সংগঠন সংবাদ

তাওহীদের ডাক ডেস্ক 1025 বার পঠিত

তাহেরপুর, দূর্গাপুর, রাজশাহী ২১ এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, তাহেরপুর পৌরসভার উদ্যোগে তাহেরপুর দক্ষিণ পাড়া আহলেহদীছ মসজিদে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। মুহাম্মাদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুস্তাকীম আহমাদ। আরো উপস্থিত ছিলেন রাজশাহী (পূর্ব) ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহীম, রাবি শাখার সাধারণ সম্পাদক ইহসান ইলাহী যহীর, রাজশাহী (পূর্ব) সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

মনিপুর, গাজীপুর, ১লা মে রোববার : অদ্য বাদ যোহর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ গাজীপুর সাংগঠনিক যেলার উদ্যোগে মনিপুর আহলেহাদীছ মারকায জামে মসজিদে এক যুবসমাবেশে ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সহ-সভাপতি জামীলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক বেলাল হোসাইন। আরো উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর যেলা যুবসংঘ-এর সভাপতি হাতেম বিন পারভেজ, প্রচার সম্পাদক ইসমাঈল বিন আব্দুল গণী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করীম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম ও অত্র মসজিদের ইমাম মোজায়ের সহ শাখা, এলাকা ও উপযেলার দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ।

করাতকান্তি, কুষ্টিয়া (পূর্ব) ২৫শে এপ্রিল সোমবার : অদ্য সকাল ৯-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কুষ্টিয়া পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে কুমারখালির করাতকান্তি আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইনামুল হক সবুজের সভাপতিত্বে আয়োজিত উক্ত  প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার। বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ। আরও উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর যেলা কর্মপরিষদগণ। কেন্দ্রীয় সভাপতি জনাব আব্দুর রশীদ আখতার উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন। অন্যান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ‘যুবসংঘ-এর’ ইবি শাখার সভাপতি যিয়াউর রহমান ও নন্দলালপুর জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াহেদ প্রমুখ।

কলারোয়া, সাতক্ষীরা ২রা এপ্রিল, শনিবার : অদ্য সকাল সাড়ে ৯-টায় কলারোয়া আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কলারোয়া সাংগঠনিক উপযেলার ব্যবস্থাপনায় দাখিল ও এস.এস.সি বা সমমান পরীক্ষার ফলপ্রার্থী ছাত্রদের নিয়ে ‘ছাত্র সমাবেশ’  অনুষ্ঠিত হয়। উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি  লিয়াকত আলীর সভাপতিত্বে ও হাফেয আরাফাত হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রশীদ আখতার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহিদুজ্জামান ফারুক, কলারোয়া উপযেলা ‘আন্দোলন’-এর সেক্রেটারী অধ্যাপক মুখলেছুর রহমান ও কলারোয়া এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি কামারুযযামান। উক্ত সমাবেশে সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সেক্রেটারী মাওলানা আলতাফ হোসেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবুল বাশার আব্দুল্লাহ, উপযেলা আন্দোলন-এর প্রশিক্ষন সম্পাদক হাফেয মাওলানা গোলাম রহমান, কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আনওয়ার ইলাহী, সাতক্ষীরা যেলা ‘যুবসংঘ-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ-আল মামুন, প্রচার সম্পাদক মুজাহিদুর রহমান ও ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আবু তাহেরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত ছাত্রদের মাঝে একটি করে সাংগঠনিক বই উপহার দেয়া হয়। সমাবেশে সঞ্চালকের দায়িত্বে ছিলেন কলারোয়া উপযেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক হাফেয মুহাম্মাদ মুহসিন।

বালিয়াডাঙ্গা বাজার, কলারোয়া, ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বিকেল সাড়ে ৩-টায় বালিয়াডাঙ্গা বাজার আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কলারোয়া সাংগঠনিক উপযেলা ও কাকডাঙ্গা এলাকার ব্যবস্থাপনায় এক দায়িত্ব¡শীল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কাকডাঙ্গা এলাকা যুবসংঘ-এর সভাপতি ড. হাসানুযযামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’এর সভাপতি মাওলানা আনওয়ার ইলাহী ও সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মুহাম্মাদ আবু তাহের।

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা ১৪ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বিকাল সাড়ে চারটায় সোনাবাড়িয়া বাজার মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কলারোয়া সাংগঠনিক উপযেলার উদ্যোগে এক দায়িত্বশীল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপযেলা যুবসংঘ-এর সভাপতি মুহাম্মাদ লিয়াকত আলীর উপস্থিতিতে ও সোনাবাড়িয়া এলাকা যুবসংঘ-এর সভাপতি মাহ্ফূয আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহিদুয্যামান ফারূক। বিষয় ভিত্তিক আলোচক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামূন, কাকডাঙ্গা এলাকা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা শামসুল আলম ও ‘যুবসংঘ’ সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মুহাম্মাদ আবু তাহের। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন এলাকা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক হাফেয আমীনুর রহমান।

যুগীখালী, কলারোয়া, সাতক্ষীরা ১৫ই এপ্রিল, শুক্রবার : অদ্য সকাল সাড়ে নয়টায় যুগীখালী বাজার মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কলারোয়া সাংগঠনিক উপযেলার উদ্যোগে এক দায়িত্বশীল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যুগীখালী এলাকার ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শাহিদুয্যামান ফারূক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি ক¦ারী আব্দুল ওয়াজেদ ও সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক। বিষয় ভিত্তিক আলোচক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক হাফেয মুহাম্মাদ মুহসিন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামূন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব¡ পালন করেন উপযেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মুছত্বফা কামাল।

কলারোয়া, সাতক্ষীরা ১৬ এপ্রিল, শনিবার : অদ্য বিকাল সাড়ে ৪-টায় কলারোয়া আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ কলারোয়া সাংগঠনিক উপযেলার উদ্যোগে এক দায়িত্বশীল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কলারোয়া এলাকা  ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্ঠা প্রফেসর মুহাম্মদ নযরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপযেলা ‘আন্দোলন’ অর্থ সম্পাদক অধ্যাপক আল-মামুন, এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ কামারুযযামান ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলী হোসেন। বিষয় ভিত্তিক আলোচক ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা রবিউল হক, হাফেয মুহাম্মাদ মুহসিন ও প্রশিক্ষণ সম্পাদক হাফেয মাওলানা গোলাম রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপযেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ লিয়াকত আলী।

জগৎগাতী, সিরাজগঞ্জ, ৩ জুন শুক্রবার : অদ্য বিকাল সাড়ে ৩-টায় ‘জগৎগাতী কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিরাজগঞ্জ সাংগঠনিক যেলার উদ্যোগে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম আহমাদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী আরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুসÍাকীম আহমাদ, ‘যুবসংঘ’-এর রাবি শাখার সেক্রেটারী ইহসান ইলাহী যহীর ও ‘সোনামণি’-এর কেন্দ্রীয় সহকারী পরিচালক হাবীবুর রহমান। আরো উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’-এর যেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।



বিষয়সমূহ: সংগঠন
আরও