সংগঠনের তিনজন দায়িত্বশীলের পিএইচ.ডি. ডিগ্রি লাভ
তাওহীদের ডাক ডেস্ক
তাহিরপুর, সুনামগঞ্জ, ১৬-১৮ই অক্টোবর ২০১৯ : গত
১৬ই অক্টোবর দিবাগত রাত ১২টায় বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ-এর কেন্দ্রীয়
উদ্যোগে প্রথমবারের মত শিক্ষাসফরের যাত্রা শুরু হয়। এর পূর্বে দেশের প্রায়
১০টি যেলা থেকে ৭০ জন কর্মী ও সুধী যুবসংঘ-এর নারায়ণগঞ্জ যেলা কার্যালয়
কাঞ্চনে এসে উপস্থিত হন। নারায়ণগঞ্জ যেলা যুবসংঘ সফরকারীদের সাদর আতিথেয়তা
প্রদান করেন। অতঃপর রাত বারোটায় দু’টি ভাড়া করা বাস নিয়ে সফরকারী দলটি
রওয়ানা হয় এবং পরদিন দুপুর বারোটা নাগাদ সুনামগঞ্জ যেলার তাহিরপুর উপযেলার
টাঙগুয়ার হাওরে পৌঁছায়। এ সময় তাহিরপুরে তাদেরকে স্বাগত জানান স্থানীয়
দ্বীনী ভাই মুহাম্মাদ হানীফ, আশীকুর রহমান ওরফে আশরাফুল প্রমুখ। সেখান থেকে
৩টি ট্রলারে শুরু হয় প্রায় ১০০ বর্গকিমি বিস্তৃত বাংলাদেশের দ্বিতীয়
বৃহত্তম জলাভূমি টাঙগুয়ার হাওরের মধ্য দিয়ে যাত্রা। অতঃপর ওয়াচ টাওয়ার,
সোয়াম্প ফরেস্ট হয়ে টেকেরহাট বাজারে এসে নৌকাতেই রাত্রিযাপন করা হয়। এসময়
সফরকারীরা টেকেরহাট বাজার এবং পার্শ্ববর্তী মসজিদ ও মাদরাসাসমূহে দাওয়াতী
কাজ করেন এবং বই-পত্র ও লিফলেট বিতরণ করেন। স্থানীয়রা তাদেরকে সাদরে
অভ্যর্থনা জানান। রাতের খাবারের পর দীর্ঘ সাংগঠনিক আলোচনা বৈঠক হয়। এতে
সুনামগঞ্জ যেলার নতুন আহলেহাদীছ নয়জন ভাই তাদের জীবনের কাহিনী শোনান এবং
আহলেহাদীছ হওয়ার পর তাদের আবেগময় অনুভূতি এবং পরিবার ও সমাজ থেকে নানা
বাঁধা-বিপত্তির কথা ব্যক্ত করেন। পরিশেষে তারা সাংগঠনিকভাবে দাওয়াতী
কার্যক্রম পরিচালনায় উৎসাহ দেখান। ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ
আব্দুল্লাহ ছাকিব এসময় তাদের প্রতি দিক-নির্দেশনামূলক নাতিদীর্ঘ বক্তব্য
পেশ করেন এবং সর্বসম্মতিক্রমে মুহাম্মাদ হানিফকে সভাপতি এবং নিযামুদ্দীনকে
সাধারণ সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ,
তাহিরপুর উপযেলা কমিটি গঠন করেন। এর মাধ্যমে সুনামগঞ্জে আহলেহাদীছ
আন্দোলনের প্রথম সাংগঠনিক অগ্রযাত্রা শুরু হয়। ফালিল্লাহিল হামদ। কমিটির
অন্যান্য দায়িত্বশীলগণ হলেন প্রধান উপদেষ্টা হাফেয নযরুল ইসলাম, সহ-সভাপতি
আযীযুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফীকুল বারী, প্রচার সম্পাদক আশীকুর রহমান ও
সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ রাজীব আহমাদ। এছাড়াও সুনামগঞ্জের
দুয়ারাবাজার থানা থেকে আগত হিন্দু থেকে মুসলমান, অতঃপর আহলেহাদীছ আক্বীদা
গ্রহণ করা যুবক মুহাম্মাদ এবং অপর নবাগত আহলেহাদীছ ছালেহ আহমাদও সেখানে
উপস্থিত ছিলেন।
পরদিন সকালে সফরকারী দলটি ভারতের মেঘালয় পাহাড়ের কোলে নীলাদ্রী লেক, রাজার ঝর্ণা, লাকমা ছড়া প্রভৃতি স্পট পরিদর্শন করে বারিক টিলার উদ্দেশ্যে রওয়ানা হয়। অতঃপর শিমুল বাগান হয়ে যাদুকাটা নদীপথে তাহিরপুরের উদ্দেশ্যে ফিরতি যাত্রা করে। সেখান থেকে রাত ২টায় নরসিংদী পৌঁছে যে যার গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হন।
উল্লেখ্য, দুইদিন ব্যাপী এই উক্ত শিক্ষাসফরে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, সহ-সভাপতি মুস্তাফিযুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক মুস্তাকীম আহমাদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, অর্থ সম্পাদক আব্দুল্লাহিল কাফী, প্রচার সম্পাদক ইহসান ইলাহী যহীর, প্রশিক্ষণ সম্পাদক আসাদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামীম আহমাদ, দফতর সম্পাদক মুহাম্মাদ আজমালসহ বিভিন্ন যেলা দায়িত্বশীল, কর্মী ও সুধীবৃন্দ। এছাড়া সার্বিক আয়োজন তদারকি করেন নারায়ণগঞ্জ যেলা যুবসংঘ-এর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাসেল মিঞা।
যেলা সংবাদ
বিশ্বনাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ ৪ঠা সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে বিশ্বনাথপুর আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘের সভাপতি ইয়াসীন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুসতাকীম আহমাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
দাসরা, মালীগাড়ী, ক্ষেতলাল, জয়পুরহাট ২৩শে অক্টোবর রোজ মঙ্গলবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ জয়পুরহাট সাংগঠনিক যেলার উদ্যোগে মালীগাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা আন্দোলনের সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর জয়পুরহাট যেলা সাবেক সভাপতি মাহফুযুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
পার্বতীপুর, দিনাজপুর ৩১শে অক্টোবর রোজ বুধবার : অদ্য বাদ মাগরিব ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে বশীরবালীয়া আহলেহাদীছ জামে মসজিদে এক মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘে’র সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট যেলা যুবসংঘে’র সভাপতি নাজমুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১২ই অক্টোবর রোজ শনিবার : অদ্য সকাল ১০ ঘটিকা হ’তে মাগরিব পর্যন্ত ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক যেলার উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা যুবসংঘে’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত যুবসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল-‘আওন-এর সাংগঠনিক সম্পাদক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির এবং বগুড়া যেলা যুবসংঘে’র সভাপতি আল-আমীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা পশ্চিম আন্দোলনের সভাপতি ডা. আওনুল মাবুদ, গাইবান্ধা পূর্ব সাংগঠিনক যেলা আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম এবং যুবসংঘের সভাপতি মশিউর রহমান, এ এস এম আলমাতাসুল ইসলাম শিল্পী। সমাপণী ভাষণ পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় উপদেষ্টা জনাব নুরুল ইসলাম প্রধান।