সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 1342 বার পঠিত

১. আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরী ও সন্ত্রাসবাদ উসকে দেয়ার অভিযোগে সৌদি আরবসহ কয়েকটি দেশ কত তারিখে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে?

উত্তর : ৫ জুন, ২০১৭।

২. সাম্প্রতি ভারত-পাকিস্তান কোন সংস্থার সদস্যপদ লাভ করে?

উত্তর : সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)।

৩. আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (IAEA) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় কোথায়?

উত্তর : অস্ট্রিয়ার, ভিয়েনায়।

৪. যুক্তরাজ্যের কোন টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে বহু লোক হতাহত হয়?

উত্তর : লন্ডনের নর্থ কেনসিংটনে ২৪তলা গ্রেনফেল টাওয়ারে।

৫. ডোনাল্ড ট্রাম্প কোন সাবেক মার্কিন প্রেসিডেন্টের কিউবা নীতি বাতিল করেন?

উত্তর : বারাক ওবামা।

৬. কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার করেছে?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

৭. ‘দুই জার্মানি পুনঃএকত্রীকরণের চ্যান্সেলর’ বলা হয় কাকে?

উত্তর :  হেলমুট কোলকে।

৮. ন্যাটোর ২৯তম সদস্যপদ লাভ করে কোন দেশ?

উত্তর : বলকান রাষ্ট্র মন্টিনিগ্রো।

৯. চতুর্থবারের মত নেপালের প্রধানমন্ত্রী হন কে?

উত্তর : শের বাহাদুর শাহ।

১০. জাপানোর কোন সম্রাট স্বেচ্ছায় সিংহাসন ছাড়বেন?

উত্তর : সম্রাট অকিহিতো।

১১. মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : কাতার (১,২৯,৭২৬ মার্কিন ডলার)।

১২. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানঘাঁটির নাম কি?

উত্তর : আল উদেঈদ বিমানঘাঁটি, কাতার।

১৩. এশিয়ার দীর্ঘতম সেতুর নাম কি?

উত্তর : ভুপেন হাজারিকা, ভারত; [৯.১৫ কি.মি.]

১৪. চীন প্রথম বৈদেশিক নৌঘাঁটি নির্মাণ করে কোন দেশে?

উত্তর : জিবুতী’তে।

১৫. কোন দেশ বিশ্বে সর্বাধিক বিনিয়োগ করেছে?

উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

১৬. প্রতি হাযারে (HIV) আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?

উত্তর : সোয়াজিল্যান্ড।

১৭. প্রতি লাখে আত্মহত্যার শীর্ষ দেশ কোনটি?

উত্তর : শ্রীলংকা।

১৮. বৈশ্বিক শান্তি সূচকে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে অবস্থান কত?

উত্তর : ১১৪তম।

 



বিষয়সমূহ: সাধারণ জ্ঞান
আরও