সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 9959 বার পঠিত

১. প্রশ্ন : দৈনন্দিন জীবনে অপরিহার্য ওষুধের ২১তম তালিকা প্রণয়ন করেন কে?  উত্তর : বিশ্ব সাস্থ্য সংস্থা (WHO)।

২. প্রশ্ন : তিন দশক পর প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করে কোন দেশ?   উত্তর : জাপান।

৩. প্রশ্ন : দূষণ এড়াতে একবার ব্যবহারযোগ্য প্লাষ্টিক ব্যাগ-আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করে কোন দেশ?

উত্তর : নিউজিল্যন্ড।

৪. প্রশ্ন : ২২ জুলাই ২০১৯ চঁাদের দক্ষিণ মেরুতে গবেষণার জন্য ভারত কোন নভোযানটি উৎক্ষেপন করে?

উত্তর : চন্দ্রযান-২।

৫.প্রশ্ন : স্বর্ণের ভোক্তা দেশ হিসাবে শীর্ষ স্থানে কোন দেশ?

উত্তর:  চীন।

৬.প্রশ্ন : কম্পিউটার বা অন্য ডিভাইসে ব্যবহৃত পাসওয়ার্ড পদ্বতির উদ্ভাবক কে?

উত্তর : ফারনান্দো করবাতো (আমেরিকা) ।

৭. প্রশ্ন : NAM-এর ১৮তম শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর : ২৫-২৬ অক্টোবর ২০১৯ সালে। বাকু, আজারবাইজান।

৮.প্রশ্ন : মোট বিশ্ব ঐতিহ্য কতটি?  উত্তর : ১১২১ টি।

৯.প্রশ্ন : মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি?

উত্তর :  সুইজারল্যান্ড।

১০.প্রশ্ন : মোট জাতীয় আয় (GNI) শীর্ষ দেশ কোনটি?

উত্তর : যুক্তরাষ্ট্র।

১১.প্রশ্ন : দ্বিতীয় প্রেক্ষিতে পরিকল্পনার সময় কাল কত?

উত্তর : ২০২১-২০৪১ সাল।

১২. প্রশ্ন : United Nations Decade on Ecosystem Restoration সময় কাল কত?  উত্তর : ২০২১-৩০ সাল।

১৩.প্রশ্ন : International year of plant Health কোন সাল?  উত্তর : ২০২০ সাল।

১৪. প্রশ্ন : ২০১৯ সালের কমনওয়েলথ ছোট্টগল্প পুরস্কার লাভ করেন কে?  উত্তর : কন্সট্যন্টি সোতেরিউ (সাইপ্রাস)।

১৫. প্রশ্ন : ১৫তম (UNCTAD) সম্মেলন কবে অনুষ্টিত হবে?  উত্তর : ২০২০ সালে।

১৬. প্রশ্ন : ২০১৯ সালের জন্য OIC City of Tourism ঘোষণা করা হয় কোন শহরে? উত্তর : বাংলাদেশের ঢাকাকে।

১৭. প্রশ্ন : বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর : আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত। চালু ২৯ জুন ২০১৯।

১৮. প্রশ্ন : OIC-এর বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তর : সালমান বিন আব্দুল আজিজ (সঊদী আরব)।

১৯. প্রশ্ন : মাথাপিছু ক্রয়ক্ষমতায় শীর্ষ দেশ কোনটি?

উত্তর : কাতার।



আরও