সাধারণ জ্ঞান (সাম্প্রতিক আন্তর্জাতিক)

তাওহীদের ডাক ডেস্ক 9171 বার পঠিত

১. ১৪ এপ্রিল ২০১৬ ও.আই.সি (ঙওঈ)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর : রজব তায়েপ এরদোগান (তুরস্ক)।

২. ২০১৯ সালে ১৪তম ও.আই.সি (ঙওঈ) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর : গাম্বিয়া।

৩. মোহাম্মাদ আলী কত সালে ইসলাম গ্রহণ করেন?

উত্তর: ১৯৬৪ সালে।

৪. মোহাম্মাদ আলী কত বছর বয়সে কি অসুখে মারা যান?

উত্তর : ৭৪ বছর বয়সে, সেপটিক শকে আক্রান্ত হয়ে।

৫. ১ এপ্রিল ২০১৬ কমন ওয়েলথ-এর প্রথম নারী মহাসচিব হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন কে?

উত্তর : প্যাট্রিমিয়া জ্যানেট (স্কটল্যান্ড)।

৬. ২০১৮ সালের কমন ওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর : গোল্ডকোস্ট (অস্ট্রেলিয়া)।

৭. নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি কে?

উত্তর : বিচারপতি সুশীলা করকি।

৮. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (ওগঋ) এর বর্তমান সদস্য দেশ কতটি ? 

উত্তর  : ১৮৯টি।

৯. লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তর : ফয়েজ আল সারাজ।

১০. জাতিসংঘের লিবিয়া বিষয়ক বিশেষ দূত কে ?

উত্তর : মার্টিন কবলাব (জার্মানি)।

১১. কালো টাকা রাখার স্বর্গ রাজ্য হিসেবে পরিচিত কোন দেশ?

উত্তর : সুইজারল্যান্ড।

১২. সম্প্রতি ইবোলা ভাইরাসে আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?

উত্তর : লাইবেরিয়া।

১৩. ৪ এপ্রিল ২০১৬ কোন দেশ প্রথম ডেঙ্গু টিকা চালু করে ?

উত্তর : ফিলিপাইন।

১৪. মিয়ানমার সেনাবাহিনীর বার্মিজ নাম কি ?

উত্তর : তাতমাদাউ।

১৫. ভারতের ২৯তম রাজ্যের নাম কি ?

উত্তর : তেলেঙ্গানা (ঞবষবহমধহধ)।

১৬. ২০১৬ যাত্রা শুরু করা ভারতের দ্রুতগামী ট্রেনের নাম কি?

উত্তর : গতিমান এক্সপ্রেস।

১৭. চীনের কোন প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায় বসবাস করে?

উত্তর : উত্তর জিনজিয়াং প্রদেশ।

১৮. বিশ্বকাপ ফুটবল ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর : রাশিয়ায়।

১৯. আরব বসন্ত এর সূতিকাগার কোন দেশ ?।

উত্তর : তিউনিসিয়া।

২০. বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশের নাম কি ?

উত্তর : উত্তর কোরিয়া।



আরও