সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 9763 বার পঠিত

১. প্রশ্ন : বৈশ্বিক পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : ইন্দোনেশিয়া ৪,১৫,০০,০০০ টন।

২. প্রশ্ন : পাম অয়েল আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : চতুর্থ। আমদানির পরিমাণ ১৬,৫০,০০০ টন।

৩. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম উদ্বাস্ত্ত শিবির কোথায় অবস্থিত?

উত্তর : কুতুপালং, কক্সবাজার, বাংলাদেশ।

৪. প্রশ্ন : জাপানে ১২৬তম সম্রাটের নাম কি?

উত্তর : নারুহিতো।

৫. প্রশ্ন : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের আল-লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা হয় কবে?

উত্তর : ১৫ই মার্চ ২০১৯।

৬. প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কততম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়?  উত্তর : ১৭তম।

৭. প্রশ্ন : কাজাখস্থানের রাজধানীর নতুন নাম কি?

উত্তর : নূরসুলতান।

৮. প্রশ্ন : যুক্তরাষ্ট্র ফিলিস্তীনের মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয় কবে?  উত্তর : ৪ই মার্চ ২০১৯।

৯. প্রশ্ন : বিশ্বের শীর্ষ কিছমিছ উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর: তুরস্ক।

১০. প্রশ্ন : ২০১৯ সালের বৈশ্বিক মেধা প্রতিযোগিতা সূচকে শীর্ষদেশ কোনটি?  উত্তর : সুইজারল্যান্ড।

১১. প্রশ্ন : অ্যালুমিনিয়াম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : চীন।

১২. প্রশ্ন : ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?  উত্তর : নবম।

১৩ . প্রশ্ন : বর্তমান ইস্পাত শিল্প প্রক্রিয়ার জনক কে?

উত্তর : স্যার হেনরি বেসিমির, ইংল্যান্ড।

১৪. প্রশ্ন :  বিশ্বের মোট জনসংখ্যা কত?

উত্তর : ৭৭১.৫০ কোটি।

১৫. প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যার বৃদ্ধির হার কম?  উত্তর : শ্রীলংকা। ০.৪%।

১৬. প্রশ্ন : ২০১৯ সালের সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর : নরওয়ে।

১৭. প্রশ্ন: বর্তমানে বিশ্বে কতটি বাংলাদেশের মিশন রয়েছে?

উত্তর: ৭৭টি।

১৮. প্রশ্ন : প্রথম উন্নত দেশ হিসাবে চীনের সিল্ক রোড প্রকল্পে যোগ দেয় কোন দেশ ?  উত্তর : ইতালি।

১৯. প্রশ্ন : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ইসলামী শরী‘আহ আইন কার্যকর করে কবে?

উত্তর : ৩রা এপ্রিল, ২০১৯।

২০. প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম লবন গুহার নাম কি ও কোথায় অবস্থিত ?  উত্তর : মালহ্যাম গুহা, যা ইস্রাইলে অবস্থিত।

২১. প্রশ্ন : বিশ্বের প্রথম আল-কুরআন পার্ক কোথায় অবস্থিত? উত্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত।



আরও