সমস্যা কোথায়... (শরীফ আবু হায়াত অপু)

তাওহীদের ডাক ডেস্ক 489 বার পঠিত

সমস্যা কোথায়?... হ্যা। আপনি সমস্যায় পড়লে কোথায় যান সমস্যাটা সেখানে। ধরুন আপনার কোনো নিকটাত্মীয় গ্রেফতার হয়েছে। কি করেন? কাকে ফোন করেন? পুলিশে পরিচিত কাউকে? সরকার দলীয় বড় কোন নেতাকে? উঁচু পদের সরকারী আমলাকে?

এক ভদ্রলোকের যবানী শুনুন- আমার স্ত্রীকে দ্বিতীয় দিনের জন্য পুলিশ ডেকে পাঠাল। সারাদিন জিজ্ঞাসাবাদ। ভয় দেখানো। রিমান্ডে নেবে। রিমান্ডে কি কি হয় সেগুলো বলল।

দুপুরে অজানা একটা নম্বর থেকে ফোন এল। স্ত্রী বলল, আজকে আর ছাড়বে না। কোর্টে চালান করে দেবে। সেখানে রিমা-ের জন্য আবেদন করা হবে।

আমার বাসায় ছোটো ছোটো বাচ্চারা আছে। পিতাকে ছাড়া তাদের চলে, মাকে ছাড়া তো আর চলে না। আমি দু’রাক‘আত ছালাত আদায় করলাম। সিজদায় বললাম, মাতা নাছরুল্লাহ! হে আল্লাহ আপনার সাহায্য কোথায়? আপনি তো ওয়াদা দিয়েছেন যে আপনার সাহায্য অতি নিকটে। আপনি নিশ্চয় একজন পর্দানশীন নারীকে অপমান করবেন না।

ছালাত শেষ করেই ফোনের শব্দ। ওকে রিমা-ে না নিয়েই ছেড়ে দিয়েছে। শুধু বলেছে পুলিশকে সাহায্য করতে।

আপনি কাকে ফোন করবেন? সে কত ক্ষমতাশালী? দেশের সর্বোচ্চ ক্ষমতাবান মানুষ প্রধানমন্ত্রী। আপনি ভাবলেন, কাউকে দিয়ে প্রধানমন্ত্রীকে বলানো যায় কিনা। আপনার ভাবনার দৌড় এতটুকুই।

অথচ আপনি আল্লাহকে বলতে পারতেন। ফোনের দরকার নেই। কোনো মাধ্যম দরকার নেই। সিজদায় মুমিন আল্লাহর সবচেয়ে কাছে। সেখানে গিয়ে বলেন, আল্লাহ, সমস্যা দিয়েছেন আপনি; সমাধান করার মালিকও আপনি।

আপনি যদি প্রতিদিনের জীবনে আল্লাহর অবাধ্য হন, তাহলে মাফ চান। বলেন, ভুল হয়ে গেছে আল্লাহ। আমি আর করব না। আপনার অবাধ্য হব না। আমাকে বিপদ থেকে উদ্ধার করুন।

আর যদি আপনি আল্লাহর অনুগত বান্দা হন, তাহলে নিশ্চিত থাকুন- আল্লাহ জানেন আপনার অবস্থা। আর আল্লাহ তার বান্দাদের কখনোই পরিত্যাগ করেন না।

সমস্যা আপনার ঋণ নয়। আপনার আত্মীয়ের কারাবন্দীত্ব নয়। আপনার মায়ের ক্যান্সার নয়। আপনার স্বামীর রুক্ষ ব্যবহার নয়।

মূল সমস্যা- আপনি সমস্যা সমাধানের জন্য মানুষের কথা ভাবেন, আল্লাহর কথা ভাবেন না। মানুষ যে আপনার সমস্যা সমাধান করতে পারবে না, এটা বোঝানোর জন্য আল্লাহ আপনাকে একের পর এক বিপদ দিচ্ছেন।

সমস্যা এটাই যে আপনি তাও আল্লাহর পথে ফিরে আসছেন না। আল্লাহর কাছে চাচ্ছেন না। আল্লাহ একাই সমস্যার সমাধান করতে পারেন এটা বিশ্বাস করছেন না।

‘আল্লাহ সব সমস্যার সমাধান করতে পারেন এবং করেন’ এই বিশ্বাসটাই আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে।



আরও