সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 1571 বার পঠিত
১. প্রশ্ন : ‘দি ফারমার্স ব্যাংক’ লিমিটেডের বর্তমান নাম কি?
উত্তর: পদ্মা ব্যাংক লিমিটেড।
২. প্রশ্ন : অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত হবে?
উত্তর : জুলাই ২০২০-জুন ২০২৫।
৩. প্রশ্ন : দেশের তৃতীয় ভৌগলিক নির্দেশক বা GI পণ্য কোনটি ? উত্তর : ক্ষীরশাপাতী আম।
৪. প্রশ্ন : ২৫ এপ্রিল ২০১৯ ঢাকা-রাজশাহী রুটে চালু বিরতিহীন ট্রেনের নাম কি? উত্তর : বনলতা এক্সপ্রেস।
৫. প্রশ্ন : জাতীয় ডেটা সেন্টার বা তথ্যভান্ডার কোথায় অবস্থিত? উত্তর : কালিয়াকৈর, গাযীপুর।
৬. প্রশ্ন : ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ড সংখ্যা কতটি ? উত্তর : ৩৩টি।
৭. প্রশ্ন : ইংলিশের ষষ্ঠ অভয়াশ্রম কোন যেলায় অবস্থিত?
উত্তর : বরগুনা।
৮. প্রশ্ন : বাংলাদেশে GOLDEN RICE বা ‘সোনালী ধান’-এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর : বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট (BRRI)।
৯. প্রশ্ন : বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? উত্তর : ৫৮টি।
১০. প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত ? উত্তর : ৪,৫৭১টি।
১১. প্রশ্ন : বর্তমানে দেশে পত্রিকার সংখ্যা কতটি ?
উত্তর : ৩,১১২টি। এর মধ্যে দৈনিক পত্রিকার সংখ্যা ১,২৪৮টি।
১২. প্রশ্ন : বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত প্রেসিডেন্ট কে ?
উত্তর : আনিশা ফারুক।
১৩. প্রশ্ন : প্লাষ্টিক দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম ? উত্তর : দশম।
১৪. প্রশ্ন : বর্তমানে দেশে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মোট ব্লক কতটি? উত্তর : ৪৮টি। এর মধ্যে স্থলভাগে ২২টি।
১৫. প্রশ্ন : বঙ্গোপসাগরে অবস্থিত গ্যাস ব্লক কতটি?
উত্তর : ২৬টি। এর মধ্যে ১১টি অগভীর পানির, যার গভীরতা ২০০ মিটার পর্যন্ত এবং ১৫টি গভীর পানির, যার গভীরতা ২০০ মিটারের বেশী।
১৬.প্রশ্ন : আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ সাল কোনটি?
উত্তর : ২০১৯।
১৭. প্রশ্ন : আউশে আবাদযোগ্য প্রথম হাইব্রিড জাতের ধানের নাম কি? উত্তর : জিবিকে হাইব্রিড ধান ২।
১৮. প্রশ্ন : ইঁদুরের ক্ষতিকর গনজাইলোনেমা শনাক্ত করেন কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ?
উত্তর : শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।
১৯. প্রশ্ন : বাংলাদেশের বিদ্যমান ভূমিকে বর্তমানে কতটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। উত্তর : ১৬টি।
২০. প্রশ্ন : ২০১৮-১৯ অর্থবছরে সাময়িক হিসাবে মাথাপিছু আয় কত? উত্তর : ১,৯০৯ মার্কিন ডলার।