সাধারণ জ্ঞান (ইসলাম)

তাওহীদের ডাক ডেস্ক 1299 বার পঠিত

১. কুরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়?

উত্তর : জাবালে নূরে বা হেরা গুহায়।

২. কুরআনে ‘মসজিদ’ শব্দ কতবার আছে?

উত্তর : ১৮বার।

৩. কুরআনে ‘নবী’ শব্দ কতবার আছে?

উত্তর : ৩৫বার।

৪. কুরআনে ‘গাভী’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা বাক্বারাহ ।

৫. কুরআনে ‘নারী জাতি’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা নিসা ।

৬. কুরআনে ‘দস্তরখানা’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা মায়েদাহ।

৭. কুরআনে ‘গবাদি পশু’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা আন‘আম।

৮. কুরআনে ‘বজ্র’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা রা‘দ।

৯. কুরআনে ‘মধুমক্ষিকা’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা নাহল।

১০. কুরআনে ‘গিরিগুহা’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা কাহাফ।

১১. কুরআনে ‘জ্যোতি’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা নূর।

১২. কুরআনে ‘কবিগণ’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা শো‘আরা ।

১৩. কুরআনে ‘পিঁপড়া’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা নামল।

১৪. কুরআনে ‘মাকড়সা’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা আনকাবূত।

১৫. কুরআনে ‘পরামর্শ’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা শূরা।

১৬. কুরআনে ‘বিজয়’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা ফাতাহ।

১৭. কুরআনে ‘নক্ষত্র’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা নাজম।

১৮. কুরআনে ‘চন্দ্র’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা ক্বামার।

১৯. কুরআনে ‘লোহা’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা হাদীদ।

২০. কুরআনে ‘অভিযোগ’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা মুজাদালাহ।

২১. কুরআনে ‘সমবেত’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা হাশর।

২২. কুরআনে ‘জয়-পরাজয়’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা তাগাবুন।

২৩. কুরআনে ‘রাজত্ব’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা মুলক।

২৪. কুরআনে ‘সংবাদ’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা নাবা।

২৫. কুরআনে ‘মাপে ও ওযনে কম দানকারীগণ’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা মুত্বাফফেফীন।

২৬. কুরআনে ‘নগরী’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা বালাদ।

২৭. কুরআনে ‘সূর্য’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা শাম্স।

২৮. কুরআনে ‘ডুমুর’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা ত্বীন।

২৯. কুরআনে ‘রক্তপিন্ড’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা ‘আলাক্ব।

৩০. কুরআনে ‘ভূমিকম্প’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা যিলযাল।

৩১. কুরআনে ‘হাতি’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা ফীল।

৩২. কুরআনে ‘সাহায্য’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা নছর।

৩৩. কুরআনে ‘মানব জাতি’ নামে কোন সূরা আছে?

উত্তর : সূরা নাস।

৩৪. কুরআনে সিজদাহর আয়াত সমূহ কয়টি ও কি কি?

উত্তর : সূরা আরাফ ৭/২০৬, সূরা রা‘দ ১৩/১৫, সূরা নাহল ১৬/৫০, সূরা বনী ইসরাঈল ১৭/১০৯, সূরা মারইয়াম ১৯/৫৮, সূরা হাজ্জ ২২/১৮, সূরা হাজ্জ ২২/৭৭, সূরা ফুরকান ২৫/৬০, সূরা নামল ২৭/১৬, সাজদাহ ৩২/২১, সূরা  ছোয়াদ ৩৮/২৪, সূরা হামীম সাজদাহ ৪১/৩৮, সূরা নাজম ৫৩/৬২, সূরা ইনশিকাক ৮৪/২১, সূরা আলাক ৯৬/১৯।

৩৫. পবিত্র কুরআনে কয়জন মহিলার বর্ণনার এসেছে এবং তারা কারা?

উত্তর : দশ মহিলার বর্ণনা এসেছে। তারা হলো- ক. আয়েশা (রাঃ)-নূর খ. উম্মে মূসা-কাছাছ গ. উখতে মূসা- কাছাছ ঘ. ইমরাতে ফেরাউন- কাছাছ ঙ. ইমরাতু ইমরান-আলে ইমরান চ. ইমরাতু ইব্রাহীম-যারিয়াত ছ. ইমরাতু লাহাব- লাহাব জ.ইমরাতু নূহ ও লূত-তাহরীম ঞ. মারইয়াম-মারইয়াম ট. ইমরাতুল আযীয- ইউসুফ।

৩৬. আল্লাহকে কেউ দুনিয়াতে দেখতে পাবে না কোন সূরায়?

 উত্তর : সূরা শুরা-৫১ আন‘আম-১০৩।

৩৭. বিচার ফায়ছালা বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ এবং রাসূল (সঃ) চূড়ান্ত কোন সূরায়?

উত্তর : সূরা মায়েদা-৪৪, ৪৫, ৪৭, নিসা-৫৯, হাশর-৭, নূর-৫১, ৫৪।

 



আরও