সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)
তাওহীদের ডাক ডেস্ক
তাওহীদের ডাক ডেস্ক 1226 বার পঠিত
১. বর্তমান দেশে কেন্দ্রীয় কারাগার ও জেলা কারাগার কয়টি?
উত্তর : ৫৫টি।
২. বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কোথায় অবস্থিত?
উত্তর: কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে।
৩. দেশের সর্ববৃহৎ চুনাপাথর পানির সন্ধান পাওয়া গেছে কোথায়?
উত্তর : তাজপুর, বদলগাছী, নওগাঁ।
৪. ২০১৫-২০১৬ অর্থ বছরে মাথাপিছু আয়ের পরিমাণ কত?
উত্তর : ১৪৬৬ মার্কিন ডলার, ২,৯৫,১০০ কোটি টাকা।
৫. আয়তনে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিভাগ কোনটি?
উত্তর : খুলনা।
৬. পার্বত্য চট্রগ্রাম কয়টি জেলা নিয়ে গঠিত?
উত্তর : ৩টি।
৭. নবগঠিত ক্ষুদ্্রতম বিভাগ ময়মনসিংহে কতটি জেলা রয়েছে?
উত্তর : ৪টি।
৮. দেশের ১১টি সিটি কর্পোরেশনের মধ্যে সর্বশেষ কোনটি?
উত্তর : গাজীপুর সিটি কর্পোরেশন।
৯. দেশের বর্তমান প্রধান বিচারপতি কে?
উত্তর : বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
১০. বর্ডার গার্ড বাংলাদেশে এর মহাপরিচালক কে?
উত্তর : মেজর জেনারেল আযীয আহমদ।
১১. ৭ মে ২০১৫ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা দেশের ১৯তম প্রত্মতাত্ত্বিক জাদুঘরের নাম কি ?
উত্তর : বাঘা জাদুঘর , রাজশাহী।
১২. বানিজ্যিকভাবে সবচেয়ে বেশী ফুল উৎপাদন হয় কোন যেলায়? উত্তর : যশোরে।
১৩. মাহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তর : ২০তম।
১৪. . প্রবাসী বাংলাদেশীদের জন্য সরাসরি মোবাইল ফোনে রেমিট্যান্স পাঠানোর সেবা চালু হয় কবে ?
উত্তর : ১৭ এপ্রিল, ২০১৬।
১৫ ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কবে?
উত্তর : ১৬১০ সালে।
১৬ বাংলাদেশের পুরুষ ও নারীর গড় আয়ুষ্কাল কত?
উত্তর : ৬৯.৯ বছর ও ৭১.৫ বছর নারীর।
১৭ . বর্তমান দেশে সিনিয়র সচিব রয়েছেন কতজন?
উত্তর : ১৪ জন।
১৮. চট্রগ্রাম বিশ্ববিদ্যায়য়ের প্রথম নারী সহ-উপাচার্য কে?
উত্তর : অধ্যাপক শিরীন আখতার।
১৯. ২৫ এপ্রিল ২০১৬ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (ইচঝঈ)-১৩ তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় কাকে?
উত্তর : ড. মোহাম্মদ সাদিককে।
২০. বর্তমানে টেষ্ট, ওয়ানডে ও টি ২০ এই তিনটি ফরমেটেই বিশ্বসেরা খেলোয়াড় কে ?
উত্তর : সাকিব আল হাসান।