সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 8993 বার পঠিত
১. প্রশ্ন: মূসা (আঃ)-এর উপরে ঈমান আনয়নকারিনী আছিয়াকে কে জগৎশ্রেষ্ঠ চারজন মহিলার মধ্যে শামিল করেছেন?
উত্তর : শেষ নবী মুহাম্মাদ (ছাঃ)।
২. প্রশ্ন : জগৎ শ্রেষ্ঠ চারজন মহিলা কে কে?
উত্তর: আছিয়া, মারিয়াম, খাদিজা, ফাতেমা।
৩. প্রশ্ন: বনু ইস্রাঈলদের ধর্মীয় বিধান কি ছিল?
ঊত্তর : সবাইকে বাধ্যতামূলকভাবে উপাসনালয়ে গিয়ে উপাসনা করা।
৪. প্রশ্ন : বিগত সকল নবীর ক্বিবলা কি ছিল?
উত্তর : কা‘বা গৃহ।
৫. প্রশ্ন : ফেরাঊনের বিরুদ্ধে মূসা ও হারূণের দো‘আ কত বছর পর কবুল করলেন?
উত্তর : অন্যূন্য বিশ বছর পর।
৬. প্রশ্ন : ফেরাঊন পৃথিবীতে কী হয়ে ঊঠেছিল?
উত্তর : উদ্ধত হয়ে উঠেছিল।
৭. প্রশ্ন : ফেরাঊনের মিসরকে কিসের দেশ বলা হয়?
উত্তর : পিরামিডের দেশ।
৮. প্রশ্ন : ফেরাঊন কি দাবী করেছিল?
উত্তর : আমিই তোমাদের সর্বোচ্চ পালনকর্তা।
৯. প্রশ্ন: মূসা (আঃ) কত বছর যাবত মিসরে অবস্থান করেন?
উত্তর : অন্যূন বিশ বছর।
১০ প্রশ্ন : আল্লাহ মূসা (আঃ)-কে প্রধান কয়টি মু‘জেযা দান করেন? উত্তর: ১০টি।
১১.প্রশ্ন : দুনিয়াতে প্রেরিত সকল এলাহী গযবের মূল উদ্দেশ্য কী থাকে?
উত্তর : মানুষের হেদায়াত।
১২. প্রশ্ন : সর্বপ্রথম অহংকারী ফেরাঊনী কওমের দুনিয়াবী কিসের ধ্বংসের গযব নেমে আসে?
উত্তর : জৌলুস ও সম্পদরাজি।
১৩. প্রশ্ন : মূসা (আঃ)-এর দো‘আ কবুল হওয়ার পর ফেরাঊনী সম্প্রদায়ের উপরে কীসের গযব নেমে আসে?
উত্তর : দুর্ভিক্ষের গযব নেমে আসে।
১৪ প্রশ্ন : কারা পাপী সম্প্রদায় ছিল?
উত্তর : ফেরাউন সম্প্রদায়।
১৫. প্রশ্ন : ফেরাউন সম্প্রদায়ের সর্বশেষ আযাব কী?
উত্তর : সাগরডুবি।
১৬. প্রশ্ন : জাদুকরদের সাথে পরীক্ষার পর মূসা (আঃ) কত বছরের মত মিসরে ছিলেন?
উত্তর : বিশ বছরের মত।
১৭. প্রশ্ন : রক্তের আযাব উঠিয়ে নিবার পরও যখন ওরা ঈমান আনলো না, তখন আল্লাহ ওদের উপরে কি প্রেরণ করেন ?
উত্তর :প্লেগ মহামারী গ্রেরণ করেন।
১৮. প্রশ্ন : প্লেগ মহামারীতে কত লোক মারা যায় ?
উত্তর : সত্তর হাযার লোক।
১৯. প্রশ্ন : কারা মহামারীকে জাদু বলে তাচ্ছিল্য করত?
উত্তর : জাহেল ও আত্মগর্বী নেতারা।
২০ প্রশ্ন : ডুবে মরা ফেরাউনের লাশ কত সালে পাওয়া যায়?
উত্তর : ১৯০৭ সালে ।
২১. প্রশ্ন : ফেরাঊনের লাশ কোন সাগরে পাওয়া যায়?
উত্তর : লোহিত সাগর সংলগ্ন তিক্ত হরদে।
২২. প্রশ্ন : হযরত ইয়াকূব (আঃ) এর কয়জন পু্&ত্র মিসরে এসেছিল?
উত্তর : বারো জন ।
২৩. প্রশ্ন : ফেরাউনের সময় মিসরে মুসলিম অধিবাসীর সংখ্যা কত ছিল?
উত্তর : ১০ থেকে ২০ শতাংশের মাঝামাঝি।
২৪. প্রশ্ন : বনী ইসা্রঈলের কয়টি গোত্র ছিল?
উত্তর : বারোটি।
২৫. প্রশ্ন : হিজরতের রাতে মুসা (আঃ)-এর মত জীবন-মরণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কে?
উত্তর : শেষ নবী মুহাম্মদ (ছাঃ)।
২৬. প্রশ্ন : বর্তমানে ফেরাউনের লাশ কোথায় সংরক্ষিত আছে?
উত্তর : মিসরের পিরামিডে।
২৭. প্রশ্ন : ফেরাঊনের সাগরডুবি ও মূসার মুক্তি লাভের এ অলৌকিক ঘটনাটি ঘটেছিল কখন?
উত্তর : ১০ই মুহাররম আশূরার দিন।
২৮. প্রশ্ন : কোন দিনের স্মরণে আল্লাহর শুকরিয়া স্বরূপ মূসা (আঃ) ও বনু ইস্রাঈলগণ এ দিনে প্রতি বছর নফল ছিয়াম পালন করেন?
উত্তর : আশূরার দিনে।
২৯. প্রশ্ন : জাহেলী আরবেও কোন ছিয়াম চালু ছিল?
উত্তর : আশূরার ছিয়াম।
৩০. প্রশ্ন : কখন রাসূলুল্লাহ (ছাঃ) আশূরার ছিয়াম রাখতেন?
উত্তর : নবুঅত পূর্বে কালে ও পরে।
৩১. প্রশ্ন : কত হিজরীতে রামাযানের ছিয়াম ফরয হওয়ার পূর্বে পর্যন্ত আশূরার ছিয়াম মুসলমানদের জন্য ফরজ ছিল?
উত্তর : ২রা হিজরীতে।
৩২. প্রশ্ন : কোন ছিয়ামের ফলে মুমিনের বিগত এক বছরের সকল ছগীরা গুনাহ মাফ হয়ে যাবে?
উত্তর : আশূরার ছিয়াম।
৩৩. প্রশ্ন : কেন‘আনে কাদের রাজত্ব ছিল?
উত্তর : আমালেক্বাদের রাজত্ব ।
৩৪. প্রশ্ন : কারা ছিল বিগত ‘আদ বংশের লোক?
উত্তর : আমালেক্বা ।
৩৫. প্রশ্ন : আদ বংশের লোক কী ছিল ?
উত্তর : বিশালদেহী ও দুর্ধর্ষ প্রকৃতির।