সাধারণ জ্ঞান (সাম্প্রতিক বিশ্ব)

তাওহীদের ডাক ডেস্ক 10324 বার পঠিত

১. প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল কোনটি?

উত্তর : আমাজন।

২. প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) বর্তমান মহাপরিচালক কে?

উত্তর : Cornel Feruta (রোমানিয়া)। দায়িত্ব গ্রহণ ২৫শে জুলাই ২০১৯।

৩. প্রশ্ন : ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫ (ক) ধারা বাতিল করা হয় কবে?

উত্তর : ৫ই আগষ্ট, ২০১৯।

৪. প্রশ্ন : ২১শে আগষ্ট ২০১৯ সুদানের নবগঠিত স্বাধীন কাউন্সিলের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর : আবদেল ফাত্তাহ আল বুরহান।

৫. প্রশ্ন : ৩১শে জুলাই ২০১৯ কোন দেশে তিন তালাক নিষিদ্ধ করা হয়?  উত্তর : ভারতে।

৬. প্রশ্ন : হাজীদের সুবিধার্থে মক্কায় মসজিদে হারামের আঙ্গিনা কত বর্গমিটার সম্প্রসারণ করা হয়েছে?

উত্তর : ৩০০০ বর্গমিটার।

৭. প্রশ্ন : ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি?  উত্তর : চাকমা।

৮. প্রশ্ন : যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INP চুক্তি বাতিল করে কবে?   উত্তর : ২রা আগষ্ট ২০১৯।

৯. প্রশ্ন : বিশ্বের প্রথম দেশ হিসাবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ?   উত্তর : তাইওয়ান।

১০. প্রশ্ন : বিশ্বে রপ্তানিতে শীর্ষ  দেশ কোনটি?

উত্তর : চীন।

১১. প্রশ্ন : বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?  উত্তর : চতুর্থ।

১২. প্রশ্ন : পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?   উত্তর : দ্বিতীয়।

১৩. প্রশ্ন : রুশ ভাষার প্রথম কুরআন (তাফসীরধর্মী) অনুবাদ করেন কে?   উত্তর : ভ্যালেরিয়া পোরুখোভা।

১৪. প্রশ্ন : জিম্বাবুয়ের জনক কে?

উত্তর : রবার্ট মুগাবে।

১৫. প্রশ্ন : ক্যাসিনো (Casino) কোন ভাষার শব্দ?

উত্তর : ইতালীয়। ইতালীয় Root Casa থেকে Casino শব্দের উৎপত্তি, যার বাংলা অর্থ ‘ঘর’।

১৬. প্রশ্ন : ‘বিশ্বের দ্বিতীয় ফুসফুস’ হিসেবে পরিচিত কোন বনাঞ্চল?

উত্তর : আফ্রিকার বনাঞ্চল।

১৭. প্রশ্ন : Mother of Parliaments হিসেবে পরিচিত কোন দেশের আইনসভা? উত্তর : যুক্তরাষ্ট্র।

১৮. প্রশ্ন : SOM-B2 কোন দেশের ক্রুজ মিসাইল?

উত্তর : তুরস্ক।

১৯. প্রশ্ন : ডিজিটাল জগতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য ডিজিটাল জেনেভা কনভেনশনের ধারণা সামনে নিয়ে আসেন কে? উত্তর : ব্র্যাড স্মিথ।

২০. প্রশ্ন : হিরোশিমা নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কি? উত্তর : মোতাইয়াসু (Motoyasu)।



আরও