যাবতীয় জঙ্গীবাদী চিন্তাধারা হতে বিরত থাক (-মুহতারাম আমীরে জামা‘আত)

তাওহীদের ডাক ডেস্ক 402 বার পঠিত

রাজশাহী ১৫ই জুন বুধবার : অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজ শাখার যৌথ উদ্যোগে নগরীর সাফাওয়াং চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রদত্ত প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলাম শান্তি ও সহমর্মিতার ধর্ম। এখানে চরমপন্থার কোন অবকাশ নেই। তিনি বলেন, বর্তমানে যেসব কথিত জঙ্গী ধরা পড়ছে, তাদের অধিকাংশই নাকি আহলেহাদীছ। তিনি দ্ব্যর্থহীন ভাষায় এর প্রতিবাদ করে বলেন, অনেকে ছালাতে রাফাদানী হ’লেও আক্বীদায় ‘আহলেহাদীছ’ নয়। কেননা প্রকৃত আহলেহাদীছ কখনো জঙ্গী হ’তে পারে না। বরং তারা সর্বদা মধ্যপন্থী। তিনি বলেন, আহলেহাদীছের স্বচ্ছ আক্বীদা ও আমলকে কলুষিত করার জন্য এটি বিরোধীদের চক্রান্ত বৈ কিছুই নয়। অতএব হে আহলেহাদীছ তরুণ সাবধান হও! তোমরা যেন ফাঁদে পা দিয়ো না’।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ‘যুবসংঘে’র সভাপতি কাউছার আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম সহ যুবসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাবি ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক এহসান এলাহী যহীর।

আড়িয়ামোহন, সিরাজগঞ্জ ২৩শে জুন বৃহস্পতিবার : অদ্য বিকাল ৪-টায় শহরের আড়িয়ামোহন কেন্দ্রীয় জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিরাজগঞ্জ যেলার উদ্যোগে এক প্রশিক্ষণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি শামীম আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক আলহাজ্জ আমীনুল ইসলাম, যেলা ‘যুবসংঘে’র সমাজকল্যাণ সম্পাদক এ্যাডভোকেট নাছীরুদ্দীন, শ্যামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতীফ ও মাওলানা হাবীবুল্ল¬¬াহ প্রমুখ।

বংশাল, ঢাকা ২৯শে জুন বুধবার : অদ্য বাদ আছর  ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ বংশাল এলাকার উদ্যোগে বংশালস্থ যেলা কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ শাহীন, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব মুহাম্মাদ আহসান ও সাধারণ সম্পাদক তাসলীম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম, অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ, ‘সোনামণি’ বংশাল এলাকার পরিচালক আহমাদ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যেলা ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক ফযলুল হক ও বংশাল এলাকা ‘আন্দোলন’-এর আহ্বায়ক মুহাম্মাদ আযীমুদ্দীন।

কাঞ্চন, নারায়ণগঞ্জ ১লা জুলাই শুক্রবার : অদ্য বাদ আছর যেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে যেলা ‘যুবসংঘে’র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুস্তাফীযুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন মাদারটেক আহলেহাদীছ জামে মসজিদের খতীব মাওলানা আমানুল্ল¬াহ বিন ইসমাঈল, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা শফীকুল ইসলাম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক কাযী হারূনুর রশীদ, যেলা ‘যুবসংঘে’র সহ-সভাপতি জালালুল কবীর, গাযীপুর যেলা ‘যুবসংঘে’র প্রচার সম্পাদক মুহাম্মাদ ইসমাঈল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক মাহফূযুর রহমান। অনুষ্ঠানে যেলা ‘আন্দোলন’ ‘যুবসংঘে’র নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



আরও