আহলেহাদীছ যুবসংঘ, ঢাকা যেলার সাবেক সভাপতি শফীকুল ইসলামের পিএইচ.ডি ডিগ্রী লাভ

তাওহীদের ডাক ডেস্ক 1183 বার পঠিত

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ ঢাকা যেলা সাবেক (২০১৬-২০১৮ সেশন) সভাপতি জনাব শফীকুল ইসলাম (কুমিল্লা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেছেন। গত ৫ই নভেম্বর ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাঁর ডিগ্রী অনুমোদন করে। তাঁর পিএইচ.ডি থিসিসের শিরোনাম ছিল ‘ইসলাম প্রচারে মু‘জেযার গুরুত্ব ও কারামতে আউলিয়া-এর অবদান’। তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল বাকী। তিনি সকলের দো‘আপ্রার্থী।



আরও