সাম্প্রতিক বাংলাদেশ
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 9398 বার পঠিত
১. প্রশ্ন : রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করতে সম্মত হয় কোন দেশ?
উত্তর : চীন ও বাংলাদেশ।
২. প্রশ্ন : যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী আন্তনগর বিরতিহীন ট্রেন বেনাপোল এক্সপ্রেস এর যাত্রা শুরু হয় কবে?
উত্তর : ২৭ জুলাই ২০১৯।
৩. প্রশ্ন : ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স এসেছে কোন দেশ থেকে? উত্তর : সঊদী আরব।
৪. প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর কে? উত্তর : মার্সিং মিয়াং টেমবন (ক্যামেরুন)।
৫. প্রশ্ন : সাবেক রাষ্ট্রপ্রতি ও সেনাপ্রধান হুসাইন মুহাম্মাদ এরশাদ কবে এবং কত বছর বয়সে মারা যান?
উত্তর : ১৪ই জুলাই ২০১৯ সালে, ৮৯ বছর বয়সে।
৬.প্রশ্ন : কর্কটক্রান্তি এবং ৯০ পূর্ব দ্রাঘিমার ছেদবিন্দুটি পড়েছে?
উত্তর : বাংলাদেশে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামে।
৭. প্রশ্ন : বাংলাদেশের মানুষের গড় শিক্ষাকাল কত?
উত্তর : ৫.১ বছর (সূত্র: বিশ্বব্যংকের রির্পোট)।
৮.প্রশ্ন : বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (BREB) আওতাধীন পল্লী বিদ্যুৎসমিতি কতটি? উত্তর : ৮০টি।
৯.প্রশ্ন : বাংলাদেশ থেকে কতটি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়?
উত্তর : ৫০টি দেশ।
১০.প্রশ্ন : নতুন প্রজন্মের পরমাণু সাবমেরিন ‘সাফরেন’ কোন দেশের তৈরী? উত্তর : ফ্রান্স।
১১.প্রশ্ন : ২০২০ সালে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোটভুক্ত (ECOWAS) দেশগুলো কী নামে অভিন্ন মুদ্রা চালু করবে?
উত্তর : ইকো (Eco)।
১২.প্রশ্ন : শ্রমশক্তি জরিপ ২০১৬-১৭ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বেকারের সংখ্যা কত?
উত্তর : ২৬ লক্ষ ৭৭ হাজার।
১৩. প্রশ্ন : রাখাইনে সংখালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের ঘটনা তদন্তে তিনদিনের সফরে ঢাকায় আসেন কে?
উত্তর : আর্মতজাতিক অপরাধন আদালতের (ICC) প্রতিনিধি দল।
১৪.প্রশ্ন : বর্তমানে দেশে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি?
উত্তর : ১৯ টি।
১৫.প্রশ্ন : দেশের ১৯ তম জাতীয় উদ্যান কোনটি?
উত্তর : শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান কক্সবাজার।
১৬.প্রশ্ন : দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় অবস্থিত? উত্তর : খুলনা।
১৭.প্রশণ : প্রাকৃতিক ঐতিহ্য কতটি? উত্তর : ২১৩ টি।
১৮. প্রশ্ন : মিশ্র ঐতিহ্য কতটি? উত্তর : ৩৯ টি।