সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বাংলাদেশ)

তাওহীদের ডাক ডেস্ক 9223 বার পঠিত

১. প্রশ্ন : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) বর্তমান কমিশনার কে? উত্তর : মুহাম্মাদ শফীকুল ইসলাম।

২. প্রশ্ন : ঢাকায় প্রস্তাবিত পাতাল রেলের দৈর্ঘ্য কত হবে?

উত্তর : ২২ কিলোমিটার।

৩. প্রশ্ন : ভারতে বাংলাদেশ টেলিভিশনের (BTV) সম্প্রচার উদ্বোধন করা হয় কবে? উত্তর : ২রা সেপ্টেম্বর ২০১৯।

৪. প্রশ্ন : সরকারী উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?  উত্তর : কাপ্তাই, রাঙ্গামাটি।

৫. প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনারের নাম কি? উত্তর : রাজহংস।

৬. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মোট জাহাজের সংখ্যা কতটি? উত্তর : ৮টি।

৭. প্রশ্ন : দেশের প্রথম সরকারী সৌরবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?

উত্তর : কাপ্তাই ৭.৪ মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র।

৮. প্রশ্ন : ডাকবাক্সের আদলে বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত ‘ডাক ভবন’ কোথায় অবস্থিত?

উত্তর : আগারগাঁও, ঢাকা।

৯. প্রশ্ন : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত?

উত্তর : ১৯.৭৩ কিলোমিটার (Ramp) সহ মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার।

১০. প্রশ্ন :  ভারত-বাংলাদেশ মৈত্রী সেতু-১ কোন নদীর ওপর কোথায় নির্মিত হচ্ছে?

উত্তর : ফেনী নদীর ওপর, অবস্থান : রামগড় খাগড়াছড়ি ও সাব্রুম, ভারত।

১১. প্রশ্ন : বর্তমান দেশে স্থলবন্দর কতটি? উত্তর : ২৪টি।

১২. প্রশ্ন : বাংলাদেশের কোন যেলায় তিনটি স্থলবন্দর রয়েছে?

উত্তর : সিলেটে।

১৩. প্রশ্ন : মংলা বন্দরের পূর্ব নাম কী?

উত্তর : চালনা বন্দর। 

১৪. প্রশ্ন : ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (EBIN) কত ডিজিটের? উত্তর :  ৯টি।

১৫. প্রশ্ন : পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে হাওর অঞ্চলের কতটি যেলায় শস্য বীমা চালু করা হবে?

উত্তর : ৭টি সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং ব্রাক্ষণবাড়িয়া।

১৬. প্রশ্ন : বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : ৪২তম।

১৭. প্রশ্ন : বৈশ্বিক আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর : ৩০তম।

১৮. প্রশ্ন : আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি? 

উত্তর :  সোনার চর বনাঞ্চল, রাঙ্গাবালী, পটুয়াখালী।

১৯.প্রশ্ন : ২০১৯ সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর : ১১৬তম।

২০. প্রশ্ন : ভোলাগঞ্জ স্থলবন্দর কোথায় অবস্থিত এবং কবে স্থলবন্দর হিসাবে ঘোষণা করা হয়?

উত্তর : কোম্পানীগঞ্জ (সিলেট), ২৫শে জুলাই ২০১৯।



আরও