৃন্দ, অতিথি ও যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর দায়িত্বশীলবৃন্দের মাধ্যমে পাশ্ববর্তী ৭টি জুম‘আর মসজিদে খুৎবা প্রদানের ব্যবস্থা করা হয়।

বড়কুড়া, কামারখন্দ, সিরাজগঞ্জ,  ৪ই জুলাই  বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিরাজগঞ্জ সাংগঠনিক যেলার উদ্যোগে বড়কুড়া আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মর্তুজা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা যুবসংঘে’র সভাপতি ওয়াসিম। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কালাই, জয়পুরহাট, ১ জুলাই সোমবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে কালাই পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি নাজমুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-মামূন । অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সভাপতি মাহজূযুর রহমান। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

দিনাজপুর পশ্চিম, ২১ জুলাই, শুক্রবার : অদ্য সকাল ৯-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর পশ্চিমু সাংগঠনিক যেলার উদ্যোগে দিনাজপুর প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোল’-এর সভাপতি আকবর আলীর- সভাপতিত্বে অনুষ্ঠিত যুবসমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আন্দোলনে’র দফতর সম্পাদক ড.  কাবীরুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও সোণামনির কেন্দ্রীয় সহপরিচালক রবীউল ইসলাম। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সাধারণ সম্পাদক আব্দুল মুমিন। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কালাই, জয়পুরহাট, ২৫শে রামাযান শুক্রবার  : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে শিকটা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মসজিদের খতীব মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিতন সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা আন্দোলনে’র সাধারণ সম্পাদক আব্দুল মুঈন। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

বাখরা, কালাই, জয়পুরহাট, ২৪শে রামাযান বৃহস্পতিবার  : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে বাখরা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুহাম্মাদ মুহসিনের সভাপতিত্বে অনুষ্ঠিতন সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুস্তাক আহমাদ। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কাশরা, পাঁচবিবি, জয়পুরহাট, ২১শে রামাযান সোমাবার  : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে কাশরা ফকিরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রেযওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা যুবসংঘে’র সভাপতি নাজমুল হক। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

থুপসার, কালাই, জয়পুরহাট, ১১ই রামাযান শুক্রবার  : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে থুপসারা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মুহাম্মাদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা যুবসংঘে’র সভাপতি নাজমুল হক। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

 কালাই, জয়পুরহাট, ৬ই রামাযান রবিবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে কাযীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম। অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা যুবসংঘে’র সভাপতি নাজমুল হক। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

কিশামাত, কেওয়াবাড়ী, পলাশবাড়ী, গাইবান্ধা ২৫ ই মে : অদ্য বাদ আছর যেলার কিশামাত, কেওয়াবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাইবান্ধা সাংগঠনিক যেলার উদ্যোগে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা যুবসংঘের সভাপতি মুহাম্মাদ রাশেদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে কুরআন তেলওয়াত করেন মুহাম্মাদ আব্দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহীল কাফী ও ‘যুবসংঘ’-এর যেলা সভাপতি আব্দুল্লাহ আল-মামূন। এছাড়া উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয় সভাপতি  আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর পিএইচ.ডি. ডিগ্রী লাভ

‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ও হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ-এর গবেষণা বিভাগের পরিচালক আহমাদ আব্দুল্লাহ ছাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন। গত ৫ই মে ২০১৯ তারিখে অনুষ্ঠিত রাবির ৪৯০তম সিন্ডিকেট সভায় তাঁর এই ডিগ্রি অনুমোদিত হয়। তাঁর পিএইচ.ডি. থিসিসের শিরোনাম ছিল ‘ইসলামী শরী‘আতে হাদীছের গুরুত্ব ও প্রামাণিকতা : একটি পর্যালোচনা’। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ রুহুল আমীন এবং পরীক্ষক ছিলেন আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সুন্নী থিওলজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ মাহবূবুর রহমান এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ আফায উদ্দীন। তিনি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর জ্যেষ্ঠ পুত্র। তিনি সকলের দো‘আপ্রার্থী।



বিষয়সমূহ: সংগঠন
আরও