সাধারণ জ্ঞান (ইসলাম)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 11731 বার পঠিত
১. প্রশ্ন : হযরত ইউনুস বিন মাত্তা (আঃ)-এর কথা পবিত্র কুরআনে কয়টি সূরায় ও কতটি আয়াতে বর্ণিত হয়েছে?
উত্তর : ছয়টি সূরা ও ১৮টি আয়াতে।
২.প্রশ্ন : যুন-নুন বা ছাহেবুল হূত-এর অর্থ কি?
উত্তর : মাছওয়ালা।
৩. প্রশ্ন : হযরত ইউনুস (আঃ) বর্তমানে ইরাকের কোথায় জনপদে অধিবাসীদের প্রতি প্রেরিত হন?
উত্তর : ইরাকের মূছেল নগরীর নিকটবর্তী ‘নীনাওয়া’ জনপদে।
৪. প্রশ্ন : কোন সূরা ও কত নম্বর আয়াতে ইউনূস (আঃ)-কে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে?
উত্তর : সূরা ছফফাত ১৩৯-১৪২ আয়াত।
৫. প্রশ্ন : বিপদগ্রস্থ কোন মুসলমান কোন দো‘আ পাঠ করলে আল্লাহ দো‘আ কবুল করেন?
উত্তর : দো‘আয়ে ইউনুছ।
৬. প্রশ্ন : ইউনুস (আঃ) মাছের পেটে গিয়ে কী করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন? উত্তর : ক্ষমা প্রার্থনা করায়।
৭. প্রশ্ন : ইউনুস (আঃ) মাছের পেটে থাকাটা তার জন্য কী ছিল? উত্তর : আদব শিক্ষা।
৮. প্রশ্ন : আল্লাহর রাসূল (ছাঃ) কোথায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন, নদীর অন্ধকার গর্ভে মাছের পেটের মধ্যে যেমনি আল্লাহ ইউনুস-এর নিকটবর্তী হয়েছিলেন?
উত্তর : সিদরাতুল মুনতাহায় (মিরাজে)।
৯. প্রশ্ন : কত জন নবী বিপুল শক্তি ও রাষ্ট্রক্ষমতার অধিকারী ছিলেন এবং কে কে?
উত্তর : মাত্র দু’জন, দাউদ (আঃ) ও সোলায়মান (আঃ)।
১০.প্রশ্ন : বর্তমান ফিলিস্তীন সহ সমগ্র ইরাক ও শাম (সিরিয়া) রাজত্ব করেছেন কোন কোন নবী?
উত্তর : পিতা ও পুত্র দাঊদ ও সোলায়মান (আঃ)।
১১. প্রশ্ন : কোন কোন নবী পৃথিবীর অতুলনীয় অধিকারী ছিলেন? উত্তর : দাঊদ ও সুলায়মান (আঃ)।
১২.প্রশ্ন : কোন নবীর প্রতি খুশী হয়ে আদম (আঃ) তার বয়স থেকে ৪০ বছর কেটে তাকে দান করেছেন?
উত্তর : দাউদ (আঃ)।
১৩. প্রশ্ন : দাউদ (আঃ) বয়স কত ছিল? উত্তর : ৬০ বছর।
১৪. প্রশ্ন : দাঊদ (আঃ) সম্পর্কে কয়টি সূরায় কতটি আয়াত রয়েছে? উত্তর : ৯ টি সূরায় ২৩ টি আয়াত রয়েছে।
১৫. প্রশ্ন : কোন নবীদের পরিবারের ব্যবহৃত কিছু পরিত্যক্ত সামগ্রী সিন্দুকে রাখা হয়? উত্তর : নবী মূসা ও হারূণ (আঃ)।
১৭. প্রশ্ন : বনু ইস্রাঈলদের সাপ্তাহিক ছুটির দিন কি বার ছিল? উত্তর : শনিবার।
১৮.কোন নবীর সময়ে বনু ইস্রাইলদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল? উত্তর : দাউদ (আঃ)।
১৯. প্রশ্ন : কোন বাদশাহ বনু ইস্রাইলদের শাম দেশ হ’তে বহিষ্কার করেন? উত্তর : বুখতানসর।
২০. প্রশ্ন : শনিবারে অর্থাৎ নিষিদ্ধ দিনে মাছ ধরার কারনে বনু ইসরাইলদের ওপরে কোন শাস্তি নেমে আসে?
উত্তর : ‘মাসাখ’ বা আকৃতি পরিবর্তন।
২১. প্রশ্ন : শনিবারের দিন মাছ ধরার কারণে আল্লাহ তা‘আলা বনু ইসরাইলদের কোন প্রাণীতে রূপান্তর করে দেন? উত্তর : বানর এবং শুকরে।
২২.প্রশ্ন : শনিবারওয়ালা ঘটনায় কয়টি দল ছিল?
উত্তর : ৩টি।
২৩. প্রশ্ন : শনিবার ওয়ালা ঘটনায় মুক্তিপ্রাপ্ত ও গযবপ্রাপ্ত দল কতটি? উত্তর : মুক্তিপ্রাপ্ত দল ১টি ও গজব প্রাপ্ত দল ২টি।
২৪.প্রশ্ন : ‘ছাগপাল ও শস্যক্ষেতের মালিকের বিচার’-এর ঘটনা ঘটে কোন নবীর সময়ে? উত্তর : দাউদ (আঃ)।
২৫. প্রশ্ন : হযরত দাউদ (আঃ) পেশায় কি ছিলেন?
উত্তর : দক্ষ কারিগর।
২৬ . প্রশ্ন : হযরত দাউদ (আ) এর পুত্র সন্তান কতজন ?
উত্তর : ১৯ জন।
২৭. প্রশ্ন : আল্লাহ তা‘আলা পর্বতমালা এবং পক্ষীকুলকে কোন নবীর অনুগত করে দিয়েছিলেন?
উত্তর : দাউদ (আঃ)।
২৮. প্রশ্ন : আল্লাহ তা‘আলা কোন নবীর জন্য লোহাকে নরম করে দিয়েছিলেন? উত্তর : দাউদ (আঃ)।
২৯. প্রশ্ন : হযরত দাউদ (আঃ)-এর উপরে কোন কিতাব নাযিল হয়? উত্তর : যবুর।
৩০. প্রশ্ন : শনিবারওয়ালা ঘটনায় গজবপ্রাপ্ত বানর ও শুকরগুলো কতদিনের মধ্যে মারা যায়?
উত্তর : ৩ দিনের মধ্যে।
৩১. প্রশ্ন : শনিবারওয়ালা ঘটনায় তৃতীয় আরেকটি দল ছিল তারা কারা?
উত্তর : তারা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী।
৩২. প্রশ্ন : দাউদ (আঃ) কি বিক্রি করে সংসার যাত্রা নির্বাহ করতেন? উত্তর : তার নিজের হাতে তৈরী বর্ম।