সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 802 বার পঠিত

১. কুষ্টিয়া-পূর্ব ২রা জুন ৬ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ঝিনাইদহ রোডস্থ রিযিয়া সা‘দ ইসলামিক সেন্টারের ৩য় তলায় কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার হাশিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য তরীকুয্যামান, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নান, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ প্রমুখ।

২. কালাই, জয়পুরহাট২রা জুন ৬ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কালাই জুম্মাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে জয়পুরহাট  যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মাহফূযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম আযাদ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাবীবুর রহমান। সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি নাজমুল হক।

৩. ধর্মদহ, দৌলতপুর, কুষ্টিয়া ৪ঠা জুন ৮ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর কুষ্টিয়া-পশ্চিম সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে ধর্মদহ মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ গোলাম যিল-কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য ও মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ তরীকুয্যামান, ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাষ্টার আমীরুল ইসলাম।

৪. বামুন্দী, মেহেরপুর ৬ই জুন ১০ই রামাযান মঙ্গলবার : অদ্য সকাল ১০-টায় বামুন্দী বাজার আহলেহাদীছ জামে মসজিদে মেহেরপুর যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ, সমাজ কল্যাণ সম্পদাক সা‘দ আহমাদ, ছাত্রবিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী রাজশাহীর ভাইস প্রিন্সিপাল নূরুল ইসলাম। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তরীকুয্যামান।

৫. বিরামপুর, দিনাজপুর ৮ই জুন ১২ই রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর ফাযিল মাদরাসা মিলনায়তনে ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও  বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব শাহ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’-এর কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

৬. মৈশালা, রাজবাড়ী ৮ই জুন ১২ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় মৈশালা আহলেহাদীছ জামে মসজিদে রাজবাড়ী যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মকবূল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাহারুল ইসলাম ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

৭. শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ ৮ই জুন ১২ই রামাযান বৃহস্পতিবার : অদ্য সকাল ১০-টায় যেলার শিবগঞ্জ থানাধীন কানসাট আববাস বাজার আহলেহাদীছ জামে মসজিদে চাঁপাইনবাবগঞ্জ-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী। সঞ্চালক যেলা ‘যুবসংঘে’র সভাপতি ইয়াসীন আলী।

৮. রহনপুর, চাঁপাই-উত্তর ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ ডাক বাংলাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে চাঁপাইনবাবগঞ্জ-উত্তর যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি আনোয়ার হোসাইন।

৯. বিরল, দিনাজপুর ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ যোহর যেলার বিরল বাজার আহলেহাদীছ জামে মসজিদে দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব তোফায্যল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

১০. কুমিল্লা ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বেলা ১১-টায় যেলা শহরের শাসনগাছাস্থ আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স জামে মসজিদে কুমিল্লা যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম আযাদ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আহমাদুল্লাহ।

১১. খোকশাবাড়ী, সিরাজগঞ্জ সদর ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ জুম‘আ খোকশাবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে সিরাজগঞ্জ যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুর্তাযার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য জনাব আব্দুর রহীম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি শামীম আহমাদ।

১২. নবীগঞ্জ, হবিগঞ্জ ৯ই জুন ১৩ই রামাযান শুক্রবার : অদ্য বাদ আছর হবিগঞ্জ যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে নবীগঞ্জ থানা সদরের পার্শ্ববর্তী গেন্দা আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মামূনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর।

১৩. মেকিয়ারকান্দা, ধোবাউড়া, ময়মনসিংহ ১০ই জুন ১৪ই রামাযান শনিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-উত্তর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে মেকিয়ারকান্দা বাজার আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক আব্দুল আযীযের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুযযামান বিন আব্দুল বারী, ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও মাওলানা মোখলেছুর রহমান (নওগাঁ)।

১৪. কক্সবাজার ১০ই জুন ১৪ই রামাযান শনিবার : অদ্য বাদ আছর যেলা শহরের পাহাড়তলী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কক্সবাজার যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম।

১৫. সাঘাটা, গাইবান্ধা ১১ই জুন ১৫ই রামাযান রবিবার : অদ্য বাদ যোহর সাঘাটা ডিগ্রী কলেজ মাঠ আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা-পূর্ব সাংগঠনিক যেলার ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা ফযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম।

১৬. অলহরী, ত্রিশাল, ময়মনসিংহ ১১ই জুন ১৫ই রামাযান  রবিবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ময়মনসিংহ-দক্ষিণ সাংগঠনিক যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে যেলার ত্রিশাল থানাধীন অলহরী খারহর আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডা. আব্দুল কাদের -এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে  কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোখলেছুর রহমান (নওগাঁ) ও ‘যুবসংঘে’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সেক্রেটারী হাফেয সফীরুদ্দীন।

১৭. মোহাম্মদপুর, ইসলামপুর, জামালপুর ১২ই জুন ১৬ই রামাযান সোমবার : অদ্য বাদ আছর জামালপুর-উত্তর যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে ইসলামপুর থানাধীন মুহাম্মাদপুর (পূবের চর) আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাসঊদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক ক্বামারুয্যামান বিন আব্দুল বারী, ‘যুবসংঘে’র ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও মাওলানা মুখলেছুর রহমান (নওগাঁ)। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি এস.এম. এরশাদ আলম।

১৮. গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১২ই জুন ১৬ই রামাযান সোমবার : অদ্য বাদ যোহর গোবিন্দগঞ্জ টিএন্ডটি সংলগ্ন আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা-পশ্চিম যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ডাঃ আওনুল মা‘বূদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম।

১৯. মহিষখোচা, আদিতমারী, লালমণিরহাট ১৩ই জুন ১৭ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার আদিতমারী থানাধীন মহিষখোচা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ লালমণিরহাট যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক আযহারুল ইসলাম।

২০. মোনারপাড়া, সরিষাবাড়ী, জামালপুর ১৩ই জুন ১৭ই রামাযান মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ জামালপুর-দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে স্থানীয় মোনারপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক বযলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর ছাত্র বিষয়ক সম্পাদক ইহসান ইলাহী যহীর ও মাওলানা মোখলেছুর রহমান (নওগাঁ)।

২১. নাগেশ্বরী, কুড়িগ্রাম ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ যোহর যেলার নাগেশ্বরী থানাধীন বোর্ডেরহাট আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-উত্তর যেলা ‘আন্দোলন’ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ হামীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মিনারুল ইসলাম।

২২. ডাকবাংলা, ঝিনাইদহ ১৪ই জুন ১৮ই রামাযান বুধবার : অদ্য বাদ যোহর যেলার সদর থানাধীন ডাকবাংলা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ঝিনাইদহ যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাষ্টার ইয়াকূব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

২৩. ছোট বেলাইল, বগুড়া ১৫ই জুন ১৯শে রামাযান   বৃহস্পতিবার : অদ্য সকাল ১১-টা হ’তে শহরের ছোট বেলাইল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম আযাদ। অনুষ্ঠানের সঞ্চালক যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি আব্দুর রাযযাক।

২৪. দামুড়হুদা, চুয়াডাঙ্গা ১৫ই জুন ১৯শে রামাযান বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর যেলার দামুড়হুদা থানাধীন জয়রামপুর দারুস সুন্নাহ আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর চুয়াডাঙ্গা যেলার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ ও বাদ আছর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান।

২৫. হরিপুর, ঠাকুরগাঁও ১৬ই জুন ২০শে রামাযান শুক্রবার : অদ্য বাদ আছর যেলার হরিপুর থানাধীন খিরাইচন্ডি আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ঠাকুরগাঁও যেলার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’   -এর আহবায়ক কমিটির সদস্য মুহাম্মাদ যিয়াউর রহমানের সভাপত্বিতে উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম।

২৬. বোদা, পঞ্চগড় ১৭ই জুন ২১শে রামাযান শনিবার : অদ্য বাদ আছর পঞ্চগড় যেলা ‘আন্দোলন’ও ‘যুবসংঘ’-এর যৌথ উদ্যোগে বোদা থানাধীন ডাঙ্গাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আমীনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ মিনারুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম প্রধান।

যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ (১ম পর্ব)

২৭. নওদাপাড়া, রাজশাহী ১৩ ও ১৪ই জুলাই বৃহস্পতি ও শুক্রবার : গত ১৩ই জুলাই বৃহস্পতিবার বাদ ফজর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর উদ্যোগে আল-মারকাযুল ইসলামী কমপ্লেক্স-এর পূর্ব পার্শ্বস্থ মিলনায়তনে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের যেলা দায়িত্বশীলদেরকে নিয়ে দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব পূর্ব নির্ধারিত বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, দফতর ও যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ, প্রচার সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, ছাত্র বিষয়ক সম্পাদক  ইহসান ইলাহী যহীর, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুখতারুল ইসলাম, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহীর ভাইস-প্রিন্সিপাল নূরুল ইসলাম প্রমুখ।

যুবসংঘ-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলামের পিএইচ.ডি. ডিগ্রি লাভ

‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ-এর গবেষণা সহকারী ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল নূরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন। গত ২৭শে আগস্ট ২০১৭ তারিখে অনুষ্ঠিত রাবির ৪৭২তম সিন্ডিকেট সভায় তাঁর এই ডিগ্রি অনুমোদন করা হয়। তাঁর পিএইচ.ডি. থিসিসের শিরোনাম ছিল আহমাদ হাসান আয-যাইয়াত : আরবী প্রবন্ধে তাঁর অবদান। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. এস. এম. আব্দুস সালাম এবং পরীক্ষক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফার্সী বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ বদীউর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-হাদীছ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ যাকির হুসাইন। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন বড়বনগ্রাম (ভাড়ালীপাড়া)’র জনাব ঈমান আলী ও সুফিয়া খাতুনের জ্যেষ্ঠ পুত্র। ইতিপূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে বি.এ (অনার্স) পরীক্ষায় কলা অনুষদে ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ লাভ করেন। তিনি এম.এ-তেও ১ম শ্রেণীতে ১ম হন।  তিনি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ১৯৯৯ সালে দাখিল পরীক্ষায় মেধা তালিকায় ৯ম স্থান অধিকার করেন এবং ২০০১ সালে আলিম পরীক্ষায় ১ম বিভাগে (স্টার মার্কস) উত্তীর্ণ হন। তিনি সকলের দো‘আপ্রার্থী।



আরও